'অবিনাশী গান'- একটি একুশে প্রকাশনা

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বিষ্যুদ, ২০/০৩/২০০৮ - ৮:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবিনাশী গান
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ এর সিঙ্গাপুর শাখার পক্ষ থেকে একটি একুশের নিবেদন।

obinashigan prochhod1

অনেকেই অবিনাশী গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, পত্রিকাটি পড়তে চেয়েছেন, কেমন হলো খোঁজ নিয়েছেন -
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

কনফুসিয়াস তার পোস্টে অবিনাশী গান হাতে পেয়ে তার অনুভূতি জানিয়েছেন, পড়ে খুবই ভালো লেগেছে। অমিত আহমেদ, বিপ্লব রহমান সহ অনেকেই কপি চেয়েছেন।
খুব ভালো লাগতো যদি সবার হাতেই অবিনাশী গানের একটি করে কপি তুলে দিতে পারতাম। বাস্তবিক কারণেই সেটি সম্ভব নয়। এমনকি সিঙ্গাপুরেও আমরা সবাইকে প্রকাশনার কপি সরবারহ করতে পারি নি, যদিও অনেকেই আশা করেছিলেন। তবে আমরা যথাসাধ্য চেষ্ঠা করেছি। আপনাদের সবার চাহিদা হয়ত মেটানো যায় নি কিন্তু আপনাদের এই আগ্রহ আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে সন্দেহ নেই।

আপনাদের সবার জন্য তাই 'আবিনাশী গান'কে তুলে দিচ্ছি সচলায়তনে।

যে কোনো ধরনের মন্তব্য, অভিমত, আলোচনা কিংবা সমালোচনার আহবান জানাচ্ছি। পাঠকের মতামত এবং মুল্যায়ন জানতে পারাও ব্লগে অবিনাশী গানকে তুলে ধরার আরেকটি কারন।

কিছু শেষবেলার ভুল-ভ্রান্তি হয়ত রয়ে গেছে। যদিও মুদ্রনে ঠিক এসেছে কিন্তু পিডিএফ ভার্সনে কারিগরি সমস্যায় পৃষ্ঠা ৪ এ প্রকাশিত মুজিব মেহদী'র কবিতা 'অরব মেখলা'র শিরোনাম এবং কবির নাম ঠিকমত দেখা নাও যেতে পারে। এজন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।

অবিনাশী গানের সম্পাদনায় ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে অধ্যাপক জনাব শামসুজ্জামান ফারুক এবং সাথে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফারুক হাসান এবং মোহাম্মদ ইফতেখার হোসেন।


অবিনাশী গান ডাউনলোড করতে ক্লিক করুন এখানে


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

বাহ! কি চমৎকার প্রচ্ছদ! একবার হাতে নিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।...

লেখাগুলো ডাউনলোড করছি। একে একে পড়ে মন্তব্য করবো। এই বেলা (বিপ্লব) দিয়ে গেলাম।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটার অপেক্ষা ছিলো অন্তরে... ধন্যবাদ... ডাউনলোড কইরা পইড়া তারপর বাকি কথা... ধন্যবাদ আবারো

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

লেখালেখি পরের কথা। এই ধরনের উদ্যোগের জন্যেই অনেক অনেক অভিনন্দন!!

তারেক এর ছবি

নামিয়েছি... পড়ব। অনেক ধন্যবাদ ফাহা ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত আহমেদ এর ছবি
শেখ জলিল এর ছবি

ডাউনলোড করে রাখছি। ধীরে ধীরে পড়বো।
...এরকম উদ্যোগের জন্য সম্পৃক্ত সকলকে সাধুবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ। ডাউনলোড করলাম। পড়ে মতামত জানাবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফারুক হাসান এর ছবি

মতামতের অপেক্ষায় রইলাম
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

শামীম হক এর ছবি

চমৎকার উদ্যোগ! দেখার আর পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

ধুসর গোধূলি এর ছবি

- দারুণ।
পরবর্তীর জন্য আরও একধাপ বেশি শুভকামনা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

ফারুক হাসান এর ছবি

হাসি
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ডাউনলোড করলাম ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।