বেখেয়ালীপনা ০০

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ৫:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমন কটেজ আদলে গড়ে উঠেছে বাড়ি গুলো। উঠেছে না বলে উঠানো হয়েছে বলাই ভালো। পাহাড়ি উপত্যকায় প্রধান হাসতাপাল ভবনের কাছ লাগোয়া এই 'কুঁড়েঘর' সদৃশ বাড়ি গুলো হীলিং পিরিয়ডের সময় ব্যবহৃত হয় মনোরম পরিবেশে রুগীর 'হাওয়া বদলে'র জন্য।

কাঠের বারান্দা থেকে নেমে এসে পেছনের বাগানের কোণ ঘেঁষে একটু আড়ল ঝোঁপ। হাসপাতালের দিকে তাকিয়ে সিগারেটে টান দিতে দিতে মনটা কেমন হাঁসফাস করে উঠে। বুকের ভেতরে টিকটিক শব্দ করে ঘড়িটা জানান দিতে থাকে সময়

অস্থির চিত্তে হাসপাতালের মোজাইক করা তকতকে বারান্দায় দাঁড়িয়ে আছি এখন। দৃষ্টি লম্বা বারান্দার শেষ প্রান্তের বদ্ধ দরোজায় নিক্ষেপিত ও স্থির। বিশুদ্ধ পরিবেশেও অক্সিজেনের ঘাটতি অনুভূত হচ্ছে। গলায় রা সরে না, কি জানি কি একটা গলায় আটকে আছে এসে। বকুল ফুল, ঈশ একটা বকুল ফুলের মালা যদি পেতাম এখন!

দরোজাটা খুলে গেলো খটাশ করে। সবুজ এপ্রোন পড়া মুখে মাস্ক লাগানো, মাথায় কাপরের টুপি একটা মূর্তি গম্ভীর মুখে আমার দিকে এগিয়ে এলো ধীরে ধীরে।

"এসো আমার ঘরে। সুধন্যার ব্যাপারে কথা বলবো"।

আমার ধ্যানভঙ্গ হয়। হ্যাঁ, সুধন্যার ব্যাপারে কথা আমাকে বলতেই হবে। আমি কঠিন মুখের মূর্তিটির পেছন পেছন এগিয়ে যাই শব্দহীন...


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

সুধন্যা ক্যাঠা?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি
অমি রহমান পিয়াল এর ছবি

সুধন্যা ক্যাঠা?

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

মুহম্মদ জুবায়ের এর ছবি

একই প্রশ্ন যা সুমন-পিয়ালেরও।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ধুসর গোধূলি এর ছবি

- চলেন তাইলে আগে সুধন্যারে বের করি। দেখি কার কি মনে হয়!

কে সেই সুধন্যা??
_________________________________
<সযতনে বেখেয়াল>

ঝরাপাতা এর ছবি

আক্কেল মুন্সীর মাইয়া।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দৃশা এর ছবি

ও আইচ্ছা এক সিরিজে তনয়ার নাম কইচ্ছে...আর এক সিরিজে বউ এর নাম কইল...এরপরের সিরিজে কি শ্যালকের নাম কইবেন?

দৃশা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একই প্রশ্ন যা জুবায়ের ভাইয়ের।

ধুসর গোধূলি এর ছবি
ভাস্কর এর ছবি

আক্কেল মুন্সী ক্যাঠা?


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।