মরূদ্যান এখন আর মরুতে নাই

মরুদ্যান এর ছবি
লিখেছেন মরুদ্যান [অতিথি] (তারিখ: রবি, ২৮/১০/২০১২ - ১০:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুবই আউলাঝাউলা অবস্থা।

কালকে বিকালে বাসা ছেড়ে দিয়ে আরেক বাংলাদেশি ভাইয়ের বাসায় উঠলাম ২ দিনের জন্য। প্রশ্ন হইতে পারে, "ক্যান? আমি ভাড়া দিতে না পারায় আমারে খেদায়া দিল নাকি?"

উত্তর হইল, না সেইরকম কিছু না। এই দেশে আর থাকুম্না ঠিক্কর্সি, তাই বাক্স-পেটরা গুছায়া যাইগা। কালকে ফ্লাইট সন্ধ্যায়, দোহা টু ঢাকা!

অনেক দিন পর নিজের প্রোফাইলে গুঁতাগুঁতি করতে গিয়ে এইমাত্র টাসকি খেয়ে দেখলাম উপরের লাইন কয়টা একটা ড্রাফট হিসাবে আছে ২৬ শে জুন। প্রিভিউ দেখে প্রথমেই মনে হইল হায় হায় আমার এ্যাকাউন্টে ড্রাফট আসল কোত্থেকে?? হ‌্যাক হইল নাকি?! পরে ভিতরে ঢুকে বুঝলাম যে না এটা আমারই কাজ, কি লিখতে গিয়া কি লিখতেসিলাম, তাই ব্রেনও আর কিছু মনে রাখেনাই। কিন্তু এখন ভাবতেসি লেখাটায় একটু ল্যাঞ্জা লাগানো যাক, অনেকদিন কিছু লিখিনা।

