হঠাৎ কাব্য

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: সোম, ২৮/১২/২০০৯ - ১১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মধ্যে হুড়মুড় করে কটা লাইন মাথায় চলে আসে। এর নাম হঠাৎ কাব্য। সম্পাদনা-পুনঃসম্পাদনাবিহীন আনকোরা ছড়া।

গঠনমূলক আলোচনায়
পঠনমূলক বক্তিমা
অনেক হলো, আর পারি না।
আর বাকি নেই শক্তি, মা!

এখনো কি জানতে বাকি?
সব খুনেরই এক খুনি।
বাগান-দালান পরেই বানান
কবর খুঁড়ুন এক্ষুনি।


মন্তব্য

তিথীডোর এর ছবি

হুমম...
ভাল্লাগলো!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মূলত পাঠক এর ছবি

চমৎকার!

ছবিটার ইতিহাস লিখলেন না, আপনার সৃষ্টি কি?

নাশতারান এর ছবি

ধন্যবাদ, পাঠকদা।
ছবিটার স্রষ্টা আমি নই। ১৬ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক বন্ধুর তোলা। শিল্পীর নাম জানা নেই।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আনন্দী এর ছবি

বাগান-দালান পরেই বানান
কবর খুঁড়ুন এক্ষুনি

এই দুটো লাইন দারুণ!!!

তাপস শর্মা এর ছবি

বাহ। ভাল্লাগ্লো। আজ কবিতা পড়ার দিন "আমারে নিবা মাঝি"র হাত ধরে...... সূচনাটা এই কবিতা দিয়ে...

নাশতারান এর ছবি

তাই বলুন! এত পুরোনো লেখায় মন্তব্য দেখে অবাক হয়েছিলাম। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।