!! সুখে থেকো ভাল থেকো...মনে রেখ এ আমারে !!

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ২০/০৮/২০০৮ - ৫:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় নুসরাত
কেমন আছিস? ভালই থাকার কথা...পৃথিবীর সমস্ত গেঞ্জাম ফেলে গিয়ে উপর থেকে আমাদের কুকর্মের লাইভ শো উপভোগ করছিস নিশ্চয়। আমরাও আছি বেশ, জঞ্জালময় পৃথিবীতে চোখ-কান বন্ধ করে দিন কাটাচ্ছি সুশীল সমাজের বাহক হয়ে। কোন কিছুই এখন আর স্পর্শ করে না... অনুভূতিগুলো ভোঁতা হতে হতে অসার হয়ে যাচ্ছে কিংবা বলা ভাল হয়ে গেছে। এই যে তুই নেই এটাও আজ প্রতিদিনকার জীবনযাত্রার খুব স্বাভাবিক একটা অংশ। তুই যাওয়ার পর যে সময়টুকু থেমে গিয়েছিল সেই মুহুর্তের চাকাও আজ আর থেমে নেই। আমরা তোকে পেছনে ফেলে গিয়ে ক্রমাগত ছুটে চলেছি কোন এক খুঁটিতে বাধা লাল ফিতের দিকে... পৃথিবীরই অন্য আর এক গোলক ধাঁধায় প্রবেশ করার অদম্য টানে। এখন তোর কথা মনে পড়লে আর চোখ ভিজে যায় না বরং তোকে নিয়ে পোস্ট লেখার মাধ্যমে নিজেকে মনে করিয়ে দেই তোর অদৃশ্য অস্তিত্বের স্থায়ীত্বের সত্যতা।

তোর জন্মদিনে আমরা লুকিয়ে লুকিয়ে তোকে উইশ করি মনে মনে...মিথ্যা বলব না...সেলিব্রেটও করি সবার অগোচরে... কারন নিজেদের দুর্বলতা আমরা একে অপরকে দেখাতে নারাজ। আর ২২ শে মার্চ দিনটাকে আমরা স্মৃতি নামক স্নায়ুকুঠুরি থেকে দুমড়ে মুচড়ে হ্যাচকা টান দিয়ে ছুড়ে ফেলে দিয়েছি বুহুদূরে। পৃথিবীতে যে ২২ শে মার্চ বলে একটা দিন আছে আমরা অস্বীকার করি তীব্র হাহাকার নিয়ে। দেখছিস কি তুই! তোকে ছাড়াও আমাদের খুব চলে যাচ্ছে প্রতিটা মুহুর্ত...প্রতিটা দিন...প্রতিটা বছর। শক্ত মস্তিষ্কখানায় তোর স্মৃতিরা এসে আর কড়া নাড়ে না যখন তখন...যাচ্ছে তাই ভাবে খুড়ে যায় না গভীর ক্ষত কঠিন হৃদপিন্ড মাঝে।

তবুও হঠাৎ কখনও অকারণে মিড ক্লেভিকুলার লাইনের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসটা অযথাই বিনা নোটিশে চিনচিন করে ওঠে সূক্ষ ব্যাথায়। হয়তো কনিকেল শেইপড বোকা হৃদপিন্ডখানা লোহার মত শক্ত হতে আরো বেশ কিছু বাকী আছে। ভাবিস না তুই!! আরো কিছু বছর পেড়োতে দে... এই সূক্ষ অনুভূতিটুকুও আর থাকবে না। জানিসতো আজ কত তারিখ? ২০শে অগাস্ট... আমাদের তৈরি ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্ব দিবসে জানাই তোকে অনেক অনেক শুভেচ্ছা। পারবি আমায় পালটা শুভেচ্ছা জানাতে? আমি কিন্তু অপেক্ষায় রইলাম।সুখে থেকো ভাল থেকো...মনে রেখো এ আমারে

