বিবাগিনীর অনুকাব্য ২

বিবাগিনী এর ছবি
লিখেছেন বিবাগিনী (তারিখ: রবি, ১১/১১/২০০৭ - ৭:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

::বার::
স্বপ্ন দেখার দুঃসাহস হারিয়েছি কবে সেই!
তুমি থাকো আশেপাশেই কোথাও;
ধরতে পারিনা; পারিনা ছুঁতেও।
সত্যি করে বলতো তুমি আছো নাকি নেই?

::তের::
বিশ্রী শীতল কুশ্রী রাতের হতশ্রী অনুভব।
গায়ে কাঁটা দেয়।
ঠোঁট কাঁপে শীতে।
কামড়ে ধরে কুশীতল এক অচেনা কুশীলব।

::চৌদ্দ::
টেকো গাছগুলো ঠকঠক করে কাঁপাকাঁপি করে
পাল্লা দিয়ে।
শনশন করে বাতাস এসে হাড্ডি কাঁপায়
জানলা দিয়ে।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

কামড়ে ধরে কুশীতল এক অচেনা কুশীলব।

!!!
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

??? এর ছবি

: সত্যি করে বলোতো তুমি আছো কি নেই?
: নেই। হাসি
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

অমিত আহমেদ এর ছবি

অনুকাব্য গুলো কিন্তু চমৎকার হচ্ছে! অনেকটা যেন গ্রীষ্মের তাপাদহে শরীর জুড়িয়ে বয়ে যাওয়া একপলকা ঠান্ডা দমকা হাওয়া। গতকাল রাতে লেখা?


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

টেকো গাছ কি?

বিবাগিনী এর ছবি

পাতাহীন বিশ্রী ডাল পালা মেলা গাছ
‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দ্রোহী এর ছবি

গাছের টাক পড়ে??


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।