দ্বীপবাসী দিন ৩

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বুধ, ১৩/০৮/২০০৮ - ১২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন টার্ম শুরু হয়ে গেছে।
একটু হলেও নতুন শুরু হওয়া টার্মের উত্তাপ গায়ে এসে লাগে। ফ্রেশার, পুরোনো মুখচেনা আন্ডারগ্রেড পোলাপানের ভীড়ে ক্যাম্পাস আবার ভরে গেছে, বাসে-ক্যান্টিনে-ফাঁকা পড়ে থাকা বেঞ্চিতে-জিমে-মাঠে ভরপুর প্রাণে প্রাণ।
পড়তে পড়তেই বুড়ো হয়ে যাচ্ছি। টের পাই, ওদের মত সেই উচ্ছ্বাস এখন আর নেই। শান্ত ছুটির দিনে কাজ করতেই এখন ভালো লাগে, ভালো লাগে না ভীড়, পুরাতনে স্বস্তি পাই, নতুনের সাথে ঘনিষ্ঠ হতে সময় লেগে যায়, পারি না হতে যতটা পারতাম আগে।
মনে আছে বুয়েটে থাকতে- যখন নতুন টার্ম শুরু হতো, সময়টা সুখের ছিল কত! বাড়ি থেকে হলে ফিরে আসা, বন্ধুদের সাথে আবার সাক্ষাত্, পড়াশোনা-ক্লাশটেষ্ট-পরীক্ষার চাপহীন পলাশীর মোড়ে চায়ের আড্ডা, আজিমপুরের রিলাক্স থেকে গন্ডা গন্ডা সিডি এনে রাতভর মুভি, বিড়ি আর আড্ডাবাজি।
মনে আছে একবার ঝুম বৃষ্টির রাতে হঠাত্ আমার আর রুমমেট মারুফের খেয়াল হলো ভ্যানিলা স্কাই কিংবা ম্যাগনোলিয়া কিংবা পাল্প ফিকশন টাইপ সিনেমা দেখবো- আজ রাতে দেখতেই হবে। ডাইনিং সেরেই চল যাই বলে রিকশার অপেক্ষা। রাস্তা ভেসে যাওয়া বৃষ্টিতে যে রিকশা পেলাম সেটা আমাদের হল থেকে আজিমপুর সাতমিনিটের এই রাস্তা ভেঙ্গে নামিয়ে দিল ঘন্টাখানেক ভয়ংকর এক ভ্রমণের পর।
ব্যাটা রিকশাওয়ালাও যে মাল খেয়ে টাল হয়ে রাস্তায় নেমেছিল কে জানতো!

এখন বৃষ্টি পড়তে দেখি সামনের রাস্তায় বাড়ির কিংবা ল্যাবের জানালা দিয়ে, মন চাইলেও আর টাল রিকশায় চড়ে কাক ভেজা হতে হতে আরো টাল রিকশাওয়ালার গলা শুনতে পাই না, কাগু, ও কাগু, লন যাই গোরস্থান!

আহ্, এখন আর সেই সুখ নেই। টার্মের শুরু নেই, শেষ নেই, ছুটি নেই, আছে কেবল নিরন্তর গরু খোজাখুজি।

শেষে সেই ফেসবুকই ভরসা। যত গালিই দিই, বন্ধুরা টিকে আছে, বেঁচে আছে, ঘর-গৃহ-চারপাশ-ভ্রমণ-বার্ষিকী-দিব্যি সংসার নিয়ে হাজির ফেসবুকের ফটো অপশনে। একটু গুতো দিতেই জানা গেল, সবার অবস্থা আমার মতই, যতই না মুখ ভেংচে সবাই দেখাতে চাই, দ্যাখ্ তোর চেয়ে আমি ভালো আছি, সুখে আছি ঢের!