দৃশা।


মন্তব্য

সুমন সুপান্থ এর ছবি

গান , লেখা সব পড়িয়ে শুনিয়ে স্রেফ বিহ্বল করে দিলেন দৃশা ! আজই মাত্র পুরোনো বন্ধুদের গল্প লিখে, মনে করে জল-টলমল কেঁপেছি থরথর ! আপনার পোস্টে বাড়লো কিছু

কখনো বেঁচে থাকা এমনই
কখনো কোন গান এতোটা বিষাদবিধূর
ভুলে থাকা বিগতখানি
জমে জমে নিদাঘ, মেঘলা সিঁদুর....

কবে জানি , লিখে রেখেছিলাম - আপনার পোস্টের প্রতি সম্মানপূর্বক আবার উচ্চারিত ।

অভিবাদন দৃশা ।

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মুশফিকা মুমু এর ছবি

লেখাটা খুবই সুন্দর, সুইট দুঃখ দুঃখ মন খারাপ
আপু আপনার গানটা অসাধারণ! ।। wow কি যে সুইট গলা, গান টাও আগে শুনিনি খুব সুন্দর। আপু প্লিজ আরো গান গেয়ে আপলোড করেন। আপনি দারুন গান হাসি লেখায় ***** গানেও *****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা এর ছবি

এটা কি তুমি গেয়েছ দৃশা ? গানের গলাটা চমৎকার। ভাল লাগল।

লেখাটা নিয়ে কি বলব বুঝতে পারছিনে ! ২০শে আগস্ট এমনিতেই আমার কাছে বিশেষ একটা দিন। তোমাদের তৈরি বন্ধুত্ব দিবসে তোমাকে শুভেচ্ছা জানাই। বুঝতে পারছি কিভাবে নুসরাতের স্মৃতি তোমার মনে ভাসছে, ওর আত্মার শান্তি কামনা করছি।

--------------------------------------------------------

তারেক এর ছবি

ভালো লাগে না এইসব কষ্ট-কষ্ট জীবনের গল্প
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

খেকশিয়াল এর ছবি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আলমগীর এর ছবি

চমৎকার। একই সাথে বেদনার।

কীর্তিনাশা এর ছবি

আপনার মনের সুক্ষ অনুভুতিগুলো বেঁচে থাক। আর বেঁচে থাকুক নুসরাত আপনার সৃষ্টিতে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

লেখাটা ছুয়ে গেল...গানটা ডাউনলোডের অনুমতি দেন্নাই তো?
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

স্বপ্নাহত এর ছবি

সুখে থাকুক, ভাল থাকুক , মনে রাখুক ........

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

সুখে থাইকেন, ভাল থাইকেন, মনে রাইখেন..
অভিনন্দন আপনারে

সেলিনা তুলি এর ছবি

তোকে ছাড়াও আমাদের খুব চলে যাচ্ছে প্রতিটা মুহুর্ত...প্রতিটা দিন...প্রতিটা বছর।

স্কুলের লম্বা ছুটিগুলো কোন সময়ই উপভোগ করিনি আমি,বন্ধুদের সাথে দেখা হবেনা বলে। আর এখন কই কই স-ব ,খবরও রাখিনা বা রাখার সময় নেই। জীবন হয়তো এমনই।
সুন্দর লেখা। ভাল লাগল।

স্বপ্নাহত এর ছবি

গানটা নিয়ে কিছু না বললে অন্যায় হয়। তাই ফিরে এলাম আবার।

যাবার আগে মুগ্ধতামাখা কিছু প্রশংসা জমা দিয়ে গেলাম চুপচাপ।

---------------------------

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

লেখাটা আমাকে নাড়িয়ে গেলো! বাতাস আমাকে নাড়ায় মাঝে মাঝে, জলের ঢেউও নাড়ায়, কিন্তু সবচাইতে বেশি নাড়ায় মানুষ। তেমন-ই একটি নাড়ানো লেখা এটি।

