পোস্টমডার্ন রূপকথা

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ২:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি রাক্ষস আমার সামনে এসে দাঁড়িয়ে বললো- আমি তোমাকে খাব।

আমি বুঝতে চেষ্টা করলাম এখানে কোনটি সর্বাধিক শক্তিশালী। 'আমি তোমাকে খাব' শব্দগুচ্ছটি কি নিজ থেকে কোনো প্রকার শক্তি প্রদর্শন করে? নাকি এই শব্দগুচ্ছের চেয়ে রাক্ষসের আমাকে খাওয়ার প্রবল তাড়নাটা তুলনামূলক শক্তিশালী? নাকি এর চেয়েও বড় শক্তিশালী আমার পলায়নপর মনোবৃত্তির।

আমি তৎক্ষণাৎ ভাগ হয়ে গেলাম তিন ভাগে। প্রথম ভাগে ফুকো এবং দেরিদাকে পাশাপাশি রেখে টেক্সটের শক্তি নিয়ে তাদের ডিসকোর্সগুলো মেলানোর পাশাপাশি বামপন্থীদের সাথে ডিসকোর্সের প্রাবল্যের মাত্রা নির্ধারণের ক্ষেত্রে টেক্সটকে বড় উপাদান হিসেবে রাখবো কিনা, সেটি নিয়ে ভাবতে লাগলাম। দ্বিতীয় ভাগে শরণাপন্ন হলাম ফ্রয়েডের। আমি গভীরভাবে নিশ্বাস ঘন করে তাকালাম রাক্ষসের দিকে- এই আশায়- যদি সেটি রাক্ষুসী হয়! তাহলে আমিও তাকে খেতে পারি অন্য উপায়ে। নির্মলেন্দু গুণ যদি অগ্নিসঙ্গম করতে পারেন, তাহলে ফ্রয়েডের সূত্র অনুসারে আমার তো রাক্ষসের উর্ধ্বাঙ্গের দিকে তাকানোরই কথা! তবে এক্ষেত্রে ধর্মবাদীদের মুসাবিদাগুলোও সামনে রাখতে হবে আমাকে। তৃতীয় ভাগে আমি খিঁচে দৌড় লাগালাম।

*

রাক্ষসটি ফিরে গিয়ে বই লেখায় মনোনিবেশ করে- শহুরে-শিক্ষিত-মধ্যবিত্তগোষ্ঠী ক্রমশ ফার্মের মুরগী হয়ে যাচ্ছে। পুষ্টি প্রচুর, কিন্তু স্বাদহীন।


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

তালি তালি তালি !!

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

গৌতম এর ছবি

খেকশিয়ালের তালি ভারি মজার! দান দান তিনদান।

ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এডওয়ার্ড সাঈদরেও ঢুকায়া দিতেন... ষোলকলা হইতো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

গৌতম এর ছবি

মোটেই না, উনারে ঢুকাইলে তিন কলা হইতো। বাকি তের কলার হিসাব কই?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাইলে আপাতত আমারে রাখেন... ষোলকলা না হোক অন্তত এক হালি তো হবে... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

গৌতম এর ছবি

স্যরি, হিসেবে একটু ভুল হইছে। ফুকো, দেরিদা, ফ্রয়েড মিলে তিন কলা। সাঈদরে নিলে চার কলা। আপনি সহ পাঁচ কলা। ওকে আপনাকে কলার লিস্টে রাখা হলো।

এইবার বলেন পরবর্তী প্রজন্ম বাসায় কী করে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অমিত আহমেদ এর ছবি

দুর্দান্ত লাগলো।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

গৌতম এর ছবি

ধন্যবাদ অমিত হাসান. স্যরি অমিত আহমেদ। হা হা হা
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নুরুজ্জামান মানিক এর ছবি

ফুকো দারিদা সাইদ
সব ত' ব্যাটাছেলে আপনি না ফ্রয়েড মেনে রাক্ষুসী খুজেন
তবে যোগ করুন
স্পিভাক -জুদিথ বাটলার -জুলিয়া প্রমুখ

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

সত্যি সত্যি রাক্ষুসী হলে কিন্তু খবর আছে! সে জন্য আপাতত বাদ দিয়েছি। পরে কোনো এক সময় দেখা যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

এইটা একটা গুল্লি লেখা হইছে।

[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]

---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

মন্তব্যেও তো গুল্লি দেখছি!! ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

গৌতম এর ছবি

বহুত চিন্তিত মনে হচ্ছে স্যারকে?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অচেনা কেউ এর ছবি

*মাথা চুলকাচ্ছি*
ভাবছি এত খাবার থাকতে রাক্ষস কেন পুষ্টি-স্বাদহীন খাবার খেতে চাইবে !?!

গৌতম এর ছবি

তাই তো?

