একুশ, একটি ছুটির দিন

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: রবি, ২১/০২/২০১০ - ২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এ বছর ২১ শে ফেব্রুয়ারি রোববার পড়েছে।
যাক, একদিন বাড়তি ছুটি পাওয়া গেলো।
কতদিন ঘুরতে বের হইনা !
অফিস-বাসা-অফিস-বাসা। উফ!
অ্যাই, একুশে ঘুরতে বেরুবি?
চল না!
শাড়ি পরব।
কতদিন শাড়ি পরে ঘুরতে বের হই না!
তোর সাদা-কালো শাড়ি আছে তো?
না থাকলে কিনে ফ্যাল। কে-ক্র্যাফটে সুন্দর সুন্দর শাড়ি এসেছে দেখলাম।
আমিও কিনব।
আমার অবশ্য আছে একটা। গত বছরের। কিন্তু পুরনো শাড়ি পরতে ইচ্ছে করছে না।
ও একটা পার্লের সেট দিয়েছে ভ্যালেন্টাইনে। ওটা পরব।
পুরনো শাড়ির সাথে পরলে ভাল্লাগবেনা।
শাড়ি পরে, সাজুগুজু করে ছবি তুলব। ফেইসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয়না অনেকদিন।
ভার্সিটি লাইফটা খুব মিস করি, জানিস?
কত্ত মজা করতাম আমরা!
আর এখন? ছুটিছাটা ছাড়া দম ফেলার ফুরসৎ পাই না!
২১ শে ফেব্রুয়ারিতে দেখা হবে তাইলে। সি ইউ!
_____________________________________________________________

সালাম-বরকত-রফিক-জব্বার, আজ ২১ শে ফেব্রুয়ারি!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাক্যহারা!!!

---- মনজুর এলাহী ----

তিথীডোর এর ছবি

ছবিটা কি মাদমোয়াজেল তৃনার?
চোখ টিপি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

নাহ! মাদমোয়াজেল তৃনার না, জনৈকা "অমুক"এর।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

হুমম... আজকাল সবকিছুই কেমন যেন উৎসব-সর্বস্ব হয়ে যাচ্ছে। উৎসবও খারাপ লাগে না অবশ্য হাসি

---------------
আলোর ছটা
---------------

অতিথি লেখক এর ছবি

এক ছেলে ফেবু'তে স্ট্যাটাস দিছে,

বই মেলায় যাব ঠিক কইরা ভিড় এর ঠেলাতে হল এ ........ আন্তরজাতিক মাতৃভাষা দিবস ত নয় মনে হইতেছে dating day !!!!!!!!!!

দু:খজনক। মন খারাপ

- মুক্ত বয়ান

বইখাতা এর ছবি

খুবই চেনা-জানা-শোনা কথোপকথন ! শুধু উপলক্ষ্যটা বদলে যায়। ভালো লিখেছেন ।

আশরাফ মাহমুদ এর ছবি

হুমম। নাক্কারজনক অবস্থা। এসবের কারণ কী? আমার সচেতনতার অভাব, না আরো অনেক কিছু?
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ ...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রবাসিনী এর ছবি

সত্য কথা লিখেছেন।
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

ধুসর গোধূলি এর ছবি
রাহিন হায়দার এর ছবি

সত্য কথা।

খোমাখাতায় একজনের স্ট্যাটাসে দেখলামঃ language day rocks.

কই যাই বলেন তো?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

পান্থ রহমান রেজা এর ছবি

ছুটিই তো কাটালাম!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।