ঈশপের গল্প (১২১ - ১২৫)

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: সোম, ১১/০১/২০১৬ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রায় আড়াই হাজার বছর আগে রচিত ভিনদেশী এই গল্পগুলি স্থান-কালের সীমানা পেরিয়ে আজো আমাদের চেনা জগতের কথা বলে যায়।

বারে বারে পড়ার মত গল্পগুলিকে একালের বাংলা ভাষায় আমার নিজের মত করে ধরে রাখার ইচ্ছের ফসল এই লেখা। অনুবাদ ইংরেজী পাঠের অনুসারী, আক্ষরিক নয়।

সাথে আমার দু-এক কথা, হয়ত মজা করে, হয়ত আরও তীব্রতায়, কিংবা কোন ভিন্ন দেখা থেকে। 


গল্পসূত্রঃ R. Worthington (DUKE Classics)-এর বই এবং আন্তর্জাল-এ লভ্য [url=http://www.aesop-fable.com ]http://www.aesop-fable.com [/url]-এ ইংরেজী অনুবাদের ঈশপের গল্পগুলি। গল্পক্রমঃ R. Worthington-এর বইয়ে যেমন আছে।
****************************************

(১২১)
The Fawn and the Mother

হরিণ-ছানা আর তার মায়ের গল্প

বাচ্চা এক হরিণ-ছানা একদিন তার মাকে জিজ্ঞেস করল, “আচ্ছা মা, তুমি ত কুকুরগুলোর চেয়ে কত বড়, কত চটপটে আর, ছুটতেও পারো ওদের থেকে অনেক জোরে; তা হলে মা গো! কেন তুমি সবসময় ওদের থেকে এত ভয়ে ভয়ে থাক?" মা-হরিণ হেসে বলল, “বাছা রে, আমি ভালো মত জানি, তুই যা বলছিস তা ঠিক, পুরোপুরি ঠিক! যা যা বললি, আছে, ঐ সমস্ত গুণগুলো আমার আছে। হলে কি হবে, যেই মুহুর্তে আমি কোন কুকুরের ডাক শুনতে পাই, সেটা যদি একটামাত্র কুকুরেরও হয়, আমার মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব।"

প্রাচীন বচনঃ যুক্তি-তর্ক দিয়ে আর যাই হোক, ভীতুকে সাহসী বানানো যায়না।

আমি বলিঃ আজকের ভীতুরা পালাবে ত বটেই, পালিয়ে সে বাঁচুক চাই না বাঁচুক, সেই সাথে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে পালনোটাই সঠিক হয়েছে।

(১২২)
The Lark and her Young Ones

এক মেঠো পাখী আর তার ছানারা

সবুজ ধানক্ষেতে বাসা বেঁধেছে এক মেঠো পাখী। বাসায় তার ছানাপোনারা প্রায় বড় হয়ে এসেছে। এমন সময় একদিন মাঠে এল ক্ষেতের মালিক। ক্ষেতভর্তি ফসল দেখতে দেখতে সে বলে উঠল, “এক্ষুনি যতজনকে পারি খবর দিয়ে দিই, এই বিশাল পরিমাণ ফসল তুলতে অনেকে মিলে হাত লাগান দরকার।" লোকটার এই কথা শুনে কচি ছানাগুলোর একটা তার মার কাছে জানতে চাইল যে বাঁচতে হলে এখন ত কোথাও চলে যাওয়া দরকার, তা কোথায় যাবে তারা? মা বলল, “এখনও কোথাও যাওয়ার সময় আসেনি, বাছা।" কিছুদিন বাদে জমির মালিক আবার এসেছে। এবার সে বলল, “কাল আমি নিজেই এসে ফসল তোলা শুরু করে দেব।” এই শুনে মা-পাখী তার বাচ্চাদের বলল, “অন্য কারো উপর ভরসা না রেখে এ-লোক এখন নিজেই কাজে নেমে পড়বে বলছে। চল, চল, আর দেরী নয়, এইবার আমাদের সরে পড়া দরকার।”

প্রাচীন বচনঃ নিজের উপর ভরসা করাই সবচেয়ে ভালো।

আমি বলিঃ ঈশপ যাই বলুন, আমরা জানি, কঠিন কাজগুলো অন্যদের দিয়েই তোলা দরকার, তাই না? তাতে কাজ হলে হবে, না হলে না হবে!

