একাত্তরের কার্টুন - ০৫

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: শুক্র, ১০/০৮/২০০৭ - ৯:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:


আবু আব্রাহাম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, অগাস্ট ৯, ১৯৭১
. . . . . . . . .


মন্তব্য

হিমু এর ছবি

অপ্রাসঙ্গিক সংযোজনঃ

একুশে টিভিতে একটি অনুষ্ঠানে চ্যানেল আইয়ের সংবাদপাঠক সাইদুর রহমান মন্তব্যকারী হিসেবে যোগ দিয়ে জানিয়েছেন তাঁর কথা। ১৯৭১ সালে হানাদার বাহিনী তাঁর মাকে বেয়োনেটবিদ্ধ করে জ্যান্ত কবর দিয়েছিলো, আর তাঁর পিতা আর তিন ভাইকে হত্যা করেছিলো।

সাইদুর রহমান মনে করেন, যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলি আহসান মোহাম্মদ মুজাহিদের পিতৃভূমি পাকিস্তান, যেদিন পাকিস্তান ১৯৭১ সালে এই হত্যাযজ্ঞের জন্য ক্ষমা চাইবে বাংলাদেশের কাছে, সেদিনই জামায়াতে ইসলামী তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এরা বাংলাদেশের দেহে ক্যান্সারের মতো। ক্ষমা প্রার্থনা করে পার পেয়ে যাওয়া বা পার পাইয়ে দেয়া নয়, এদের বিচার করতে হবে।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

"সাইদুর রহমান মনে করেন, যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলি আহসান মোহাম্মদ মুজাহিদের পিতৃভূমি পাকিস্তান।"

যদি তাই হয় তবে স্বাধীন বাংলাদেশের শাসন করবার ধৃষ্টতা তারা কোথায় পেলো ? আর বাংলাদেশ নিয়ে তাদের এতো মাথা ব্যথা কেন? তাদেরকে তাদের পিতৃভূমি পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।
---------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুমন চৌধুরী এর ছবি

দারুণ বস!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসিব এর ছবি

কার্টুনটা পুরো বুঝি নাই । গ্রোমি কোলা মানে কি ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

বিপ্লব রহমান এর ছবি

অসাধারণ! এই রকম আরো চাই।

অফটপিক:হিমুদা, প্রজন্ম একাত্তর সাইদুর রহমানকে চিনতাম। অনেকদিন আগে ওনার ওপরে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। এর শিরোনাম ছিলো:তোমাদের যা বলার ছিলো, বলেছে কী তা বাংলাদেশ? এতো বছর পর ওনাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

কিছুই তো দেখি না

সৌ রভ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।