বীক্ষণ | সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: শনি, ১৩/১০/২০০৭ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সময়ের সাথে বদলে যাওয়াটাই স্বাভাবিক। তাই সময়ের টানে লিটল ম্যাগাজিন যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক সেই সময়টাতে পালটে দেবার প্রত্যয়ে অনলাইনে যাত্রা শুরু করেছে বীক্ষণ। অনলাইনে বিভিন্ন ধরনের বাংলা ওয়েব সাইট থাকলেও ভালো কোন সাহিত্য পত্রিকা নেই। বীক্ষণ এক্ষেত্রে একটি ব্যাতিক্রমী উদ্যোগ।
auto

বীক্ষণ’ মূলত সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক অনলাইন পত্রিকা। এই পত্রিকায় বিভাগ আছে পাঁচটি-প্রর্তক্য, কবিতা, গল্প, নিবন্ধ, মনের ঘুড়ি। গল্প আর কবিতার পাশাপাশি প্রর্তক্য বিভাগে আছে সমসাময়িক চিন্তাভাবনা নিয়ে লেখা। তবে মনের ঘুড়ি বিভাগটিকে আপনি কোন ফ্রেমে বাঁধতে পারবেন না। এই বিভাগটিতে আছে ‘যেমন ইচ্ছে তেমন...’ (অবশ্যই প্রকাশযোগ্য) ধরনের কিছু লেখা।

বীক্ষণের লেখকদের মাঝে বেশির ভাগই পশ্চিমবঙ্গের বাঙ্গালী। পাশাপাশি রয়েছেন জাভেদ আকতার, কাজি জহিরুল ইসলাম, হাসান মোরশেদ, নিঘাত সুলতানা তিথি, কৌশিক আহমেদ, অনুপমা হক, আনোয়ার সাদাত শিমুল সহ বেশ কয়েকজন বাংলাদেশী লেখক ও কবি। সবচেয়ে বড় কথা হলো, সীমানার বেঁড়াজাল পেরিয়ে বীক্ষণ হয়ে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষের সাহিত্য চর্চার ক্ষেত্র।

এবার দেখা যাক বীক্ষণের পেছনে কারা কাজ করছেন। পত্রিকাটির যাবতীয় পরিকল্পনা ও নকশা করেছেন সুচেতা মিশ্র। পত্রিকাটি সম্পাদনার গুরুদায়িত্বটিও তিনিই পালন করছেন। এ কাজে তাকে বিশেষভাবে সহায়তা করেছেন অভিজিৎ মজুমদার। ওয়েব সাইটটি যিনি তৈরি করেছেন তার সম্পর্কেও মজার তথ্য পাওয়া গেলো পত্রিকাটির ‘আমাদের কথা’ বিভাগ থেকে। এই ওয়েব সাইটের নির্মাতা মু. নূরুল হাসান ওয়েব সাইট নির্মাণের কাজ খুব একটা ভালো পারতেন না। তিনি কাজ শিখতে শিখতে এই সাইটটি তৈরি করেছেন। বর্তমানে সাইটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও তার কাঁধে। সাইটটি বেশ পরিচ্ছন্ন, কোথাও অপ্রোয়জণীয় গ্রাফিক্সের বাড়াবাড়ি নেই। তাই সাহিত্য পিপাসু যে কোন মানুষেরই সাইটটি ভালো লাগবে। সাইটটি দেখে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষি মানুষ তাদের মতামত জানিয়েছেন। কানাডার টরেন্টো থেকে কাঞ্চন সরকার সাইটটি সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে-‘ কোথায় যেন একটা নিরাভরণ ঋজুতা আছে, যেটা ছোট ম্যাগাজিনের জন্য খুব দরকার।’

এ পর্যন্ত বীক্ষণের দুটি সংখ্যা প্রকাশ হয়েছে। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০০৬ সালের নভেম্বর মাসে। দ্বিতীয় সংখ্যাটি এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশের কথা থাকলেও কিছুটা বিলম্বে এ বছরের মে মাসে প্রকাশিত হয়। তৃতীয় সংখ্যাটি আগষ্টে বের হবার কথা থাকলেও এখনও বের হয়নি। কথা দিয়ে কথা না রাখতে পারলেও আশা করা যায় খুব শীঘ্রই তারা একটি মননশীল সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে এই বিলম্বের যন্ত্রণাটুকু পূরণ করে দেবেন। গত সংখ্যাটিতে এমন প্রতিশ্রুতির ছাপ পাওয়া গেলো। আর্কাইভে প্রতিটি সংখ্যায় সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে। তাই আপনি পুরাতন সংখ্যার লেখাও পড়তে পারবেন।

লেখা পড়ার পাশাপাশি বীক্ষণে যে কেউ লেখা পাঠাতে পারবেন। তবে লেখাটি মৌলিক এবং অপ্রকাশিত (প্রিন্ট মিডিয়া এবং ইন্টারনেট) হতে হবে। লেখাটি নির্বাচিত হলে তা ঘষে মেজে প্রকাশ করা হবে পরবর্তী সংখ্যায় । কবিতা ছাড়া অন্য কোন লেখা অবশ্যই বাংলায় টাইপ করে পাঠাতে হবে। ইউনিকোড বাংলায় টাইপ করার সুবিধার্থে ওয়েব ভিত্তিক কি-বোর্ডও রয়েছে সাইটটিতে।

একুশ শতকের মানুষের কাছে এখন সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটির নাম ইন্টারনেট। আপনি যেকোন পেশা বা নেশার মানুষ হন না কেন আপনাকে অন্তঃজালে বাঁধা পড়তেই হবে।এর সবচেয়ে বড় উদাহরন হচ্ছে বীক্ষণ। সাহিত্য চর্চার জন্য ইন্টারনেটে এমন একটি প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

ওয়েব সাইটঃ http://www.beekkhan.com/index.html


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

বীক্ষন দেখলাম। ভালো লেগেছে ।

বিপ্রতীপ এর ছবি

ধন্যবাদ আরিফ ভাই...

