আমি ত্যক্ত, বিরক্ত - কার্ডিফ নামটি শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বিষ্যুদ, ০৪/০৯/২০০৮ - ১০:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি অসম্ভব ত্যক্ত। আমি অসম্ভব বিরক্ত। কার্ডিফ নামটি শুনলে মাথা গরম হয়ে যাচ্ছে। মাথায় আগুন ধরে যাচ্ছে। প্লিজ, কেউ আর এই শব্দটি উচ্চারণ করবেন না, অন্তত আমার সামনে।

ছোটবেলায় ঢিল ছুঁড়েছিলাম আমিও। আম পাড়তে গিয়ে পাশের বাড়ির জানালার কাচ ভেঙেছিলাম। তাই বলে প্রতিবার আমাকে কেউ মনে করিয়ে দেয় নি- আমার হাতের টিপ অসম্ভব ভালো। কেউ মনে করিয়ে দেয় নি- আমার মধ্যে অসম্ভব প্রতিভা লুকিয়ে আছে। কেউ মনে করিয়ে দেয় নি- আরো কয়েকদিন অনুশীলন করলে আমি উড়োজাহাজ পেড়ে ফেলতে পারি। এমনকি বাড়ির ছোটরা এখন ঢিল মেরে দরজা-জানালা ভেঙ্গে ফেললেও কেউ তাদের মনে করিয়ে দেয় না- তোমাদের মতো ছোটবেলায় গৌতম এইরকম দুর্ধর্ষ এক ঢিলে জানালা ভেঙ্গে ফেলেছিলো।

কারণ আমি যে আম পাড়তে গিয়ে জানালা ভেঙ্গেছিলাম সেটা সবাই জানে। সেটা আমিও জানি। জানালা ভাঙার জন্য ঢিল মারতে গেলে সেটা যে আরেকজনের মাথা ফাটিয়ে ফেলতো- এ ব্যাপারেও সবাই নিঃসন্দেহ। পুরনো সেই জানালা ভাঙ্গার স্মৃতি তাই এখন আমার মধ্যে শুধু পুরনো স্মৃতি রোমন্থনের সুখের অনুভূতিই জন্ম দেয়। শুধু জানান দেয় আমার সত্যিকারের ক্ষমতা কতোটুকু। এর বেশি কিছু নয়। এই স্মৃতি আমাকে ফিল্ডার হতেও উৎসাহ দেয় না, কাউকে আগ বাড়িয়ে বলতেও উৎসাহিত করে না যে- এই হাত একদিন একটা কিছু করেছিলো!

তাহলে কেনো আমাকে প্রতিবার কার্ডিফের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আমার মতোই আশরাফুলরা একদিন ভুলে জিতে গিয়েছিলো বলে? ধুমধারাক্কা মারার পরও আশরাফুলকে কেউ আউট করতে পারে নি বলে? আর কেউ কোনোদিন কার্ডিফের মতো জেতে নি? কেনিয়া কোনোদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজকে হারায় নি? জিম্বাবুয়ে তার পড়ন্ত বেলায়ও প্রতিটি টেস্ট খেলুড়ে দেশকে হারায় নি? বিশ্বকাপে কানাডা আমাদের লেজে গোবর মাখিয়ে ছাড়ে নি? আমি দেখব- আমি এখন থেকে দেখব- যার যেদিন খেলা থাকে, আমি সেদিন সেই দেশের প্রতিটি পত্রিকা তন্নতন্ন করে উল্টিয়ে দেখবো, তাদের ইলেকট্রনিক মিডিয়ার প্রতিটি খবর, প্রতিটি ফিচার তন্নতন্ন করে খুঁজে দেখবো- একটি জয়ের স্মৃতি নিয়ে ওরা দিনের পর দিন জাবর কাটছে কি-না। আমি দেখবো, ভারতের সাথে খেলা হলে কেনিয়া, দক্ষিণ আফ্রিকার সাথে খেলা হলে এখনকার জিম্বাবুয়ে, বাংলাদেশের সাথে খেলা হলে কানাডা বলে কিনা- আমরা জয়ের জন্য খেলবো।

অভাগার বড় সম্বল একটিমাত্র ডিম। প্রতিবেশিরা যেখানে ডিমের মালিক মুরগী দিয়ে মোচ্ছব করছে, আমরা সেখানে প্রতিদিন ওই একটি ডিম নিয়েই প্রতিবেশিদের সামনে নাচতে নাচতে দেখাচ্ছি- দেখো, আমাদেরও একটি ডিম আছে! দেখো, আমাদেরও আছে!!

রাগে শরীর পুড়ে যাচ্ছে। কোনো উপায় থাকলে আমি কার্ডিফ নামটি মুছে দিতাম পৃথিবী থেকে। পৃথিবীর সব মানুষের মন থেকে। অন্তত আমাদের ক্রিকেট টিমের সব ডকুমেন্টস থেকে। নিজেদের সামর্থের কথা ভুলে গিয়ে একটি মাত্র জয়ের স্মৃতি নিয়ে যারা জয়ের আশায় খেলতে নেমে সর্বনিম্ন রানে আউট হয়, পরদিন ঠিক একই ভুলগুলো আবারো করে, এবং বারবার করতেই থাকে- ক্ষমতা থাকলে তাদের ডিমটি আমি সজোরে ছুঁড়ে মারতাম পিচঢালা শক্ত-জমাট-কঠিন-উত্তপ্ত রাস্তার ওপর। তাহলে ওরা বুঝতো, আমাদের বিশেষণ-বিশেষজ্ঞ সাংবাদিকরা জানতেন- নিজের ডিম না থাকলে মোহমুক্ত হয়ে প্রতিবেশির যে মুরগী আছে, সেটি অন্তত দেখা যায়, মুরগী পাওয়ার চেষ্টা করি বা না করি।


