আতশবাজি নিয়া ক্যামেরাবাজি

মরুদ্যান এর ছবি
লিখেছেন মরুদ্যান [অতিথি] (তারিখ: শনি, ২৩/০৩/২০১৩ - ৬:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার অনেক দিন পর। ফাঁকিবাজির জন্য ক্ষমাপ্রার্থী।

আমি দিনের চেয়ে রাতে ছবি তুলতে পছন্দ করি বেশি, রাতের আলো টালো নিয়ে অনেক সময় অনেক মজার মজার প্যাটার্ন তৈরি করা যায়, রং ঝলমলে সাইন, ডিসপ্লে এগুলার ছবি তুলতেও আমি বেশ মজা পাই। তবে আজকের প্রধান বিষয় হল আতশবাজি বা ফায়ারওয়ার্কস। প্রথমে ছবি গুলো দেখে ফেলি,

কাতার জাতীয় দিবসের আতশবাজি, ২০১০ (প্রথম চেষ্টা )
যন্ত্রপাতি: ক্যানন ৪৫০ ডি, ১৮-৫৫ কিট লেন্স, ট্রাইপড।

(১)

(২)

(৩)

'কাতারা' ঈদ উৎসব ২০১১ (২য় প্রচেষ্টা)
যন্ত্রপাতি: ক্যানন ৪৫০ ডি, ১৮-৫৫ কিট লেন্স, ট্রাইপড নেই নাই কারণ এই জিনিস যে হবে জানতাম না! পরে হাত দিয়াই তুলতে হইল।

(১)

(২)

(৩)

(৪)

ইংরেজি নববর্ষ ২০১৩, সিডনি হারবার ব্রিজ
যন্ত্রপাতি: নাইকন ডি৭০০০, ১৮-১০৫ কিট লেন্স, ট্রাইপড

(১) শুরুর আগে আগে

(২)

(৩) শুরু

(৪)

(৫)

আচ্ছা এবার আসি কারিগরি কথাবার্তায় (এখানে ডিএসএলআর বা ম্যানুয়াল অপশন আছে এরকম কম্প্যাক্ট ক্যামেরা নিয়ে কথা বলা হবে, তাই সিম্পল পয়েন্ট-শুট ওয়ালা ভাইরা রাগ কইরেন না), এরকম বা এরচেয়েও হাজার গুণ ভাল ছবি কিভাবে তুলবেন? প্রথম উত্তর হতে পারে 'প্র্যাকটিস', কিন্তু সমস্যা হচ্ছে ফায়ারওয়ার্কস জিনিস টা ঘন ঘন হয়না। যাই হোক কিছু নিয়ম কানুন আছে যেগুলা মোটামুটি মনে রাখলে ভাল কিছু ছবি পাওয়া উচিৎ। আসেন নিয়মগুলো নিয়ে একটু গুঁতাগুঁতি করি।

১) ছবি কোথায় দাঁড়ায় তুলবেন: এইটা একটা অতিব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফায়ারওয়ার্কস এমন একটা জিনিস যেটার টাইট ক্যাপচার তেমন ভাল লাগেনা (অন্তত আমার কাছে), আশে পাশে উপর নিচে যত বেশি জায়গা ফ্রেমে আনতে পারবেন তত ভাল। আরো খেয়াল রাখতে হবে যাতে ক্যামেরা আর আতশবাজির মাঝখানে উঁচু গাছ, দালান বা কোন প্রতিবন্ধকতা না থাকে, তাহলে ছবি ভাল আসবেনা। উপরে আমার প্রথম সেট দেখেন, এই ফায়ারওয়ার্কস হয়েছিল কর্নিশে, আমি ছিলাম তার উল্টা দিকে আল বিদা পার্কে একটা টিলার উপরে, কিন্তু মাঝে পড়ে গেল কিছু গাছ, ফলাফল চলনসই ছবি। যাই হোক এখন গুগল করলেই কোন্ ফায়ারওয়ার্কসের জন্য কোন্ কোন্ স্পট ভাল সেটা পা্ওয়া যায়, তাই ওরকম স্পট বাছাই করে আগে আগে গিয়ে জায়গা দখল করেন। আগে থেকে ফ্রেমিং করে রাখলে খুব ভাল, সেইক্ষেত্রে তুলার সময় শুধু টিপ দিবেন, ভিউফাইন্ডারে না দেখে বেশিরভাগ সময় সরাসরি তাকিয়ে ফায়ারওয়ার্ক্স উপভোগ করতে পার্বেন।

