২০১০: চক্রপূরণ

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: সোম, ০৩/০১/২০১১ - ১:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(আমার সচলায়তন পাতা ঘাঁটলে এটা বুঝতে বেশি সময় লাগবে না যে ব্রাজিলের লেখক পাউলো কোয়েলো আমার খুবই প্রিয় লেখক। তার ব্লগেও প্রায়ই পাতা উল্টাই। গত বছরের শেষ দিনে এই লেখাটা সেখানে দেখে মনে ধরলো, নিজের ২০১০ এর অনেক কিছুর সাথেই মিল খুঁজে পেলাম লেখাটির মূল ভাবের সাথে। তাই অনুবাদ করে সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। ভাষাগত ত্রুটিবিচ্যুতি ধরিয়ে দেবার জন্যে সুরঞ্জনা হক ও অতন্দ্র প্রহরীকে ধন্যবাদ)

জীবনের একেকটা ধাপের শেষ কোথায়, সেটা একজন মানুষের জানা থাকা দরকার। যদি আমরা একটা ধাপে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকি, তাহলে আমরা অন্য ধাপগুলোর আনন্দ ও উদ্দেশ্য থেকে বঞ্চিত হবো।
চক্র সম্পূর্ণ করা, দরজা বন্ধ করা, অধ্যায়ের সমাপ্তি - যাই বলি না কেন, আসল কথা হচ্ছে আমাদের অতীতের যে সময় ফুরিয়ে গেছে তাকে পেছনে ফেলে আসা।
চাকরি চলে গেছে? সম্পর্ক ভেঙ্গে গেছে? বাবা-মা’র বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে? অনেকদিনে তিলে তিলে গড়ে ওঠা বন্ধুত্ব নিমেষে শেষ হয়ে গেছে? কেন হয়েছে তা চিন্তা করে করে অনেক সময় পার করে দেওয়া যায়।
তোমার জীবনের এত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ জিনিসগুলো কেন মুহূর্তে ধুলোর সাথে মিশে গেল সেটার কারণ বের করতে পারার আগে হয়তো তুমি আর এক পাও এগোতে চাবে না। কিন্তু এমন আচরণে তোমার বাবা-মা, স্বামী/স্ত্রী, সন্তান কিংবা ভাই-বোনের উপরে অসহনীয় চাপ সৃষ্টি করবে। সবাই তাদের জীবনের বিভিন্ন অধ্যায় শেষ করছে, পাতা উল্টাচ্ছে, জীবনের সাথে এগিয়ে যাচ্ছে, আর তারা তোমাকে এক জায়গায় আটকে থাকতে দেখে মন খারাপ করবে।
যা চলে যায় তাকে চলে যেতে দেওয়াই হচ্ছে তাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
তাই যত বেদনাই হোক না কেন, অতীত সম্পর্কের স্যুভেনিরগুলো ধ্বংস করে ফেলা, সরিয়ে ফেলা, অনাথ আশ্রমে দান করে দেওয়া অথবা বিক্রি করে দেওয়াটাই মঙ্গলজনক।
এই দৃশ্যমান পৃথিবীর সবকিছু হলো অদৃশ্য পৃথিবীর (অর্থাৎ আমাদের মনে যা আছে তার) ছায়ারূপ। তাই কিছু স্মৃতি ফেলে দেওয়ার অর্থ হচ্ছে নতুন কিছু স্মৃতির জন্যে জায়গা করে দেওয়া।
সেগুলোকে যেতে দাও, ছেড়ে দাও। তাদের থেকে নিজেকে মুক্ত করো।
জীবনটা অনেক ক্ষেত্রে তাস খেলার মতো, কিন্তু কার্ডগুলো কেউ আগে থেকে চিনে রাখে না। তাই কখনও আমরা জিতি, কখনও হারি। কোন কিছুর প্রতিদান আশা করো না, আশা করো না তোমার কাজের বাহবা পাবে, তোমার মেধার মূল্যায়ন হবে কিংবা তোমার ভালোবাসার সমাদর হবে।
কোন একটা কিছু হারানোতে তুমি কতটা ভুগেছ, তোমার অনুভূতির টেলিভিশন খুলে সেই অনুষ্ঠান বারবার দেখা বন্ধ করো। তা কেবল তোমার মনকেই বিষিয়ে দেবে, আর কিছু না। ভেঙ্গে যাওয়া প্রেমের সম্পর্ক, ঠিক না থাকা চাকরির প্রতিশ্রুতি, “ঠিক সময়”-এর জন্যে ফেলে রাখা কোন সিদ্ধান্ত; এসব মেনে না নেওয়ার মতো ক্ষতিকর কিছু হতে পারে না।
একটা নতুন অধ্যায় শুরুর আগে, আগের অধ্যায়টি শেষ করতে হবে। নিজেকে বলো, যা চলে গেছে তা আর ফিরে আসবে না। সেই জিনিসটা বা সেই মানুষটাকে ছাড়া যখন বেঁচেছিলে, সেই সময়ের কথা মনে করার চেষ্টা করো। কোন কিছুই অপ্রতিস্থাপনীয় নয়, অভ্যাস আর প্রয়োজন এক জিনিস নয়। সোজাসুজি কিংবা কঠিন শুনালেও, কিন্তু এটাই সঠিক।
তাই চক্রটা সম্পূর্ণ করো। অহংকার, অক্ষমতা কিংবা ঔদ্ধত্যের কারণে নয়, তোমার জীবনে আর এটা খাপ খায় না, সেই কারণে।
দরজাটা বন্ধ করে দাও, প্লেয়ারে রেকর্ডটা বদলাও, ঘরটা পরিষ্কার করো, ধুলোগুলো ঝেড়ে ফেলো।
অতীতের তোমার মাঝে আটকে না থেকে বর্তমানের তুমি হয়ে ওঠো।
হ্যাপি নিউ ইয়ার।


