চেয়েছিলাম আকাশে মেঘ, পেলাম অঝোর বৃষ্টি

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: সোম, ৩১/১২/২০০৭ - ৩:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কীভাবে যেনো ঘুরতে ঘুরতে হাজির হয়েছিলাম সচলায়তনে। প্রথমদিন ভালো লাগে নি। ফন্ট ভালো লাগে নি। মতপ্রকাশের স্বাধীনতা যখন মানুষের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছে, তখন ভালো লাগে নি নতুন লেখকদের মডারেশনের বিষয়টিও। কিন্তু সচলায়তন ত্যাগ করা সম্ভব হয় নি, কারণ ভালো ভালো কিছু লেখা আমি তখন পড়তে শুরু করেছিলাম। আর ততোদিনে বদলে নিয়েছিলাম ফন্টটিও।

কৌতুহলের বশেই নাম রেজিস্ট্রেশন করলাম। ভেবেছিলাম, কোনো লেখা পড়ে যদি মন্তব্য করতে ইচ্ছে হয়, তাহলে নাম রেজিস্ট্রেশন করলে কিছু সুবিধা পাওয়া যাবে। খানিকটা আশাহত ও ক্ষুব্ধ হয়েছিলাম তার পরপরই। মন্তব্য করা বা লেখা পোস্ট করার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এতো মডারেশন! পাশাপাশি কিছু বিষয় জানতে চেয়ে কর্তৃপক্ষকে মেইলও করেছিলাম। সেখানেও একই অবস্থা। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেনো এমন হচ্ছে।

তাই আজ সকালে এই বিষয়ে একটি পোস্ট লিখি। একই অবস্থা! অবশেষে আড্ডাঘরে গিয়ে কথা হলো কয়েকজনের সাথে- থার্ড আই, ইশতিয়াক রউফ, সশব্দ পথচারি, মাহবুব লীলেনের সাথে। কিছু ভুল ধারণা ভাঙলো। জানলাম, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কয়েকজন এই মডারেশনের কাজটি করেন। এটা জানার পর আমার সেই অনুযোগ আর ক্ষোভ থাকে নি।

লেখালেখির কাজটা কঠিন মনে হয় আমার কাছে। পড়া তুলনামূলকভাবে সহজ। তাই এখানে মূলত পড়তেই এসেছিলাম। সময়-সুযোগ পেলে ছোটখাটো লেখার ইচ্ছেও ছিলো, তবে সেটা সুপ্ত। এখনো সুপ্তই আছে। তাই মূলত লেখার চাইতে পড়ার কাজটাই হবে বেশি।

মডারেটরদের ঘুম ভাঙানোর জন্য আগের পোস্টটি দিয়েছিলাম। মনে হচ্ছে তাঁদের কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি। আমার নিজের ধারণার চাইতেও তাড়াতাড়ি সচল হয়ে গেলাম মনে হচ্ছে। তারপরও ওই একই আহ্বান থাকবে মডারেটরদের কাছে- অতিথি লেখকদের লেখা যেনো তাড়াতাড়ি ছাড়া হয়। তাতে তাঁরা উৎসাহ হারাবেন না। আমি যেমন মেঘ চাইতে গিয়ে বৃষ্টি পেয়েছি, সবাই যেনো তাই পায়। সবাইকে ধন্যবাদ।


মন্তব্য

সৌরভ এর ছবি

হাহ হা।
"সশব্দ পথচারি" বলে সচলায়তনে কেউ নেই। নিকের দায়িত্ব স্বীকার করলাম।

স্বাগতম। চলুক



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ইশতিয়াক রউফ এর ছবি

এইজ্জাহ্‌, শুভেচ্ছা জ্ঞাপনে দ্বিতীয় হয়ে গেলাম!! শুভ সচলিফিকেশন। এবার দেখবো খেল। লিখে চলুন।

গৌতম এর ছবি

সশব্দ পথচারি ওরফে সৌরভকে ধন্যবাদ।
ইশতিয়াক রউফ, ধন্যবাদ আপনাকেও। তবে আপনার শেষ দুটো শব্দ হবে- পড়ে চলুন।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

স্বাগতম ... চলুক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মৃন্ময় আহমেদ এর ছবি

সু-স্বাগতম।।
এছাড়া আর কোনো মন্ত্র মনে পড়ছে না।।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

হিমু এর ছবি

গৌতমকে স্বাগতম। সচলায়তনে আপনার লেখা আনন্দময় হোক।

সব নতুন লেখকই প্রত্যাশা করেন নিবন্ধনের পরপরই সচলে পূর্ণমাত্রায় অংশগ্রহণ করতে। যেহেতু সচল লেখকদের একটি অনলাইন-সমাজ, তাই এই সমাজে কিছুদিন আতিথ্য গ্রহণ করে সচলের মেজাজমর্জি বুঝে নেবার জন্যেই কিছুটা দীর্ঘসূত্রিতা, যাতে করে লেখা এবং মন্তব্যের মাধ্যমে একজন সচলেচ্ছু লেখক এখানে নিজের অবস্থানটি স্পষ্ট করতে পারেন।

সচলে এই ধৈর্যটুকুর বড় প্রয়োজন। আপনাকে ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু

গৌতম এর ছবি

আমাকে আন্তরিকভাবে গ্রহণ করার জন্য সবাইকে শুভেচ্ছা।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসান মোরশেদ এর ছবি

সুস্বাগতম গৌতম
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।