আলোচ্য 'এই দেশ' টা হইল কাতার, যেখান থেকে ২৯শে জুন আমি চইলা আসছিলাম ঢাকা, কিন্তু মাত্র নয়দিনের জন্য। জুলাইয়ের ৮ তারিখে উইড়া আসলাম অস্ট্রেলিয়া তে ('মরার' অস্ট্রেলিয়াতে)। এই দেশে আসার পিছনের শানে নুযূল আছে একটু। পাশ করার পর ২০০৭ থেকে শুরু করে ২০০৯ এর আগস্ট পর্যন্ত আমি মনের সুখে বাংলাদেশে বাস করতেসিলাম, খাই দাই, চাকরি করি, অবসরে ঘুরি ফিরি, আড্ডা মারি, সিনেমা দেখি। তেমন কোন টেনশন নাই। কিছুদিন পরপর ২ জন ৩ জন দোস্তরা দেখি আম্রিকা যায়, উচ্চশিক্ষার্থে, আমি বিদায় দেই আর খুশি মনে ভাবি এই আছি ভাল, পড়াশুনা আর আমারে দিয়া হবেনা। এর মধ্যে ২০০৮ এ কয়েকজন সিনিয়ার বড় ভাই দেখি চাকরিতে রিজাইন দিয়া অস্ট্রেলিয়া যাইতেসে, শুনলাম অস্ট্রেলিয়াতে পিআর এর কথা, গা করলাম না তেমন। কিন্তু পরে ২০০৯ এর দিকে দেখি প্রতিদিনই কেউ না কেউ এ্যাপ্লাই করে। কয়েকজন বড় ভাই আমার উপ্রে স্টিং অপারেশন চালায়া ফেলল কেন আমার অতিব জরুরী ভিত্তিতে এই এ্যাপ্লিকেশন করা ফরয, আমিও একদিন স্টিংড হয়ে গেলাম। মনে মনে ঠিক্কর্লাম আমারো পিআর পার্টিতে যোগ দেয়াই লাগবে, নাহলে এই জাহানের অসীম সুখ লাভে বঞ্চিত হব। তদ্দিনে আবার পরিচিত মহলে আরেক পার্টি চালু হয়ে গেসে, "খ্যাপ পার্টি"। খ্যাপ মানে কন্ট্রাক্টে বিদেশে চাকরিতে যাওয়া, ভাল টাকা কামাই হয়, এই দেশ সেই দেশও দেখা হয়। আফ্রিকাতে যাইতে পারলেই হইল, একেবারে সাফা কিরকিরা, ৬ মাস পর দেশে আইসাই ফ্ল‌্যাট বুকিং। তো আমরা যে কয়জন দেশে কামলা দেই, সবাই আচমকা দিশাহারা হয়া গেলাম। কি করব, খ্যাপে যাব? পিআরে ট্রাই মারব নাকি উচ্চ শিক্ষায় যাব?? ভাবতে ভাবতে ২০০৯ চইলা গেল, এর মধ্যে এই বছর আবার বাপ মায় বিয়া দিসে, বউর মন মর্জি ঠিকঠাক ঠাহর করতে পারতেসিনা, কিসে রাগ হয় কিসে খুশি হয়, আদৌ খুশি হয় কিনা, ব্যাপক গিট্টু লাইগা গেল জীবনে। ২০১০ এর জানুয়ারি মাস, জীবন পুরাই পাইনসা অবস্হা, অফিস ভাল্লাগেনা কারণ কিছুদিন আগে উচ্চতর ব্যবস্হাপনার নির্দেশানুযায়ী আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হইসে, পড়সি এক ##^%@ বসের পাল্লায়, কি করে কেন করে কিছুই সে বুঝেনা, খালি হম্বি তম্বি করে। আমার আরেক বন্ধু বেশ কয়েকমাস ধরে ঠিক্কর্সে আম্রিকায় যাবে, তাই ধুমায় প্রফেসরদের মেইল করে আর কি রিপ্লাই আসল তা আমারে আপডেট দেয়। আমি ভাবলাম পড়াশুনা যেহেতু করবনা, খ্যাপের চেষ্টা করা যাক। বেশ কিছু খ‌্যাপিস্টকে গুঁতায়া কিছু ওয়েবসাইটের লিংক বের করলাম যেইখানে সিভি ফেইলা রাখতে হয় আর চাকরির এ্যাড আসলে এ্যাপ্লাই নাইলে ইমেইল করতে হয়। পুরাদমে এই কাজে মন দিলাম, সারাদিন সাইট দেখি, মেইল করি আর ইনবক্স দেখি কোন জবাব আছে কিনা। ৩-৪ টা ফোন পাইলাম পরবর্তী কয়েক সপ্তাহে বিভিন্ন এজেন্টের কাছ থেকে। কিন্তু তারপর আর আগায়না। এক পর্যায়ে গিয়া বুঝলাম এই দিকে লাভ হইতেসেনা, পিআর ই করতে হবে, সবাই তো যাইতেসেগা! পয়েন্ট গুইনা দেখলাম, এ্যাপ্লাই করার যোগ্যতা আছে, কিন্তু আইএলটিএস দেওয়া লাগবে, যে স্কোর করা লাগবে বেশি কঠিন না বলে মনে হইল। কিন্তু এর মধ্যে আবার পাইলাম দু:সংবাদ, অস্ট্রেলিয়া সরকার উপলব্ধি করসে যে নিয়ম কানুন বেশি সোজা, ধুমায়া লোকজন চামে চিকনে তাগো দেশে ঢুইকা যাইতেসে, তাই নিয়ম কঠিন করা হইবেক! শুইনাই মনটা ছোট হয়ে গেল। বলা হইল আইএলটিএসে সব গুলিতে আলাদা আলাদা ৭ পাওয়া লাগবে, নাইলে হবেনা। যারা অলরেডি এ্যাপ্লাই করসে তারা ব্যাপক হাসি দিল যে 'দেখসো আগে ভাগে কাজ সাইরা কত্ত বুদ্দির কাজ কর্সি! এইবার লও ঠ্যালা সামলাও!' তাও আইএলটিএস দিলাম, মনে ক্ষীণ আশা ছিল যে পাইলেও পাইতে পারি, যদি লাইগা যায়। কেম্নে কেম্নে জানি পাইলাম, অফিসে বইসাই রেজাল্ট দেখতেসিলাম, সাথে অলরেডি পিআর পাওয়া এক ভাই (ইনি আমারে এই ব্যাপারে আগাগোড়া ব্যাপক সাহায্য করসেন)। রেজাল্ট দেইখা উনি মোটামুটি চিক্কুর দিয়া উঠসে 'আরে সাব্বাস, হয়ে গেসে তো!' দুপুরের মধ্যে এই খবর পুরা বিল্ডিংয়ে ছড়ায়া গেল, কয়েকজন জিজ্ঞেস করে গেল আমি কোথাও কোচিং বা কোর্স করসি কিনা, কোন গাইড পড়সি কি করসি কয় ঘন্টা প্রিপারেশন নিসি এইসব। যাই হোক রেজাল্ট পাইসিলাম মে মাসের ১০ তারিখ মনে হয়, ভাবলাম এইবার বাকি কাজ শুরু করতে হয়। এর মধ‌্যে আরেক ঘটনা, কাতার থেকে ডাক পাইলাম, তারপর রিজাইন, ভিসা, নতুন চাকরি সব মিলায় পিআর এ্যাপ্লাই করতে করতে ২০১১ এর জুন, পুরা এক বছর! যাই হোক এই হইল শানে নুযূল (বিরাট বড় হয়ে গেল তো)।

