বিক্ষিপ্ত কবি-তা (তালগোল)

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিক্ষিপ্ত কবি-তা (তালগোল)
-----------------------------------

(১)

একদিন রকে বসে বেজে ওঠে ঠোঁটের শিস!
হৃদয় আর এখানকার দূরত্ব শুধুই কি শব্দ নয়?

(২)

একটি কবিতার জন্যে সে কি দীর্ঘ প্রতিক্ষা,
আমি বসে থাকি অনন্তকাল আঙ্গুলে কলম চেপে
একটি রূপকও ধরা পড়েনি স্বর্গ ভ্রমন শেষে!
সাদা পাতা
          কবিতার খাতা
                  হচ্ছে বিধবা!

(৩)

খাঁচার মাঝে বদ্ধ ছিল প্রেম; খুঁজতে যেয়ে
জড়িয়ে গেলাম অসীম দ্বিধায়,
এখন আমিই খাঁচার মাঝে! হায়রে প্রেম
চৌরাস্তায় বাদাম বেচে!

(৪)

ঠিকানা হারিয়ে গেলে কেউ কেউ দয়া করে বলে দেয় গন্তব্য;
তুমি হারিয়ে গেলে আমি বলে দেই
ইদানিং হুইস্কির বাজারে চড়া দাম রে ভাই!

(৫)

শ্মশানে এক রাত্তিরে শেয়ালের ডাক শুনে
আমার বড্ড মরে যেতে ইচ্ছে হয়;
অথচ আমরা সকলেই মৃত হয়ে জন্ম থেকেই!

(৬)

সোডিয়াম বাতিগুলো বদলে দেয় শারীরিক আবহাওয়া,
অথচ তুমি বদলে গেলে সামান্য মোমের আঁচেই।

(৭)

অস্থির উন্মোচনে বেদনা পাবে বন্ধু,
অলৌকিক রাত্রি থেকে স্তনের সৌরভ পাবে শুধু;
একটু শৈল্পিক হও; জোহান্সবার্গ তবেই না মাতাল হবে তোমার উরুতে।

(৮)

ভালোবেসে চলে যাবে ক্ষতি নেই।
অন্তত ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমুগুলো ফেরৎ দিয়ে যাও;
তাতেও খুব কম করে হলেও আরও একটা জন্ম পেরিয়ে যাবে দুজনার।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাহ্ বাহ্- চমইতকার... উত্তম জাঝা!
এইবার আর হিমালয়ে দৌড়-ঝাপ করা লাগে নাই অণু ভাইর কাছে- নিজের এন্টেনাতেই ধরতে পারছি... দেঁতো হাসি

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

হাহা, যেগুলো নিজের এন্টেনায় ধরতে পারেন নাই, চেষ্টা করলেই পারবেন। কবিতার কোন ভুল ব্যাখ্যা নাই; আপনি যেভাবে চাইবেন সেভাবেই তার অর্থ ঠিক। এজন্যই কবিতা এক একজনের কাছে এক একরকম মানে হয়ে দাড়ায়।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

হুমমম- ঠিক... চলুক - আমিও তাই মনে করি...

মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি- সকল অতিথি লেখক'দের মন্তব্যের শেষে নাসিফনামটি আসছে- একটু দেখবেন...

কড়িকাঠুরে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করা হয়েছে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ...
কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

আপনি ইইজার নেম এর প্লেসে কড়িকাঠুরে লিখেন না কেন? তাহলে তো অতিথি লেখক না শো করে কড়িকাঠুরে দেখাতো!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৬ আর ৮ নম্বরটা বেশ লাগলো।

ক্রেসিডা এর ছবি

দেঁতো হাসি সবার লাইফেই ছ‌্যাকা এর মধুর স্মৃতি আছে শয়তানী হাসি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

না, তেমনটা নয়। শব্দগুলোর জন্য ভালো লেগেছে।

ক্রেসিডা এর ছবি

লোল; সিরিয়াসলি নিবেন না। সবাই ছ্যাকা খায়, কেই প্রত্যক্ষ ভাবে বা কেই পরোক্ষ ভাবে। কিছু একসেপশন তো থাকেই। সেই থেকে বলা; আরো একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যে, আমি যে যার যার গন্ডিতে বসবাস করি, রুচি আলাদা, চিন্তা-ভাবনা আলাদা; কিন্তু কোথাও না কোথাও আমাদের সবার গল্প এ; শুধু আমাদের উপস্থাপনটাই ভিন্ন।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অমি_বন্যা এর ছবি

পুরো কবিতায় একেবারে জোস । তবে ৭ ও ৮ নাম্বারটা ধরেছে বেশী । ভালো থাকবেন। অনেক ভালো লেগেছে।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রদীপ্তময় সাহা এর ছবি

২ নম্বরটা সবচেয়ে ভালো লাগল।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

১ দ্বিতীয় লাইন বিচ্ছিন্ন মনে হল।
২ ভালোই
৩ মোটামুটি
৪ গদ্যসম্ভব
৫ চমৎকার। [তবে শেষ লাইনে কিছু মিসিং হয়ে থাকতে পারে?]
৬ ক্যামন!
৭ মোটামুটি
৮ হাল্কা

যা মনে আসলো বললাম, কোন পাত্তা দেবার প্রয়োজন নাই দেঁতো হাসি । পোস্ট করা চালিয়ে যান............


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

ম্যাঁও

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

অথচ আমরা সকলেই মৃত হয়ে জন্ম থেকেই! চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

বাহ !

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।