২) ট্রাইপড: এটা অবশ্যই লাগবে, নাহলে চোখা (sharp) আর মচমচে (crisp) ছবি পাবেন না। ছবি তুলতে হবে লং এক্সপোজারে, তাই যেকোন রকমের লাড়া খাইলেই আলোক রশ্মিগুলা একটু মোটামোটা আসবে, নাইলে ব্লার হবে ইত্যাদি ইত‌্যাদি। আরো ভাল হয় যদি রিমোট বা শাটার রিলিজ কেবল থাকে, কারণ শাটার টিপাটিপি করতে গিয়েও অনেক সময় ক্যামেরা ভাল রকম লাড়া খায়। আরেকটা বুদ্ধি আছে, শাটারে ২ সেকেন্ড ডিলে দিয়ে রাখা, সেই ক্ষেত্রে আপনার ছবি তুলার গতি ধীর হবে, বেশ কিছু ইন্টারেস্টিং মুহূর্ত মিস হয়ে যেতে পারে।আমার রিমোট বা কেবল কোনটাই নাই, ডিলে দিয়াও তুলিনা, খালি ট্রাইপড টা টাইট করে বসায় রাখি, হাতের স্ট্যাবিলিটি? প্র্যাকটিস প্র্যাকটিস! উপরে ২ নাম্বার সেটে আমার সাথে ট্রাইপড ছিলনা, পার্থক্য দেখতেই পাচ্ছেন!

(৬)

৩) ফোকাল লেংথ? এই প্রশ্নের উত্তর হচ্ছে ওয়াইডার ফোকাল লেংথ। এমন হতে পারে যে আপনার মনে হল কোন একটা জায়গায় একটা টাইট বা লং ফোকাল লেংথের শট নেয়া দরকার, নিলে দুর্দান্ত একটা ছবি হত, সেই ক্ষেত্রে বলে রাখি ক্রপ কিন্তু আপনি পোস্ট প্রসেসিংয়ের সময়ও করতে পারবেন।

২য় প্রশ্ন ফোকাস কি করে করব? অটো ফোকাস ব্যবহার না করাই উত্তম। একে তো অন্ধকার রাত তার উপর একেকবার আলোর উজ্জ্বলতা হবে একেক রকম, বাজি সবসময় এক জায়গা দিয়েই ফুটবে তার কোন গ্যারান্টি নাই। অটো ফোকাস থাকলে ক্যামেরা ফোকাস করতে অনেক সময় নিবে, আপনাকেও ফোকাস পয়েন্ট বার বার পরিবর্তন করতে হতে পারে, বেশি সুবিধার না ব্যাপারটা ‌তাই না? এইজন্য এইবেলা ম্যানুয়াল ফোকাসই ভরসা। দুইভাবে করতে পারেন ম্যানুয়াল ফোকাসিং। অনেক লেন্সে ফোকাস রিংয়ের জন্য একটা ডিসপ্লে থাকে, আপনার লেন্স ঐরকম হলে ফোকাস রিং ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন একটা 'ইনফিনিটি' চিহ্ন পাবেন, ফোকাস ওইখানে এ্যালাইন করেন। কিট লেন্সে সাধারণত এই ডিসপ্লে থাকেনা, তাই যাদের লেন্সে এই সুবিধা নাই তারা হতাশ হবেন না। প্রথমে লেন্স ওয়াইড এ্যাংগেলে নেন, যেমন ১৮ মিমি। তারপর অনেক দূরের কোন ল্যান্ডস্কেপে ফোকাস করেন, এইক্ষেত্রে লেন্স তার কাছাকাছি কোন জিনিসে যেহেতু ফোকাস করতে পারবেনা, সে 'ইনফিনিটি' ফোকাসে চলে যাবে। এখন এই ফোকাস টা ফিক্সড করে রাখেন, মনে রাখবেন ফোকাল লেংথ পরিবর্তন করলেই কিন্তু ফোকাস নষ্ট হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আবার আপনাকে ফোকাস ইনফিনিটি তে টিউন করতে হবে।

(৭)

৪) কোন্ মোড? ম্যানুয়াল মোডই সর্বোত্তম। এ্যপারচার আর শাটার স্পীড দুইটাই লাড়াচাড়া করতে হতে পারে। ছবি তুলবেন লং এক্সপোজারে (শাটার স্পীড কম), কিন্তু কতটা লং সেটা আপনার ইচ্ছা। তুলনামূলক বেশি লং এক্সপোজারে আলোর তৈরি নারকেল গাছাকৃতির অবয়ব পাবেন, কম হলে ফুলাকৃতি/ ডান্ডাকৃতি অবয়ব পাবেন। শাটার স্পীডের সাথে এ্যপারচার এ্যাডজাস্ট করে নিতে হবে যাতে ছবি জ্বলে না যায়, আর কতটুকু ডেপথ অফ ফিল্ড বা ডি ও এফ রাখবেন সেটাও এ্যপারচারের জন্য একটা ডিসাইডিং ফ্যাক্টর। রিকমেন্ডেড রেঞ্জ F8- F16

