পরমাণুর পঞ্চবাণ - ৪ (হাসির গল্প)

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: শুক্র, ২৪/১০/২০০৮ - ১২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একবার এক অন্যমষ্ক ছেলে রাস্তা দিয়ে যাবার সময় এক গাধার সামনে পা পিছলে পড়ে গেল।
তাই না দেখে পাশ দিয়ে যাওয়া কলেজ পড়ুয়া এক মেয়ে হেসে বলে উঠলো “কি ব্যাপার বড়দাকে প্রনাম করছিলে নাকি “?

এক্কেবারে অপ্রস্তুত না হওয়া স্মার্ট ছেলেটি বলে উঠলো, “ঠিক বলছো বৌদি, তোমার সাথে বিয়ের পরেই দাদা একদম ম্যান্দামেরে গেছে”।

*******************

মশার ভীষন উৎপাত বেড়েছে দেখে মহিলা কাজের মেয়েটিকে বললেন মশাগুলো মারতে।

বেশ কিছুক্ষন কেটে যাওয়ার পরও মশার উৎপাত এতটুকু কমেনি দেখে মালকিন রেগে বলে উঠলেন “ফাঁকিবাজ মেয়ে, কত বার বললাম মশাগুলো মারতে, এখনো এগুলো গুনগুন করছে কেন” ?

চালাক মেয়েটি বললো “মশারা সব মারা গেছে, এগুলো সব মশাদের বউ, স্বামী মারা যাওয়ার দুঃখে বেচারীরা গুনগুন করে কেঁদে বেড়াচ্ছে”।

*******************

এক বদ ছাত্র তার রোগা প্রফেসারকে ক্ষ্যপানোর জন্য জিজ্ঞেস করলো

“স্যার আপনার আর আমার মধ্যে কতটা ফারাক”

স্যারের উত্তর

“আঙ্গুর আর কিসমিসের মধ্যে যতটা ব্যবধান ততটাই”

*******************

এক চ্যাংড়া পাজী ছেলে রাস্তায় এক সুন্দরী মেয়েকে দেখে ইয়ার্কি মেরে বলে উঠলো “হায় মেরী জান আযা মেরে দিল কে আন্দার আ”। (মানে আমার হৃদয়ের বা বুকের ভেতরে চলে আসো)

রেগেমেগে মেয়েটি বলে উঠলো “চপ্পল খুলতে হবে নাকি” ?

আরে কি যে বলো এটা না মন্দির না মসজিদ যে চপ্পল খুলে আসতে হবে।

*******************

ইণ্টারভিউতে প্রশ্ন করা হলো ঃ-

“এতগুলো খেলোয়াড় মিলে একটা ফুটবলে লাথি মারতে থাকে কেন”?

প্রশ্ন শুনে স্মার্ট ছেলে হেসে বলল “একদম সোজা, গোল করার জন্য”।

কিন্তু গোল বলটাকে লাথি মেরে আরো গোল কি করে করা যায় ?

*******************

এবারের এগুলোকে অনু/পরমানু না বলে হাস্যকৌতুকই বলা ভালো। তবে দুএকটা অন্য ভাষা থেকে অনুবাদ করা, নাঃ বলা ভালো চুরি করা। দেবার ইচ্ছে ছিল না তবু দিলাম।

চারিদিকে যেনো একটা হাহাকার শুরু হয়ে গেছে। কোথাও কোনো শান্তি নাই। কে একজন সেইদিন বলল দুর্দিন নাকি আইসা গেছে, আকাশ নাকি ভাইঙ্গা পড়বে, সমুন্দরেও নাকি আগুন লাইগা যাবে।

শান্তির মা মরে গিয়ে অশান্তিকে রাজ্যের রানী করে দিয়ে গেছে।

গ্লোবাল রিসেসন শুরু হয়ে গেছে, যুক্তরাজ্যে এখনো অফিসিয়ালি ঘোষনা না করা হলেও আমার মতে এখানে রিসেসন অনেক আগে শুরু হয়ে গেছে। মচকাবে তবু ভাঙ্গবে না আরকি। তাই মরার আগে যত পারি হেসে নেই, আপনারাও ......


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

বেশ মজার তো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দেবোত্তম দাশ এর ছবি

কোনটা সব থেকে মজার তিরু ভাই ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

ধুগো ভাই হাসতে পারলে শরীর মন সত্যিই ভালো হয়ে যায়।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

প্রকৃতিপ্রেমিক [অতিথি] এর ছবি

অনু পরমাণু শিরোনাম দেখেই ১০০ হাত দূর দিয়ে যাচ্ছিলাম। কি ভেবে ঢুকেই ভয়টা ভাঙলো। বেশ মজার।

দেবোত্তম দাশ এর ছবি

এই বার বুঝলাম লোকে পড়ে না কেন? শিরোনাম পাল্টাতে হবে মনে হয়
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পরিবর্তনশীল এর ছবি

চপ্পলেরটা জব্বর লিখছেন ভাইজান। শাটাশাটি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দেবোত্তম দাশ এর ছবি

খাইছে রে, এইবার না হয় লাঠালাঠি ঃ)
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রণদীপম বসু এর ছবি

হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দেবোত্তম দাশ এর ছবি

শুধুই হাসলেন ? খিল ধরার মত হয় নি, এখন কাতুকুতু দিই, পরে ভালো করে হাসাবো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি দারুন!!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু মুমু
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

শামীম এর ছবি

লোক হাসান কেনে বাহে?! চিন্তিত চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

দেবোত্তম দাশ এর ছবি

হাসতে পারলে নির্মল আনন্দ পাওয়া যায়
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

বিপ্রতীপ এর ছবি

আরে কি যে বলো এটা না মন্দির না মসজিদ যে চপ্পল খুলে আসতে হবে।

এইডা বেশি ভাল্লাগছে ... হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

দেবোত্তম দাশ এর ছবি

এটা সত্যি মজার
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।