অস্ট্রেলিয়া আমার ভাল লাগেনাই, মন থেকে বলতেসি। দেশটা সুন্দর সন্দেহ নাই, অনেক সুন্দর। মানুষজন কেমন এইটা বলে দেওয়ার মতন কুতুব এখনো হইনাই, অফিসে সাদারা বেশিরভাগই ব্রিটিশ নাইলে আইরিশ। অন্যরা তো আছেই, কেও কেও বেশ ভদ্র হাসি খুশি, কেও আবার ব্যাপক কর্কশ। কিছু এশিয়ানও আছে যারা সুবিধার না। যাই হোক এই চাকরিটা আমি পাইসিলাম কাতারে থাকতেই। সিডনিতে সামনা সামনি ইন্টারভিউ ছাড়া চাকরি পাওয়া কষ্ট, তাই যখন এরা ফোনে কথা বইলাই অফার করল আমি সাথে সাথে রাজী হয়ে গেলাম। এরপর কাতারে অনেক অনেক ভাল নিশ্চিত একটা অফার পেয়েও ছাইড়া দিসি কারণ তদ্দিনে টিকেট হয়ে গেসে। মন অস্ট্রেলিয়ার স্বপ্নে বিভোর, আমার, বউয়ের, দুইজনেরই। নতুন দেশে যাব, সুন্দর সুন্দর জায়গায় ঘুরব আহা!

পরিশিষ্ট হইল, সুখনিদ্রা ভাঙ্গসে আসার কয়েক সপ্তাহের মধ্যেই। আমার সাধের ক্যামেরা গিয়ার (ক্যানন ৪৫০ডি, ১৮-৫৫, ৫০, ৭০-২০০ এল, ৫৮০ এক্স-২ ফ্ল্যাশ), একখানা ল্যাপটপ, সাথে আরো বেশ কিছু জিনিস বাসা থেকে চুরি হইসে। পুলিশ পুরা যাচ্ছেতাই, বাড়িওয়ালা তার আরও এক কাঠি উপরে। চুরির মত ঘটনায় পুলিশ কখনোই কিছু করে না জানতে পারসি পরে, চাকরিতেও কিছু সমস্যা আছে (চিন্তাভাবনা না করেই হ্যাঁ বলার ফল)। কিন্তু জীবন চলতেসে, জানিনা কই গিয়ে থামবে।এখন চলতেসে নতুন স্টিং অপারেশন, এবার অপারেটর বউ, দেখি কবে আবার স্টিংড হইতে পারি।

[মডু সমীপে, আমার অতিথি থাকাকালীন লেখা গুলা এখনো প্রোফাইলে আসেনাই, এক্টু দেখবেন? ইমেইল করসিলাম ২ বার।]