(১২৩)
The Bowman and the Lion

শিকারি আর সিংহ

এক দক্ষ শিকারি একদিন পাহাড়ে গিয়েছে শিকারের খোঁজে। তাকে আসতে দেখেই সব জন্তু-জানোয়ার ছুটে পালিয়ে গেছে। শুধু এক সিংহ তার পথ আটকে দাঁড়াল। শিকারি সঙ্গে সঙ্গে সিংহর দিকে এক তীর চালিয়ে দিয়ে বলল, “এই পাঠালাম আমার দূত, এইটা থেকেই বুঝতে পারবি, আমি নিজে যখন তোকে হাতে পাব কি হাল করব তোর।” সিংহ ত ঐ তীরের চোট খেয়ে কাৎরে উঠে, ভীষণ ভয় পেয়ে দিল ছুট। পথে এক শেয়াল তাকে থামিয়েছে। খুব করে তাকে সাহস দিয়ে সে বলল যে এইরকম প্রথম চোটেই পালিয়ে যাওয়াটা ঠিক নয়। সিংহ তখন তাকে উত্তর দিল, “যতই বড় বড় সাহসের কথা বল, আমি ফিরছি না। যার দূত এত ভয়ঙ্কর, সে নিজে এসে ঝাঁপিয়ে পড়লে আর কোন রক্ষা থাকবে আমার?"

প্রাচীন বচনঃ যে লোক দূর থেকেই চোট দিতে পারে, সে ধারেকাছে না থাকাই ভালো।

আমি বলিঃ আমি না, বড়রা বলছে, মাটিতে সৈন্য না পাঠিয়ে আকাশ থেকে বোমা ফেলে যুদ্ধ জেতাটাই দক্ষতা।

(১২৪)
The Boy and the Filberts

এক ছেলে আর এক বয়াম বাদাম

একদিন এক ছেলে হাত ঢুকিয়ে দিয়েছে বাদাম ভর্তি বয়ামে। মুঠো ভরে বাদাম নিয়েছে ইচ্ছে মত। কিন্তু তার পর? মুঠোর চেয়ে বয়ামের গলা সরু। আর ত হাত বের করতে পারে না। এদিকে সে বাদাম কমাবে না, ওদিকে মুঠোও বার করতে পারছেনা। জোর কান্নাকাটি জুড়ে দিল সে। পাশ দিয়ে যেতে যেতে একজন তখন তাকে বলল, “অর্ধেক নিয়ে খুশী থাক, তা হলে অনায়াসে মুঠো বার করে নিতে পারবে।"

প্রাচীন বচনঃ একবারে বেশী নিতে নেই।

আমি বলিঃ শয়তান মহা ওস্তাদ, বয়ামের গলা যত সরু, সে তার মুঠো তত ছোটো করে নেবে কিন্তু বাদাম সে নিয়েই ছাড়বে। বয়াম বন্ধ করে না রাখলে তার হাত থেকে নিস্তার মিলবেনা।

(১২৫)
The Woman and her Hen

এক মহিলা আর তার মুর্গী

এক মহিলার একটা মুর্গী ছিল। মুর্গীটা রোজ একটা করে ডিম দিত। সে মহিলা প্রায়ই ভাবত, কি করে মুর্গীটার কাছ থেকে একটার বদলে রোজ দুটো করে ডিম পাওয়া যেতে পারে। শেষে একদিন সে মুর্গীটার রোজের খাবার দ্বিগুণ করে দিল। সেইদিন থেকে বেশী খেয়ে খেয়ে মুর্গীটা মোটা আর চকচকে হয়ে উঠল খুব, কিন্তু তার ডিম দেওয়া বন্ধ হয়ে গেল পুরোপুরি।

প্রাচীন বচনঃ লোভ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে।

আমি বলিঃ ডিম নেই, গতরে বেড়েছে, এবারে ত মুর্গীটা গেল! মুর্গীর মালিকের লোভের চোটে মুর্গীর সর্বনাশ হয়ে গেল!


মন্তব্য

চন্দ্র এর ছবি

গল্প গুলো ছোটবেলায় আমার মা আমাকে ঘুম পাড়ানোর জন্যে শুনাতেন।ছোটবেলা শেষ,তো গল্প শোনাও শেষ।আজ অনেক বছর পর আবার এরকম গল্প শুনলাম।খুব ভাল লাগল।ধন্যবাদ

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ চন্দ্র।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দেবদ্যুতি এর ছবি

পাঁচতারা দিয়ে দিয়েছি একেবারে। দারুণ! আর কতদিন পর যে লিখলে!

