মুচকি হাসি

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: বিষ্যুদ, ১১/০৯/২০০৮ - ৩:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরা টেকা আনছো তো? জিগায় জামিল
সাবু ওরফে মোঃ সাহাবুদ্দিন বের করে দেয় পুরা টাকা,
কেরোসিন আর অন্য টুকিটাকি জিনিষ নিয়ে পা চালায় সাবু।
কথা না বাড়িয়ে কৃত্রিম হাসি হাসে জামিল।

বাড়ী ফেরার পথে সিরাজুলের দোকানে ঢুকে এক কাপ চা খেলো সাবু।
এত্তা কেরেসিন দিয়া কি করবা ভাইজান?
চা খেতে খেতে সাবু বলে, “গায়ে আগুন দিমু”
না বুঝে বোকার হাসি হাসে সিরাজুল।

লতা দিয়ে শুঁটকি রান্না,
অনেকদিন পর পেট ভরে খেলো সাবু।
বড় ভালা রান্ধা হইছে বউ।
আহ্লাদে আটখানা হয়ে খুশীর হাসি হাসে আমিনা

দাওয়ায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে কি সব যেনো ভাবে,
দক্ষিনা বাতাসে চোখ বুজে আসে, পাড়ি দেয় স্বপ্নের দেশে।
দমকা বাতাশে ধড়মড় করে ওঠে,
মুচকি হেসে কেরোসিন আর লাইটার হাতে এগিয়ে যায় সাবু।

**************************************************
পুনশ্চঃ “নটে গাছটি” বলার আগেই “আমার গল্পটি ফুরোলো”।
পুতুল ভাই বলছিলেন পাঠককে ভাবার খোরাক দিতে হইবেক, চেষ্টা করিতে গিয়ে বোধহয় গুলাইয়ে ফেলাইছি, তবে এইবার অনুকে অনুই রেখেছি, ভানু বানাইতে দেই নাই। আর দিনে দিনে আমার লেখায় মন্তব্যের সংখ্যা কমিয়া যাইতেছে, তাহার মানে পাঠকরা হাঁপিয়ে উঠেছেন। তাইলে তো খাইছে। একটু সমালোচনা হলে ভালো হয়।


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মন্তব্যের আশায় লেখেন নাকি? তাইলে খুব পচা কাজ হইতাসে। আমরা যে কিছুটা ভুলো মনের জানেন তো? কাজেই লেখাটা সচলের পাতায় জমা থাকুক। মন্তব্যের ঢের সময় পাওয়া যাবে। মন্তব্য কম বলে হাতগুটাইলে খবর আছে! হুঁহুঁ!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

দেবোত্তম দাশ এর ছবি

ভুল আমার হইছে, মন্তব্য বলতে বোঝাতে চেয়েছিলাম আলোচনা। আমি নিজেই সব লেখা পড়ে মন্তব্য করি না বা করার সময় পাই না।
ভূল বুঝেইন না, অনেক সময় বুঝাইতে গন্ডোগোল হয়ে যায়।

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অনিশ্চিত এর ছবি

গল্পের আবেশ পেলাম কবিতায়। ধন্যবাদ।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

দেবোত্তম দাশ এর ছবি

আমি তো গল্পই লিখতে চেয়েছিলাম ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নজমুল আলবাব এর ছবি

অনু করতে গিয়া গলা টিপে মেরে ফেলা হইছে। ভাল লাগে নাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

দেবোত্তম দাশ এর ছবি

কথা ঠিক, ভালো আমারো লাগে নাই, এই আলোচনা টুকু পেলে মনে হয় experiment করতে সুবিধা হয়।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মূর্তালা রামাত এর ছবি

অনেক আশা নিয়ে শুরু করলাম। অথচ.....

মূর্তালা রামাত

দেবোত্তম দাশ এর ছবি

হুমম বুঝলাম, তথৈবচ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

এক্সপেরিমেন্ট চালাচ্ছেন বুঝতে পারলাম। চিন্তা করবেন না। লিখতে থাকুন, এক্সপেরিমেন্টও চালাতে থাকুন। সময়ের সাথে, ধীরে ধীরে আরো পরিপক্কতা পাবে এগুলো, আমি নিশ্চিত। শুভকামনা।
________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু প্রহরী ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।