অ্যানিমেল ইন্সটিংক্ট

ফাহিম এর ছবি
লিখেছেন ফাহিম [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৭/০৯/২০০৯ - ৬:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আচ্ছা, অ্যানিমেল ইন্সটিংক্ট এর বাংলা কী হবে?

গত কয়েকদিন ধরেই খুব অস্থির আছি। সময় কাটছে না কিছুতেই। অফিসে কাজে মন বসছে না। ঘড়ির কাটাও নড়ে না।

দেশে যাওয়ার আগের মুহূর্তগুলো বোধহয় এমনই। কাল যাচ্ছি, প্রায় দু'বছর পর। বুঝতে পারছি অ্যানিমেল ইন্সটিংক্ট কী জিনিষ! মনে হচ্ছে এখনই একছুট দিয়ে চলে যাই। আম্মা আব্বার পাশে গিয়ে চুপচাপ বসে থাকি। পারি না, যত ইচ্ছেই হোক, যাওয়া আর যায় না। দূরত্বের যে অলঙ্ঘনীয় বাধার সামনে বসে আছি, তা ইচ্ছে হলেই ডিঙ্গানো যায় না। তাই কাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

অনেকদিন পরে ক্র্যানবেরিজের এই গানটা খুব শুনছি। নিজেকে ছোট বাচ্চাদুটোর মতো মনে হচ্ছে!

সবাইকে অগ্রীম ঈদমোবারক, ভালো থাকবেন।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

যাত্রা শুভ হোক। দেশে ভালো সময় কাটাবেন, এই প্রত্যাশা করি। হাসি

শাহেনশাহ সিমন এর ছবি

ভালো সময় কাটুক ঈদে।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

জি.এম.তানিম এর ছবি

শুভেচ্ছা নিন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।