হাসান মোরশেদ এর ছবি

প্রথম সংখ্যায় আমিও ছিলাম হাসি
এটা আমাদের কনফু'র কীর্তি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিপ্রতীপ এর ছবি

হাসান ভাই,
আমি নিজেও এখনও পুরোটা পড়িনি। ধীরে ধীরে সময় নিয়ে পড়বো। তাই আপনার লেখাটা খেয়াল করিনি। সময় করে আপনার লেখা পড়বো।
প্রথম দেখাতে ওদের আইডিয়া খুব দারূন লেগেছে ...

নিঘাত তিথি এর ছবি

"বীক্ষণ"-এর পেছনের মানুষগুলোর সমস্যা হচ্ছে, তাদের সদিচ্ছা আছে পূর্ণমাত্রায়, কিন্তু প্রফেশনালিজমের অভাব। এই কারনেই বোধহয় এত দেরি হয়ে যায় একেকটা সংখ্যা বের হতে। এই দেরির দোষটুকু কাটিয়ে উঠতে পারলে মনে বাকি কলা গুলো পূর্ণ হবে।

আপনার রিভিউ দেখে ভালো লাগলো।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিপ্রতীপ এর ছবি

নিঘাত তিথি,
আসলে এ ধরনের কাজে ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না তো তাই প্রফেশনালিজমের একটু অভাব আছে।
তবে এইটুকু বাদ দিলে উদ্যোগটি এক কথায় অসাধারন লেগেছে।

কনফুসিয়াস এর ছবি

বাহ, আপনার রিভিউটা দেখে আসলেই খুব ভালো লাগলো।
এই পত্রিকার সম্পাদক এবং ওয়েবে আপলোডক ( হাসি ) দুইজনই তাদের কর্মকান্ড নিয়া ভীষন ব্যস্ত থাকেন বিধায়, অনেক ইচ্ছা থাকার পরেও ডেডলাইন প্রায়ই মিস হয়ে যায়।
এটাকে নিয়মিত করার চেষ্টা চলবে আরো।
রিভিউয়ের জন্যে আবারো ধন্যবাদ আপনাকে।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিপ্রতীপ এর ছবি

কনফুসিয়াস,
ধন্যবাদ আপনাকে...আমিও অপেক্ষা করছি নতুন সংখ্যার জন্য...

ইশতিয়াক রউফ এর ছবি

বিপ্র, রিভিউগুলো দারুন হচ্ছে। একেকটা পোস্টে একটা করে চোখ গজাচ্ছে আমার। চালিয়ে যাও। একটা সময় মনে হত সচল হয়তো অনেক বেশি একমাত্রিক হয়ে যেতে পারে, সবাই হয়তো একই ঘরানার এবং একই ধাঁচের লেখা লিখবে। কিন্তু বিভিন্ন পথে স্বতন্ত্র বিচরণগুলো অসাধারণ লাগছে। বিশেষ করে তোমার এই রিভিউগুলো। আইডিয়া শামীম ভাইয়ের হলেও তুমি নিজের আন্তরিকতা দিয়ে পূর্ণতা দিচ্ছো। গ্রেট জব!

বিপ্রতীপ এর ছবি

ইশতিয়াক,
ধন্যবাদ তোমাকে।
আসলে কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। শোহেইল মোতাহির ভাই যখন ই-বইটির কাজ শুরু করলেন তখন দেখলাম তেমন কেউ আগ্রহ দেখালেন না। শামীম ভাই দুটি রিভিউ লেখার পর তাই নিজেই লেখা শুরু করলাম।

ইশতিয়াক রউফ এর ছবি

থুক্কু। এই বইয়ের আইডিয়া বিগ সি-র, আর প্রথম লেখাগুলো শামীম ভাইয়ের। লিখে ভাল করছো। চলুক। 'আই গট ইওর ব্যাক' (= গুলি যা খাওয়ার তুমি খাও, আমি আহা-উহু করার জন্য আছি পেছনে চোখ টিপি)।

বিপ্রতীপ এর ছবি

যাক আহা-উহ করার মানুষ তো অন্তত একজন পাওয়া গেলো..এই বা কম কি? চোখ টিপি

সুচেতা এর ছবি

হুঁ, প্রফেশনালিজমের অভাব!!! ঘর শত্তুর বিভীষন দেখছি একেবারে। এভাবে ঘরের কথা বাইরে বলতে আছে!

সুচেতা এর ছবি

বিপ্রতীপ,
আপনার রিভিউ দেখে ভাল লাগলো। বীক্ষণ কে চাঙ্গা করতে পারেন আপনারাই, এই রকম কোন প্রচেষ্টার পাশে সব সময় সাহিত্য পিয়াসী নতুন নতুন মন চায় পুরনোর পাশে। কনফুতো বলেইছে, দুজনেরই কাজের চাপে ইচ্ছে থাকলেও সময়মতো পরের সংখ্যা প্রকাশ হয়নি। তবে আশা করছি, খুব শিগগির আপনাদের সামনে আনতে পারবো বীক্ষণকে নতুন রূপে। সবসময় মাথায় আছে নিয়মিত কীভাবে প্রকাশ করতে পারি দৈনন্দিনতার চাপের মধ্যেও। আশা করবো একসময় পারবো আপনাদের মত কিছু সাহিত্যপ্রেমি মানুষের জন্যই।
ভাল থাকুন।

বিপ্রতীপ এর ছবি

ধন্যবাদ সুচেতাদি...অপেক্ষায় থাকলাম...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।