মন্তব্য

tawkir এর ছবি

he is also my favourite writer...thanks for sharing

আব্দুর রহমান এর ছবি

ভালো লাগলো, জীবনের কঠিন সময়গুলোতে এগুলো মনে থাকে না, মনে রাখতে ইচ্ছা করে না।

"কোন কিছুর প্রতিদান আশা করো না, আশা করো না তোমার কাজের বাহবা পাবে, তোমার মেধার মূল্যায়ন হবে কিংবা তোমার ভালোবাসার সমাদর হবে।"

"আশা নিয়ে ঘর করি, আশায় বসত গড়ি," সব আশা যদি ছেড়েই দিই, তবে আর বেঁচে থাকা কেন?

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

জি.এম.তানিম এর ছবি

আশা না ছেড়ে প্রত্যাশা ছাড়ার কথা বলা হয়েছে এখানে, অন্তত আমার তাই মনে হয়েছে। প্রতিদানের আশা না থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। আর বেদনা মনে পুষে রেখে তো আর সামনে এগোনো যায় না।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জোহরা ফেরদৌসী এর ছবি

তানিম, ভীষন ভাল লাগল লেখাটি । কেন যেন মনে হচ্ছে আপনার এই লেখাটি এই মুহুর্তে পড়াটা আমার জন্য খুব দরকার ছিল...

কোয়েলোর আরো লেখা দিন । শুভ কামনা রইলো আপনার জন্য ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। কোয়েলোর কিছু লেখার অনুবাদ পাবেন আগের লেখাগুলোতে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সিয়াম এর ছবি

অসাধারণ একটা লেখা তানিম ভাই। পাউলো কোয়েলোর প্রতি আগ্রহ জন্মে গেল।
অনেক ধন্যবাদ লেখাটা শেয়ার করার জন্য।

অতিথি লেখক এর ছবি

পাউলো কোয়েলোর প্রতি আগ্রহ জন্মে গেল।

আমারও

---আশফাক আহমেদ

অতিথি লেখক এর ছবি

অসাধারণ লেখা। ইংরেজ কবি শেলীর একটি লাইন মনে পড়ে গেল:
The trumpet of a prophecy! O Wind,
If Winter comes, can Spring be far behind?
অত্যন্ত ভাল লেগেছে লেখাটি ।
লেখককে ধন্যবাদ।

মোহাম্মদ এ চৌধুরী

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

তাই চক্রটা সম্পূর্ণ করো। অহংকার, অক্ষমতা কিংবা ঔদ্ধত্যের কারণে নয়, তোমার জীবনে আর এটা খাপ খায় না, সেই কারণে।
দরজাটা বন্ধ করে দাও, প্লেয়ারে রেকর্ডটা বদলাও, ঘরটা পরিষ্কার করো, ধুলোগুলো ঝেড়ে ফেলো।
চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

লেখাটা খুবই ভালো লাগলো। বর্তমানেই আছি। অনেক ধন্যবাদ। -রু

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ সবাইকে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তারানা_শব্দ এর ছবি

সুন্দর হইসে অনেক...

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি মোহসীন ইমরান এর ছবি

জি এম টি,খুব খাটি কিছু কথার সাবলীল অনুবাদের জন্য ধন্যবাদ

Kuhu Mannan এর ছবি

হুম ম ম ম ম ম ম............... চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।