মন্তব্য

ইয়াসির আরাফাত এর ছবি

সিডনিতে সামনা সামনি ইন্টারভিউ ছাড়া চাকরি পাওয়া কষ্ট, তাই যখন এরা ফোনে কথা বইলাই অফার করল আমি সাথে সাথে রাজী হয়ে গেলাম।

খাইছেরে! সিডনী না গিয়া কেউ ফোনে চাকরী পাইছে এইটা প্রথম শুনলাম, আপনে তো কামেল আদমী দেখা যায়। চিন্তা না কইরা নতুন চাকরী খুঁজেন, খুব তাড়াতাড়ি পাইবেন। জলদি গুছাইয়া উইঠা ভালো খবর দেন।

অস্ট্রেলিয়া আমার ভাল লাগেনাই, মন থেকে বলতেসি।

এডা একটা কথা কলেন? আমরা যারা অস্ট্রেলিয়া যাওয়ার ধান্দা করতেছি, তাগোর বেলুন ফুটব তো

মরুদ্যান এর ছবি

সুখে থাকলে ভূতে কিলায়, আপনি সুইজারল্যাণ্ডে থাকেন না? অস্ট্রেলিয়া ভুয়া!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির আরাফাত এর ছবি

নদীর ওপার কহে.......

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ বুঝলাম, এদ্দিন বিরতি দেওনের কারণ।
ক্যামেরা গিয়ার হারাইছেন শুইনা বড়ই মন খারাপ হইল। অবশ্য এই পোস্টের জইন্যে একটা ধইন্যবাদ পাইবেন। আমারও পিআর অ্যাপ্লাই করন লাগব, মনে করায় দিলেন। এই লন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মরুদ্যান এর ছবি

হ। ক্যাননের সবকিছু কাচায়ে নিয়ে গেসে, তাই এবার নাইকন ডি ৭০০০ কিনসি।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধুরো ভাই। মন খারাপ উঠায়ে নিলাম। ডি ৭০০০ এর মালিকের জইন্যে কোন সমবেদনা নাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

জুন এর ছবি

সহমত। মন খারাপ

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

মরুদ্যান এর ছবি

ক্যান??? ডি ৭০০০ কি দোষ করসে??? মন খারাপ

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

 মেঘলা মানুষ এর ছবি

আমি গত সপ্তাহেই একজনকে তোমার রেফারেন্স দিলাম, "আমার বন্ধু আছে একজন- সে আমার মতন বোকা না। সে খ্যাপ, অস্ট্রেলিয়ান পিআর মিলায়া বিশাল আলিশান অবস্থায় আছে"

নিক কি বদল করার চিন্তা করতেছ নাকি? মরূদ্যান এর বদলে এখন "ক্যাংগারুর পকেটমার" এরকম নিক নিতে পারো চোখ টিপি

ভালো থাইকো।

মরুদ্যান এর ছবি

আলিশান! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

সুবিধা হয় এমন চাকরি পান, অস্ট্রেলিয়া ভালো লাগা শুরু করুক, নতুন স্টিং অপ্রেশান হাল্কার উপর দিয়া যাক সেই প্রেথথনা করি। শয়তানী হাসি

অমি_বন্যা

মরুদ্যান এর ছবি

ভাই গুরুতর সমস্যা অন্যখানে, চাকরি বাকরি এইসব লঘু ব্যাপার! প্রতিদিন বাংলাদেশ যাইতে মনে চায়!! তাও আগে মাত্র পাঁচ ঘন্টা লাগত, টাকাও বেশি লাগতনা। এখনকার লথা আর নাই বা বললাম! মন খারাপ

