ঝরাপাতা এর ব্লগ

আঁচল পাতো ঘাসে . . .

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২৭/১১/২০০৮ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আঁচল পাতো ঘাসে।

আজ আমার সবটুকু বিষাদ দেবো ঢেলে,
সবুজ পাতা পোড়াবো এই বুকের হলাহলে।
আঁজলা ভরে নেবে যত মন খারাপের সুর,
রোদের তাপে বাষ্প হবে দু:খ সমুদ্দুর।
বিরান পথে বিলিয়ে দেব নষ্ট নীড়ের কষ্ট,
দিনবদলের স্বপ্ন'রা সব মলিন, পথভ্রষ্ট।
উপচে দেব দু'চোখ ভরা জমাট কালীদহ,
ভাসিয়ে দিয়ে ব্যাথার আকাশ ছোঁবে অচীন গ্রহ।
ক্লান্তি আমার দূর হবে আজ শিশির ভেজা ঘাসে,
আচঁল পেতে একটু শুধু বসো আমার পাশে।
...


হৃদয়ের কথকতা . . .

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২২/১১/২০০৮ - ৯:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি ছিলাম স্বয়ং বুদ্ধের মতো অর্ন্তমুখী ধ্যানে মগ্ন,
আকাশের নীল, পাহাড়ের সবুজ, সাগরের ঢেউ, কপোতের শুভ্র ডানা,
নির্ঝরনীর বুকে চাঁদের টলোমলো রূপ, বরষার প্রথম
হৃদয় শীতল করা স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়া, মলিন ডায়েরি- রঙিন কলম,
মন খারাপ করা সন্ধ্যায় গিটারের টুংটাং আর হৃদয়ের ক্যানভাসে
হাজারো স্বপ্নের আঁকিবুকি- এই ছিলো আমার নিত্যদিনের সহচর।
আমার নিবিষ্টতা ছিলো একান্ত ভালোলাগায়, নিমগ্নতা ছ...


ফাউল ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২৭/১০/২০০৮ - ১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

কামার্ত হরিণী চোখের দিশা পেলে
হতেই পারি তৃষিত-উন্মুখ,
বাঁকে বাঁকে প্রেম যমুনার ছলাৎছল
আকন্ঠ জলে মজে রতি-সুখ।

২,

ঘাটে ঘাটে চন্দ্রমুখীরা যদি
ভ...


এক চিলতে সুনীল আকাশ

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২০/০৯/২০০৮ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের জানালা বেয়ে কখনো নামে না মায়াবী চাঁদ,
কার্নিশ জুড়ে খেলা করে বাহারী মানি প্ল্যান্ট।
শীতাতপের ঘেরাটোপ থেকে বের হয়ে
কখনো নেয়া হয়না মাটির সুব...


লুটেরা বৃষ্টি এবং ভেনাস . . .

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ১৫/০৯/২০০৮ - ১১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টিটা হঠাৎ-ই এমন বেয়াড়ার মতো এসে হামলে পড়লো না- তুমি একটুও অবসর পেলে না নিজেকে সামলে নেবার। সে উড়িয়ে নিয়ে যেতে চাইলো তোমার শাড়ির আঁচল, হাজার রাতের নির...


জীবন তাকে ভালোবাসেনি

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ২৪/০৮/২০০৮ - ১২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জীবন তাকে ভালোবাসেনি, মৃত্যুও করে গেছে শুধুই উপেক্ষা। তাই সে অনাহুতের মতোই এই নগরীর পথে পথে ফেরী করে গেছে তার দুর্বিষহ জীবনের দিনলিপি।

আজ রেলষ্টেশনে ...


বিষন্ন ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ১১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

তুমি আমায় ছুঁয়ে দেখো।
আমার চোখের জমাট নীলে হাজার কালীদহ,
বুকের ভেতর উতোরচাপান-
বেহুলার ভেলা ডুবছে অহরহ।

২.

গভীরতা বলে কিছু নেই,
থাকলে- আরো গভীরে ...


কাঁটাযুক্ত ক্যাকটাস, কাঁটামুক্ত ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ১৮/০৮/২০০৮ - ৫:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

সে পথে হেঁটেছি আমি
যে পথ পৌছেঁ গেছে ফুল্লরার কাছে,
সে বুকে গুজেঁছি মুখ
যে বুকে সিন্ধুর জোড়া চাঁদ লুকিয়েছে ।

২.

যতই গভীরে যাই
কেবলই অথৈ জল,
আহা! সুধা ...


শান্তনু: যার কথা মনে পড়লেই নিজেকে অপরাধী মনে হয়

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ১০/০৮/২০০৮ - ২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শান্তনুর কথা আমি ভুলেই গিয়েছিলাম। মনে রাখারও অবশ্য খুব একটা কারণ নেই। সে কবেকার কথা! আমরা একই স্কুলে পড়তাম। একই স্কুলে পড়লেও তার সাথে খুব বেশি হৃদ্যতা ছ...


ক্যাকটাস আবারো

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ০৪/০৮/২০০৮ - ৫:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

ছুঁয়ে ছুঁয়ে রই নিরন্তর
অন্ধকার মৌনতা,
ফিরিয়ে দিয়েছি আলোর উঠান
ক্ষমা করো এ দীনতা।

২.

নিষিদ্ধ উৎসবে মাতোয়ারা চাঁদ
ভাঙছে জল-জ্যোৎস্নার রাতে,
হাওয়া...