** মনে রাখবেন শুরু হওয়ার মিনিট দশেকের মধ্যে আকাশ ধোঁয়ায় ভরে যায়, তাই তখন একই শাটার স্পীডে এ্যপারচার একটুও না কমালে ছবি অনেক ধোঁয়া ধোঁয়া আসবে।

(৮)

৫) আই এস ও: সর্বনিম্ন রাখেন, ১০০-২০০, এর বেশি না।

৬) ফ্ল্যাশ? কোন দরকার নাই।

এছাড়া সারাক্ষণ ভিউফাইন্ডারে তাকিয়ে থাকার দরকার নাই, কয়েকটা শট নেন, দেখেন ঠিকঠাক আছে কিনা, দরকার মনে হলে কিছু টিউনিং করেন, তারপর তুলতে থাকেন। প্রত‌্যেকটা ছবি তুলার পর চেক করে দেখারও দরকার নাই, তাহলে অনেক কিছু মিস করার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যে চেক করেন যাতে কোন ভুল চুক হলেও ঢালাও সব ছবি খারাপ না আসে।

সবশেষে বলি নিজের চোখ দিয়া দেখার আনন্দ আর কোন কিছুতে নাই! হ্যাপি ক্যামেরাবাজি সবাইরে।


মন্তব্য

চরম উদাস এর ছবি

দারুণ হাততালি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

রংতুলি এর ছবি

চলুক চলুক হাততালি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

আচার্য এর ছবি

কী চমৎকার! ছবিগুলো দেখে বিস্ময়াবিভূত হলাম! দারুন কাজ করেছেন! হাততালি

============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।

মরুদ্যান এর ছবি

ধন্যবাদ! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

এক লহমা এর ছবি

অসাধারন ছবি আর চমৎকার লেখা। খুব ভাল লাগল। একটি কথা অবশ্য না বলে পারা যাচ্ছে না - আপনি মানা করলেও আপনার প্রথম তিন ছবিতে ঐ গাছগুলিঅ কিন্তু দারুণভাবে ছবির অংশ হয়ে গেছে। জানি, এতে যথার্থ আতশবাজির ছবি হয়ে উঠতে অসুবিধা হয়েছে, কিন্তু অন্যরকমের ছবি হয়েছে - ভাল লেগেছে।

মরুদ্যান এর ছবি

অসংখ্য ধন্যবাদ! হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে!! চলুক

পোকিয়াস_পোকা

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অমি_বন্যা এর ছবি

সেইরকম সব ছবি। দারুণ চলুক

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

শাব্দিক এর ছবি

০১। অসাধারণ পোস্ট, দেরিতে হইলেও এমন পোস্ট যেন আসে।
০২। ছবিগুলি াটাফাটি, সিডনিরগুলি মারাত্মক।
০৩। কারিগরি অংশের জন্য বিশেষ ধন্যবাদ।
০৪। আপনার হাচল হবার আগে কিছু ফটোগ্রাফির পোস্ট ছিল, এইগুলির লিংক দেয়া যাবে?

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

মরুদ্যান এর ছবি

http://www.sachalayatan.com/guest_writer/44704
http://www.sachalayatan.com/guest_writer/42956
http://www.sachalayatan.com/guest_writer/43005

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সুদীপ  এর ছবি

হাততালি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

বুনান এর ছবি

সিডনির ছবি গুলো অনবদ্য। খুব সুন্দর হয়েছে।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

MD. MUSTAFIZUR RAHMAN এর ছবি

অসাধারন ।

মরুদ্যান এর ছবি

হাহাহা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সুলতান এর ছবি

ভাই তো পুরা ফাটাইয়ালাইছেন! ওরা ফাটাইছে আতশবাজি আর আপনি ফাটাইছেন পোস্ট!

অসাধারণ!

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

স্যাম এর ছবি

চলুক
২য় সেটের ছবিগুলোতে বামে নীচের দিকে চাঁদের মত জিনিস্টা কি?

মরুদ্যান এর ছবি

মনে নাই, কোন আলো টালো হবে। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তারেক অণু এর ছবি
মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মন মাঝি এর ছবি

চলুক দারুন!

****************************************

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

:-/

খালি ১, ২, ৩ দেখা যায়! ছবি কই?

