যন্ত্রণার শবযাত্রা

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: সোম, ১৪/১২/২০০৯ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এ বছরের এপ্রিলের মাঝামাঝি এক সময়ে লেখা। কবিতা বলা চলে কিনা জানিনা। একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার তাৎক্ষণিক বহিঃপ্রকাশ, এটুকু বলতে পারি। এমন অভিজ্ঞতা দু’একটা সবারই থাকে। সে হিসেবে এর কোন বিশেষত্বও নেই হয়তো। তবুও ... ... ...

ভেবেছিলাম অনন্য ধন
তাই ধারণ করেছিলাম
কিছু যন্ত্রণার বিনিময়ে ।
হেঁয়ালী সময়ের
বোবা চোখে
রাখিনি দু’চোখ,
দেখিনি গভীরে ক্রমাগত গোপণ ক্ষয়,
অকস্মাতই
বাতাসে যখন ভাসে
তার মৃ্ত্যু সংবাদ
হারাবার বেদনার চেয়েও
ভারি মনে হয়
তার শবদেহ !
শকুনিদের ভোজের আগেই
তড়িঘড়ি করে আয়োজন করি তার সৎকারের ।
বেহিসেবি রক্তের ধারা
আর স্নায়ুর কোষে কোষে
ক্লান্তিকর যান্ত্রিক চিৎকারকে
সঙ্গী করে সাঙ্গ হয়
তার শবযাত্রা ।
এরপর শুধুই শূন্যতা
যন্ত্রণাহীন …

শানে নূযুলঃ
কত ব্যথা সয়ে পেলে পুষে রেখেছিলাম দাঁতটাকে!
ভ্রুণাবস্থা থেকেই ভোগাচ্ছিল। ভুক্তভোগীরা পরামর্শ দিয়েছিল তক্ষুণি ফেলে দেবার। আক্কেল দাঁত নাকি কোন কাজে আসে না।(হ, কইসে তোরে! নিজেদের আক্কেল দাঁত নাই। তাই আমারে হিংসা করে!)
ফেলি নাই। তাতেও শেষ রক্ষা হলো না। বিনা নোটিশে পোকায় খেয়ে গেল!
ডেন্টিস্ট যখন আমার মুখগহ্বরে ড্রিল মেশিনসদৃস যন্ত্রটি চালিয়ে আক্কেল দাঁত উপড়ে ফেলার ফাঁক ফোঁকর তৈরিতে ব্যস্ত ছিলেন, তীব্র ভাইব্রেশনে উত্তেজিত নিউরনে এ বস্তু উৎপন্ন হয়।
দেঁতো হাসি


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

কবিতা লেখায় ভাটা পড়লেই জানাবেন। সচলায়তন থেকে চাঁদা তুলে আপনার দাঁত তোলানোর ব্যবস্থা করা হবে... দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

এই পরিহাসের দাঁতভাঙ্গা জবাব দিবই দিব ... খাইছে

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দিশা এর ছবি

হা হা হা অসাধারন শানে নযুল!! খুবই মজা পেলাম হাসি

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

নাশতারান এর ছবি

ধন্যবাদ। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

গৌতম এর ছবি

হা হা হা! আমার অবশ্য আক্কেল দাঁত শেষ পর্যন্ত তুলতেই হয়েছিলো। এই মাত্র ২০-২৫ দিন আগে। ব্যাথার চোটে আমার অবশ্য কোনো কোবতে মাথায় আসে নি। সুন্দরী ডাক্তারকে দেখে মাথায় কবিতা না আসার ঘটনা এটাই প্রথম। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নাশতারান এর ছবি

সে কী? ডাক্তার আপনাকে সংজ্ঞাহীন করেননি? (সৌন্দর্যের যাদুমন্ত্রে নয়, এনেস্থেশিয়া দিয়ে)

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

গৌতম এর ছবি

দুইবার অ্যানেস্থেশিয়ার করার পরও ব্যাথা লেগেছে। বুঝেন দাঁতের কী অবস্থা ছিলো!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি যখন তোলাতে গেলাম, ডাক্তারের ৭৫ বছর বয়েসী শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট নিতে এলেন একই কারণে। আমি ব্যথা ভোলার চেষ্টা করলাম নিজে এত অল্প বয়েসেই আক্কেললাভের পরিতৃপ্তিতে! মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।