অনিশ্চিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মন খারাপ হয়ে গেলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সবজান্তা এর ছবি

দ্যটস নট আ রাইটিং লাইক দৃশা। কামন ওম্যান, আপনার কাছ থেকে আমি এরকম দুঃখ কষ্টের লেখা চাই না। আপনি অন্তত এই দুঃখের দিনে হাসানোর দায়িত্বটা নেন।


অলমিতি বিস্তারেণ

জি.এম.তানিম এর ছবি

মন খারাপ দিলেন তো মনটা খারাপ কইরা...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এমন মন-খারাপ-করা লেখা লেখা কি উচিত?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অপূর্ব এই লেখা। অপূর্ব এই বেদনা!

অনিন্দিতা এর ছবি

গানটা একটা থেরাপীর কাজ করেছে।
বড় অপার্থিব লাগল। দুর্দান্ত!
আপনার গাওয়া?

নিঘাত তিথি এর ছবি

লেখাটা নিয়ে কিই বা বলতে পারি? খুব কাছের প্রিয়জন এতটা দূরে চলে যাবার কি অনুভূতি, তা তো যে জানে সেই জানে!
এর মাঝে গানটা একটু না বললেই নয়। এতটা অসাধারণ! অনেক দিন গলায় কবিতার মত এত আবেগমাখা গান শুনি না। আমার অভিবাদন জানুন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

কনফুসিয়াস এর ছবি

গানটা শুনে ভীষণই মন খারাপ হয়ে আছে। কতবার যে শুনলাম এই নিয়ে, এখনো শুনেই চলেছি, অদ্ভুত সুন্দর।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারেক এর ছবি

গানটা শোনার পর থেকেই ভাবছিলাম কোথায় শুনেছি, কোথায় শুনেছি... পরে মনে পড়লো মনপুরা ম্যুভির গান। কৃষ্ণকলির কন্ঠে। তবে দৃশার এই ভার্সনটা অনেক দরদ দিয়ে গাওয়া।

মনপুরার ট্র্যাকগুলো দারুন। অর্ণবের গলায় "আমার সোনার ময়না পাখি" কী যে অসাধারণ লাগে শুনতে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৌরভ এর ছবি

হুমম।


আবার লিখবো হয়তো কোন দিন

বিপ্লব রহমান এর ছবি

সময়াভাবে আগের মতো প্রতিদিন সচলে আসা হয় না। ...আর দ্রুত পছন্দসই লেখা খুঁজে বের করতেই অনেকটা সময় চলে যায়। অনেক লেখার ভীড়ে আপনার এই ছোট্ট লেখাটা পড়ে কয়েক মিনিট চুপ করে বসেছিলাম।

অনেকদিন পর এমন সরল ও মমতামাখা লেখা পড়লাম। নিয়মিত লেখার অনুরোধ রইলো। ...

ভালো থাকবেন। ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পরিবর্তনশীল এর ছবি

এটাই...

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দৃশা এর ছবি

কারো মন খারাপ করানোর কোন ইচ্ছা ছিল না...তাও কিভাবে কিভাবে জানি করে দিলাম... যে কাজটা করতে চাই না দিন শেষে দেখি সেটাই বেশী করেছি। ভূতে ধরা কোন এক মূহুর্তের এই সৃষ্টির জন্য আসলেই দুঃখিত। যারা লেখাটি পড়েছেন, যারা কমেন্ট করেছেন, যাদের ভাল লেগেছে, যারা নুসরাতকে শ্রদ্ধা নিয়ে স্মরন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানানো ছাড়া আমার ক্ষমতার মধ্যে আর কিছু করার নেই। সুখে থাকুন...ভাল থাকুন...মনে রাখুন।
------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অতন্দ্র প্রহরী এর ছবি

ছুঁয়ে গেল। গানটা অসাধারণ গেয়েছেন।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।