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

হিমু এর ছবি

শুঞ্ছি সিডনিতে প্রচুর ছাগু। না জানি নিক পাল্টায় ছাগুদ্যান লৈতে হয়।

মরুদ্যান এর ছবি

কস্কি মমিন!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির আরাফাত এর ছবি

ওঁয়া ওঁয়া

সুনা কথায় কান দিবোনা

ধ্রুব বর্ণন এর ছবি

আমার সাধের ক্যামেরা গিয়ার (ক্যানন ৪৫০ডি, ১৮-৫৫, ৫০, ৭০-২০০ এল, ৫৮০ এক্স-২ ফ্ল্যাশ), একখানা ল্যাপটপ, সাথে আরো বেশ কিছু জিনিস বাসা থেকে চুরি হইসে। পুলিশ পুরা যাচ্ছেতাই, বাড়িওয়ালা তার আরও এক কাঠি উপরে। চুরির মত ঘটনায় পুলিশ কখনোই কিছু করে না জানতে পারসি পরে

আপনার প্রতি সমবেদনা রইলো।

অনেকেরই দেখেছি কোনো ধারণাই নেই চুরির ঘটনায় পুলিশ কী করে সে নিয়ে। আমারও ছিলো না। অনেক পরিচিত জনের থেকে পরে জেনেছি। চুরি বিষয়ে বাংলাদেশ বিদেশে তেমন পার্থক্য নেই সম্ভবত। এ ব্যাপারে পুলিশ একটা মানসিক শান্তির নাম। চুরির বিপরীতে ইনশুআর করার কথা চিন্তা করেছেন?

মরুদ্যান এর ছবি

হুমম হোম ইনশিওরেন্সের কথা ভাবছি, কিন্তু পরিচিত তেমন কারো এটা করা নাই, তাই বলতে পারছেনা কোথায় করলে ভাল হবে। অনেক ইনশিওরেন্স কোম্পানি শুনেছি ক্লেইম করলে সহজে টাকা দিতে চায়না। বুঝতে পারতেসিনা কি করব!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

নীল আকাশ এর ছবি

সিডনিতে স্বাগতম। এন.আর.এম.এ হোম ইনশিওরেন্স এ কথা বলে দেখতে পারেন। যদি সম্ভব হয় তাহলে ভাল আবাসিক এলাকায় বাসা দেখুন। ভাল থাকবেন।

পিয়াল এর ছবি

ভালো-খারাপ সব শহরেই আছে। সিডনীতে ভালো এলাকায় চুরির ঘটনা হয়না বললেই চলে, কিন্তু সেসব দামী যায়গা। আমি যে জায়গাই থাকি সেটা মূল শহর থকে অনেক দূরে, এলাকা হিসাবে বিলো এভারেজ, কিন্তু ইনশাআল্লাহ এখন পর্যন্ত চুরির শিকার হইনি। আপনার হয়তো কপাল খারাপ, অল্প দিনেই একটা বাজে অভিজ্ঞতা হল।

ইনসিওরেন্স করার সময় শর্তগুলো ভালো মত জেনে নিবেন। আপানি যখন ইনসিওরেন্স করছেন তখন আপানার দেয়া তথ্য অরা যাচাই করবে না। কিন্তু আপনি যখন ক্লেইম করবেন, তখন তারা দেখবে যে আপনি প্রথমে ঠিক তথ্য দিয়েছিলেন কিনা।

আরও কিছুদিন থাকেন, ভালো বন্ধু বান্ধব বানান, দেখবেন, যায়গাটা তত খারাপ না।
আপানর সিডনী জীবন সুখী হোক।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

কড়িকাঠুরে এর ছবি

হ- মরুদ্যান এর লেখার কষাও ছুইটা যাক...

মরুদ্যান এর ছবি

চেষ্টা চলিতেসে।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আরে, আপনার এই লেখা আগে পড়ি নাই তো!! কেমন কেমন মিস হয়ে গেছে?

আপনার অভিজ্ঞতার সাথে আমার অনেকাংশে মিল আছে দেখছি! ভাই কি দেশে থাকতে টেলিকমিউনিকেশনে ছিলেন নাকি?

থাকেন ওখানে, আমরাও আসছি - তারপর প্রতি সপ্তাহে জমিয়ে সচলাড্ডা দেবো - দেখবেন তখন দুনিয়া রঙীন মনে হবে! চোখ টিপি

____________________________

মরুদ্যান এর ছবি

হা হা, আসেন।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

Sohel Lehos এর ছবি

চলুক

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।