কেবল গোরস্থানের সুখ নেই কোথায়ো আর।


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

ক্যান যে ভাই এইসব লেখা পোস্ট করেন।
আর তো একটা একটা বছর আছে। এরপর আমারেও নিশ্চিত আপনার রোগে ধরবে। এইগুলান পড়লে একবছর আগেই সেই রোগ শুরু হবার ব্যাপক সম্ভাবনা আছে মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ফারুক হাসান এর ছবি

ভম হয়া গেছে, আর লিখবো না হাসি

রায়হান আবীর এর ছবি

সবাই বুড়া হয়ে যায় ক্যান? চিন্তিত

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

ফারুক হাসান এর ছবি

হুম, বিরাট প্রশ্ন চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এরকম লেখা দরকার। নাইলে চাপ কমে না।

ফারুক হাসান এর ছবি

ঠিক বলেছেন ব্রো।
অনেকটা রিলিভ ভাল্বের মতন।

সুমন চৌধুরী এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

দুর্দিনের দিনলিপি! কেন যে আপনারা এখনো এতো লেখাপড়া করেন কে জানে! এই যে আমি সেই কবে থেকে লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বসে আছি। বড়োদের দেখে একটু শিখলেও তো পারেন! দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ফারুক হাসান এর ছবি

আর কটা দিন বস্, তারপর ছেড়ে দেবো। দেঁতো হাসি

শেখ জলিল(অফ লাইন) এর ছবি

মন খারাপ করা লেখা।

অবাঞ্ছিত এর ছবি

দীর্ঘশ্বাস। নিসঃঙ্গতায় বিড়ির বিকল্প নেই।

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ফারুক হাসান এর ছবি

ওটা অলরেডি ছেড়ে দিয়েছি মন খারাপ

রাফি এর ছবি

কোন কিছু ছেড়ে যাওয়ার কষ্টটার সাথে আর অন্য কিছুর তুলনা হয় না। যে যত কথাই বলুক আমি মনে করি মানুষের কাছে সবচেয়ে বেশি মুল্যবান তার স্মৃতিগুলো; এ কারণে নস্টালজিয়া আমাদের রক্তের মধ্যে মিশে আছে।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

ফারুক হাসান এর ছবি

নস্টালজিয়া খুব খারাপ নেশা। আর জানেনি তো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ: নেশা স্বাস্হ্যের জন্য ক্ষতিকর

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম বুড়োই হয়ে গেছেন দেখি! চিয়ার আপ ম্যান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মৃদুল আহমেদ এর ছবি

আরে না! আমি জানি আপনার সমস্যাটা কোথায়? আপনি ঢাকা এসে আমার সঙ্গে দেখা করেন নাই। সেই কারণেই এত কিছু... আবার বাংলাদেশে আসলে অবশ্যই দেখা করবেন, তারপর দেখেন আপনাকে নিয়ে কী কাণ্ডটা করি... আবার রিকশা নিয়ে আজিমপুরে ঘুরব...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ফারুক হাসান এর ছবি

বিরাট ভুল হয়ে গেছে দেখছি মৃদুল ভাই। নেক্সট টাইম আর এমন হবে না। আর যেই হোক আপনার সাথে মোলাকাত করতেই হবে।
আর ঘুরবো তো অবশ্যই হাসি

ক্যামেলিয়া আলম এর ছবি

আমার এই সময় আরও দশ বছর আগেই শেষ হয়েছে। তবু এখনও ঐ দিনগুলোর বেদনা বুঝতে পারি-----আপনি তো নবাগত! আর কয়েকবছর পর নস্টালজিয়া আপনার সারাদিনের কাজকর্ম নির্ধারণ করবে।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

ফারুক হাসান এর ছবি

আর কয়েকবছর পর নস্টালজিয়া আপনার সারাদিনের কাজকর্ম নির্ধারণ করবে।

তাইলে সারছে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পইড়া লাভ কি? হুদাহুদি বেরেন খরচ! দেঁতো হাসি

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ফারুক হাসান এর ছবি

ভালো বলেছেন হাহাহা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কী হইলোটা কী!
ব্যাবাকে খালি নস্টালজিক ল্যাখা লিখতাসে! মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।