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

এক লহমা এর ছবি

থেঙ্ক্যু, থেঙ্ক্যু। দাও, দাও, যত পারো তারা দাও। দেখি, যদি তারা পাওয়ার খুশীতে মাঝে মাঝে দু-চারখান লেখা নামাতে পারি।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দেবদ্যুতি এর ছবি

হাসি হাসি

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

আয়নামতি এর ছবি

প্রথম গপ পড়ে মনে হলু চেনা চেনা কাউরে দেখলেম চোখ টিপি
অনেকদিন পর সচলে আসা হলু এবং তোমার লেখাও পেয়ে গেলেম। ভালো লাগলো যথারীতি। হাসি

এক লহমা এর ছবি

হে, হে, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লও। আরও তাত্তাড়ি আসো না কেন হে?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনার্য তাপস এর ছবি

আপনার কথাগুলো বাস্তবতা।

অনার্য তাপস

এক লহমা এর ছবি

সেইটাই ত মুস্কিল।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

অনেকদিন পর লিখলেন, তাই অনেকদিন পর একটা চলুক

এক লহমা এর ছবি

আপনাকেও অনেকদিন পর আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নাবিলা এর ছবি

চলুক

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দারুণ! চলুক
এবার কুলিঙ্গিতে তুলে রাখা ক্যালিডস্কোপটাও নামিয়ে আবার একটু ঘোরান দিকিনি! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি
কুলুঙ্গিতে বড়ই ধুলো জমেছে। মন খারাপ

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুলতানা সাদিয়া এর ছবি

আপনার বলাগুলো কিন্তু দারুণ চলুক

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

এক লহমা এর ছবি

ধন্যবাদ সাদিয়াদিদি! হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

আপনার পুরনো লেখাগুলো পড়ছি। মনটাই খারাপ হয়ে গেলো। জামদানির কারিগর এখন এসেম্বলি লাইনের শ্রমিক! যার লেখার হাত এতো ভালো, এতো দুর্দান্তও যার গল্প বলার ক্ষমতা, সে কিনা ব্যাস্ত ইশপের রেখে যাওয়া পুরনো সুতোয় নতুন গিট পাকানো নিয়ে?

এক লহমা এর ছবি

হা-হা-হা-হা-হা!
নাম লেখেননি আপনার, অনুমান করছি অনার্য তাপস নামে লেখেন এখানে। আপনার অঢেল প্রশংসার জবাবে পরম আহ্লাদ জানানো ছাড়া আর কিছু বলার নেই। আপনার অনুযোগের উত্তরে এটুকুই বলতে পারি, "ইশপের রেখে যাওয়া পুরনো সুতোয় নতুন গিট পাকানো"-র কাজটা কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে করি। আর, আমার কোন লেখার অপেক্ষায় থাকা পাঠকপ্রাপ্তি এই অনুবাদ সিরিজ-টার কল্যাণেই ঘটেছে। সেই নবীন পাঠক ইতিমধ্যেই এই সিরিজ বই হয়ে বের হলে তার জন্য প্রচ্ছদ এঁকে ফেলেছে। তাই জামদানী বোনা হোক না হোক পুরানো সুতোয় বোনা এই নূতন সুজনি আমার অবহেলা করার কোন যো নেই।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

কী মুশকিল! এখন অনার্য তাপসের লেখা পড়তে হবে দেখছি।

এক লহমা এর ছবি

মন্তব্যের সাথে নাম না লিখলে বড়ই মুশকিল।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

মানুষটা তো গুরুত্বপূর্ণ নয় এক লহমা। তবে তার কথার গুরুত্ব থাকলেও থাকতে পারে। নাও থাকতে পারে। ভালো থাকবেন।

অতিথি লেখক এর ছবি

ইশপের গল্পের বরাবর ভক্ত৷ খুব ভালো লাগলো পড়ে৷ ধন্যবাদ৷
...ডা শাহেদা

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ ডা শাহেদা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

কর্ণজয় এর ছবি

মুগ্ধ-

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

বর্তমান জমানায় ঈশপের গল্পগুলো আরো প্রাসঙ্গিক।। ।-তালাল উদ্দিন।।

এক লহমা এর ছবি

অবশ‍্য‌ই! আর, ঈশপের গল্পের এই বৈশিষ্ট্য সম্ভবতঃ‌‌ চিরকালীন।

পড়ার জন্য ধন্যবাদ, তালাল উদ্দিন!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।