মরুদ্যান এর ছবি

রিফ্রেস কইরা দ্যাখেন!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ত্রিমাত্রিক কবি এর ছবি

১। আপ্নের ক্যামেরা হারানো সার্থক।
২। নতুন ক্যামেরার সবগুলাই অসাম, প্রথমটা অচাম।
৩। অনেক দিন পরে আইলেন, আবার স্বাগতম জানাইলাম।
৪। ডি ৭০০০ এ কি লং শাটারে নয়েজ রিডাকশন হয়? সেটা কতক্ষণ লাগে? আমার ডি৯০ তে ৩০ সেকেন্ডের শাটারে তুললে ৩০ সেকেন্ড ধইরা নয়েজ রিডাকশন করে। এইটা খুবই পেইন। ডি ৭০০০ এর আরও ছবি দাবী কইরা গেলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মরুদ্যান এর ছবি

১) মন খারাপ
৪) আমি ৩০ সেকেন্ডের কিছু তুলিনাই এখনো, কিন্তু এমনিতে অনেক ফাস্ট। টানা তুলতেই থাকে, ৫-৬ টা তুলার পর সেভ করার জন্য বাফার টাইম লাগেনা।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মনি শামিম এর ছবি

অসাধারণ সব ছবিরে ভাই, সিডনির গুলা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম তো।

-মনি শামিম

মরুদ্যান এর ছবি

সামনাসামনি সর্বোত্তম! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

কৌস্তুভ এর ছবি

উত্তম টিউটোরিয়াল এবং অত্যুত্তম ছবি। জিতা রহো বেটে। খাইছে

২ সেকেন্ডের ডিলে দেওয়াটা আতসবাজিতে খুব ভাল হবে না, অনেকটা অংশ মিস করে যাবে। রিমোট শাটারই ভাল।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কথা সত্য!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অনার্য সঙ্গীত এর ছবি

অসাম হাততালি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক
অসাধারণ হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

আইলসা এর ছবি

চলুক উড়া-ধুরা ছবি।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

বেচারাথেরিয়াম এর ছবি

তালিয়া, সুন্দর ছবি আর লেখা।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মেঘা এর ছবি

অসাধারণ সব ছবি ভাই অ্যাঁ । আমি তো পুরাই টাস্কিত হয়ে গেলাম!!! এতো সুন্দর হয় ফায়ারওয়ার্কস!!!

জীবনে কিছুই দেখলাম না। আরো বেশি বেশি ছবি তুলেন আর আমাদের মত অভাগাদের দেখার সুযোগ করে দিন। অণু ভাইকে হিংসা করতে করতে এখন হিংসা করা ভুলে গেছি। আমি এখন ভাল মেয়ে দেঁতো হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

মরুদ্যান এর ছবি

ধন্যবাদ! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মাহবুব লীলেন এর ছবি

তিনটা ছবিতে লিপস্টিক মাখানো একখান ঠোঁট আছে। একটাতে বন্ধ দুইটাতে খোলা
এই মহান ঠোঁটের বিষয়ে একটু জানতে মঞ্চায়

মেঘা এর ছবি

আসলেই তো তাই!!! আমিও মাত্র সবগুলো ভাল করে খেয়াল করে পেয়ে গেলাম!!

ঘটনাটা কি মরুদ্যান ভাই?

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

মরুদ্যান এর ছবি

উহারা কেন এই ঠোঁটের কারুকার্য করিয়াছিলেন তাহা আমার জানা নাই, দু:খিত। মন খারাপ

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবি গুলা অছাম হইছে...

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মরুদ্যান এর ছবি

মুর্শেদ ভাই, কন্ট্যাক্ট @ এ ইমেইল করেছি আবার, আমার আগের লেখা গুলা প্রোফাইলে যোগ করার ব্যাপারে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির আরাফাত এর ছবি

বহোৎ খুব!!

এই বারেরটা মিস করুম, আফসোস।

মরুদ্যান এর ছবি

চলুক ব্যাপার না দেশে যাওয়ার জন্য এসব মিস করাই যায়!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তিথীডোর এর ছবি

গুল্লি
ফায়ারওয়ার্কসের এত সুন্দর ছবি কম দেখেছি। দুর্দান্ত!

গত আট তারিখে বোধহয় লাস্ট ফায়ারওয়ার্কসটা দেখেছিলাম, এ পর্যন্ত দেখা সেরাটা।
এখানে মাসে অন্তত একবার এ জিনিস হয়-ই, কোন না কোন উপলক্ষে। অ্যাপারচার, শাটার, লং এক্সপোজার..এইসব সময়মতো কায়দা করতে পারি না আসলে। জিনিসটা এত সুন্দর, অগত্যা খালি চোখেই দেখি বসে বসে। চাল্লু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হেহে আমি কিন্তু ক্যামেরা সেট করে ১-২ টা তুলেছি, তারপর যখন দেখলাম ঠিক ঠাক, শুধু সাইডে দাঁড়িয়ে টিপ দিয়ে গেছি। ভিউফাইন্ডার দিয়ে কিছু দেখা যায় নাকি?

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মেঘলা মানুষ এর ছবি

হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।