আমরাই শাহবাগ

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ৯:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(ঢাকা থেকে অনেক অনেক দূরে আছি। তবু দিন রাত চোখ এই চৌকো পর্দায়। সারা রাত স্লোগানে স্লোগানে লাইভ শুনি, আর পরের দিন সারাদিন আগের ধারণকৃত উল্লেখযোগ্য অংশ শুনি। শাহবাগে জড়ো হওয়া লাখো ভাই বোনদের এত কাছের মনে হয়! বিন্দু থেকে সিন্ধু বানিয়ে ফেলেছেন তারা সবার প্রাণের দাবীর জোরে। তাদের নিয়ে কিছু বলবো বলবো করে এই লেখার উৎপত্তি। ছন্দের ভুলত্রুটি ধরিয়ে দিয়েছেন সংসারে এক সন্ন্যাসী। স্বদেশ হোক পাপমুক্ত। জয় বাংলা।)

প্রাণ বাঁচিয়ে মুচকি হাসে রক্ত লোলুপ হায়না,
কঠিন পাপের শাস্তি লঘু এই জনতা চায় না।
এই বুকে আজ কান্না অনেক, উপচে পড়ে বাঁধ,
শহীদ তিরিশ লক্ষ, দু'লাখ বোনের আর্তনাদ।

অপবাদ আর কুৎসা ভীষণ রটাক যতই ওরা,
শতেক থেকে হাজার হলাম, লক্ষ হলাম মোরা।
গান স্লোগানে আজ শাহবাগ জয় বাংলার ঘাঁটি,
গর্জে ওঠে এই জনতা, এই বাংলার মাটি।

বদর ও শামস, রাজাকারের বাজছে বিদায় বাঁশী,
জনতার এই আদালতে রায় একটাই- ফাঁসি।
পূবের আকাশ ভাসবে আবার রক্ত রঙিন সুরে,
স্বাধীনতার শত্রুরা সব মরবে গিয়ে দূরে।

সাথে দুইটা বোনাস অণুকাব্য:

টেকনাফ থেকে তেতুলিয়া কাঁপে, বজ্রের মতো হাঁক তার,
"তুই রাজাকার, তুই রাজাকার," বলে যায় লাকী আক্তার!

পাকি হানাদারদের দোসর ও মিত্র,
দূর করে এই দেশ করবো পবিত্র।

#০৯.০২.২০১৩


মন্তব্য

তারানা_শব্দ এর ছবি

টেকনাফ থেকে তেতুলিয়া কাঁপে, বজ্রের মতো হাঁক তার,
"তুই রাজাকার, তুই রাজাকার," বলে যায় লাকী আক্তার!

গুল্লি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

দুষ্ট বালিকা এর ছবি

বদর ও শামস, রাজাকারের বাজছে বিদায় বাঁশী,
জনতার এই আদালতে রায় একটাই- ফাঁসি।
পূবের আকাশ ভাসবে আবার রক্ত রঙিন সুরে,
স্বাধীনতার শত্রুরা সব মরবে গিয়ে দূরে।

টেকনাফ থেকে তেতুলিয়া কাঁপে, বজ্রের মতো হাঁক তার,
"তুই রাজাকার, তুই রাজাকার," বলে যায় লাকী আক্তার!

স্বদেশ শত্রুমুক্ত হোক!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

Pritha Baroi এর ছবি

Let us promise to exclude Jamat Shibir activists from all sectors, all walks in our life, from our own community, institutions and organizations. Lets be hard and uncompronising with those, while promised to conquere. চল আমরা এক এক জন "সুকান্তের দেশলাই হই"।

স্যাম এর ছবি

প্রাণ বাঁচিয়ে মুচকি হাসে রক্ত লোলুপ হায়না,
কঠিন পাপের শাস্তি লঘু এই জনতা চায় না।
এই বুকে আজ কান্না অনেক, উপচে পড়ে বাঁধ,
শহীদ তিরিশ লক্ষ, দু'লাখ বোনের আর্তনাদ।

দারুন! পোস্টার হতে পারে না?

জি.এম.তানিম এর ছবি

স্যাম ব্যানার্জি চাইলেই হইতে পারে দেঁতো হাসি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

নীড় সন্ধানী এর ছবি

চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানিম এহসান এর ছবি

চলুক

অতন্দ্র প্রহরী এর ছবি

ফাটাফাটি!

অতিথি লেখক এর ছবি

দেশজুড়ে ড্রাকুলারা, ধর্মটা পণ্য;
ছাগুদের জন্য, ছাগুদের জন্য।

লিখছি "জাগোবাহে"।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।