আমি তো দাড়ি চুলকাচ্ছি! উত্তরটা পেলে জানাবেন প্লিজ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

সেরমইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

কিরমইছে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্নিগ্ধা এর ছবি

একটা পোস্টমর্ডানিস্ট আমার সামনে এসে দাঁড়িয়ে বললো - "আমি তোমাকে পেটাবো"। আমি ভাবতে চেষ্টা করলাম এখানে কোনটি সর্বাধিক ভয়াবহ। 'তোমাকে'-পেটাবো এই শব্দবন্ধটি, নাকি তোমাকে-'পেটাবো' এটি, নাকি পেটানোটা পেটাবে একজন পোস্টমর্ডানিস্ট, সেটি।

আমি তৎক্ষণাৎ ভাগ হয়ে গেলাম তিন ভাগে। প্রথমভাগে ফুকো এবং দেরিদাকে পাশাপাশি রেখে পেটানোর ডিসকোর্সে ঘুষি ও কান্টানার প্রাবল্যের ক্ষেত্রে বামপন্থী বক্তৃতার নিরন্তর ক্যাচাল বেশী ভয়ংকর হবে কিনা, সেটা নিয়ে ভাবতে লাগলাম।

দ্বিতীয়ভাগে শরণাপন্ন হলাম ফ্রয়েডের। আমি পোস্টমর্ডানিস্টের দিকে তাকিয়ে ভাবলাম এটি যদি পোস্টমর্ডানিস্ট না হয়ে পোস্টমার্কিক্সট হতো, তাহলে একে আমিই পেটাতে পারতাম অন্যভাবে - মার্ক্সিজম এর সাথে অবদমিত পূঁজিবাদের আকাঙ্ক্ষার গুঢ়, গভীর সম্পর্ক নিয়ে লাগাতার বক্তৃতা দিয়ে।

তৃতীয় পর্বে আমি তাব্দা খেয়ে গেলাম!

কারণ, অবশেষে আমি বুঝতে পারলাম, শব্দ, যুক্তি, মতবাদ এসব যেকোন প্যাচালের চেয়ে, পোস্টমর্ডানিস্টের একটি ঠাডা অনেক বেশী শক্তিশালী, এবং পৃষ্ঠদেশে গভীরভাবে বেদনাদায়কও!!

(নিখিল বঙ্গ উত্তরাধুনিক হাস্যবাদীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি )

গৌতম এর ছবি

লেখার চেয়ে মন্তব্য ভালো হলে তো মুশকিল! লেখকের যে তখন মুখ লুকানোর জায়গা থাকে না!!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুমন চৌধুরী এর ছবি

পোস্ট আর প্রি খুব ভ্যাজালের কথা....ওগুলা বাদ্দিয়া বরং গল্পটারে দেখা যাক।

গল্পটা উৎকৃষ্ট।



ঈশ্বরাসিদ্ধে:

গৌতম এর ছবি

সেটাই ভালো। পোস্ট আর প্রিকে বাদ দেওয়া যাক।

আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অতি চমৎকার লাগলো !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

অনেক ধন্যবাদ শিমুল।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জি.এম.তানিম এর ছবি

বুজছি...আমার এই লেখা পড়ার বয়স হয় নাইক্কা! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

গৌতম এর ছবি

আকাশের দিকে তাকায়া থাকলে পড়বেন ক্যামতে? ক্যামেরাডা আমার দিকে তাক করেন তো! দিলাম হাসি!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জি.এম.তানিম এর ছবি

সব মাথার উপর দিয়া যাইতেসে তো...এইজন্যে।

ক্যামেরা তাক করলাম...সে চিজ...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এইটা কোনো দিবাস্বপ্ন?
তাই গল্পর আকারটা পাইলো। আমরাও মজা পাইলাম। নিদ্রা স্বপ্ন হইলে দৌড়াইযা অন্যখানে ঢুকতে হইতো।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

গৌতম এর ছবি

বাপরে! কী মন্তব্য! জটিল।
কিন্তু কী বলতে চাইলেন কিছুই তো বুঝলাম না।
তবে পড়েছেন কষ্ট করে এবং মন্তব্যইছেন আরো কষ্ট করে, সেজন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নিঘাত তিথি এর ছবি

গুল্লি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

গৌতম এর ছবি

আপনার এই গুল্লি করাতেই আনন্দ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল্লাগছে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

গৌতম এর ছবি

সুরসহ, না সুরছাড়া? ভাই, ড্রুপাল শেখার ইচ্ছে আপাতত তুলে রেখেছি। এইচটিএমএল, পিএইচপি, ড্রিমওয়েভার, জুমলা এবং তারপর ড্রুপাল। আপনার সাহায্য লাগবে কিন্তু!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ফারুক ওয়াসিফ এর ছবি

ব্যাপক পোস্টমডার্ন মজা পাইলাম। এখন এইটারে প্রিমডার্নিটিতে অনুবাদ করে, পোস্ট কলোনিয়াল ডিসকোর্সে চুবিয়ে, লাকানিয়ান বাসনায় তিনদিন মজিয়ে, পোস্ট মার্ক্সিজমের তিন ফোঁটা লোবানে শুদ্ধ করে ওরিয়েন্টাল মাটির ডাবরে রেখে রসিয়ে রসিয়ে খাব।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

গৌতম এর ছবি

বাপরে। এইভাবে দাঁত ভাঙার পর মিষ্টি খাইলে কী লাভ?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নুরুজ্জামান মানিক এর ছবি

ফারুকের রেসিপি ভালই হয়েছে
সাথে লালন কে নেয়া যায় না

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

আপ্নি বল্লে ক্যাম্নে আর না করি!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

চিন্তিত

মাথার উপর দিয়া চইলা গেল!

~ ফেরারী ফেরদৌস

গৌতম এর ছবি

খুবই দুঃখিত। কিন্তু হাত দিয়ে ধরে ফেলতে পারলেন না!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুবোধ অবোধ এর ছবি
অতিথি লেখক এর ছবি

হাততালি
- সো।

রোমেল চৌধুরী এর ছবি

সব্বোনাশ! এত দেখি সাঙ্ঘাতিক! মিজান, পিষে ফ্যালো

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।