?

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বুধ, ০৬/০৬/২০১২ - ৮:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

?
----------

কে পাঠায় তারার চুমকি?

প্যাঁচানো সিঁড়ির মতো খাঁচার মাঝে
একটা গোপন কথা

আটকে থাকা শরীর জুড়ে চুমকি আকাশ ভরা তারা

কে পাঠায় গোপনে গোপনে চোরা দীর্ঘশ্বাস!

আমি কি আগুন? আমি কি কাগজের বুকে শুয়ে থাকা ড্রাগন?

রোদে রোদে ছেয়ে গেছে কাঁচ, ও কাঁচে গাছ
ফলিত বিকেল

রবসন ষ্ট্রিটে লাল নীল আলো, লাল হলুদ আলো
কে দেখে গোপনে চেয়ে

ভ্যানকুভার সিটি জুড়ে বিষন্ন আকাশ
নীল নীল কাঁচে গোলাপি চ্যাপ্টার;

আমি কি ড্রাগন? কে খোঁজে মুখের ভেতর লুকানো আগুন

খামের মাঝে ছড়ানো ঘ্রান

একটা বিশাল ভ্যানকুভার আকাশ

কে পাঠায় সে আকাশের তারার চুমকি গোপনে গোপনে .... ....


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক
কে পাঠায়- গোপনে গোপনে...

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নাবিদ এর ছবি

কবিতার ভাল মন্দ বুঝি না। সামনে এলে পড়ি কখনো। মাঝে মাঝে দু একটা ভাল্লাগে, যেমন এটা। তবে ভাল লাগাটা অবশ্য খুব বেশি না!

লিখতে থাকুন, নিজের জন্য। হাসি

ক্রেসিডা এর ছবি

নিজের জন্যেই লেখা, নিজের জন্যেই শেয়ার করা, যাতে আপনাদের ভালো লাগা, কম ভালো লাগা ও মন্দ লাগাটুকু অনুভব করা যায়।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা তেমন অনুভব করতে পারলাম না। হয়তো অন্য কারো ভালো লাগতে পারে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।