মন্তব্য

অনিকেত এর ছবি

একেবারে মনের কথাটা বলেছেন।

কিন্তু শুধু আমাদের সাংবাদিকদের দোষ দিয়ে আর লাভ কি বলুন? তাঁরা হয়ত ভালোই চান। তাঁরা হয়ত চান যদি পুরোনো জয়ের কথা মনে করিয়ে দিয়ে দলটাকে কিছুটা উজ্জীবিত করা যায়। কিন্তু আমাদের দলটা যে ভাল না খেলার পন করেছে। প্র্যাক্টিস ম্যাচে ভাল করেছে----তাতেই আমাদের সোনার ছেলেরা ভীষন আত্মতুষ্ট। বিদেশী এক লোক, সিডন্স, বার বার ক্ষমা চাইছেন আমাদের দলের পক্ষ হয়ে---আমাদের তথাকথিত 'আশার ফুল' আশরাফুলের কাছ থেকে তেমন কিছুই তো শুনতে পাচ্ছি না।

লেখাটা ভাল লাগল।

গৌতম এর ছবি

সাংবাদিকরা যে ভালো চান, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু তাদের অনেকেই বিশেষণ-ক্রিয়া বিশেষণে এতোটাই দক্ষ যে, একদিনের ব্যবধানে আকাশে তুলে পরদিন পাতালে আছড়ে ফেলতে পারেন। এ ধরনের লেখার ওপর বিরক্ত হয়ে যাচ্ছি। তাও যদি এ ধরনের বিশেষণের কোনো কার্যকারিতা থাকতো।

আমরা শুধু চৌধুরী জাফরুল্লাহ শরাফতকে দোষারোপ করি। অন্যদেরও যে একই অভ্যাস আছে, সেটা দেখি না।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রাফি এর ছবি

এ ব্যাপারে নতুন কিছু বলার নাই।
মন খারাপ

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

গৌতম এর ছবি

আর কী বলব! রাগে মুখ দিয়ে কথা বেরুচ্ছে না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

বাংলাদেশের ক্রিকেটের কথা শুনলেই এখন মেজাজ গরম হয়ে যায়। আর ঐ কার্ডিফ তো সবচেয়ে মেজাজ খারাপ করে। বাংলাদেশের ক্রিকেট কিংবা অন্য কোন খেলা নিয়ে আশা বাদ দেন। আর হইব না- একমাত্র সায়েন্স ফিকশন ছাড়া।

লেখাটা খুবই ভালো লাগল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

একটা বিশেষ পত্রিকা তো আশরাফুলকে নিয়া এতো মাতামাতি শুরু করেছে যে, মনে হয় ওর মতো ক্রিকেটার আর বাংলাদেশে কোনোদিন ছিলো না।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রেনেট এর ছবি

বাংলাদেশ লাগাতার হারিয়া প্রমাণ করিতেসে, অতীতের সমস্ত গৌরবময় জয় ফ্লুক ছিল।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

গৌতম এর ছবি

মোটেই না। কেনিয়ার বিরুদ্ধে আমরা জিতেছি না? স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতেছি না? কিছুদিন আগে জিম্বাবুয়েকে হারিয়েছি না?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

আপনি তো দেখছি সত্যিই ভিষণ ত্যাক্ত বিরক্ত। আমার অবস্থাও আপনার মতো।

আর ভালো লাগে না রে ভাই!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

এটা আসলে রাগের মাথায় লেখা। এতো খারাপ লাগে যে কী আর বলব!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুশফিকা মুমু এর ছবি

হুমমমম মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

গৌতম এর ছবি

এটা কি মুমুয়িত মন্তব্য?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুশফিকা মুমু এর ছবি

হুমমমমমম! চোখ টিপি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

হিমু এর ছবি

হ্যালির ধূমকেতুর মতো ৭৬ বছর পর পর জিতলে যে হবে না, এটাই বুঝতে পারছেন না খেলোয়াড়রা।

মন্দিরা কী বলে?


হাঁটুপানির জলদস্যু

পরিবর্তনশীল এর ছবি

মন্দিরা শিওর--

গৌতম এর ছবি

হবে না কেন? একটা সেঞ্চুরি দিয়ে বছরের পর বছর পার করা গেলে খেলোয়াড়রা বুঝবে কেমনে? আজ আশরাফুল সেঞ্চুরি করুক, তারপর সারা বছর গোল্লা পাক- তাতে তাঁকে কেউ কিছু বলবে? মনে হয় না। বরং তাঁর ওই এক সেঞ্চুরির মোহ কাটাতে আমাদের বছর পার হয়ে যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাথা ঠান্ডা করেন। আমাদের ক্রিকেট তার চূড়ান্ত উচ্চতা অতিক্রম করেছে। এখন সেকেন্ড ডিরাইভেটিভ নেগেটিভ।

গৌতম এর ছবি

আপনার কথাই বোধহয় ঠিক।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ধুসর গোধূলি এর ছবি
গৌতম এর ছবি

এই না হলে শালী-য় কথা!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অমি এর ছবি

অযথা রেগে তো লাভ নাই, সাতার শেখার আগে পানিতে নামিয়ে দিলে তো এমন ই হবে। ওদের কয়জনের ১ম শ্রেনীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে? তারা ১ম শ্রেনীর চাপ নেবার আগেই আন্তর্জাতিক চাপের মুখে পরে যাচ্ছে, কতই বা বয়স ওদের। আশরাফুল নিসন্দেহে প্রতিভাবান খেলোয়ার, কিন্তু তাকে আমরা কি রকম চাপে রেখেছি? কি দরকার ছিল তাকে অধিনায়ক করার, সে ত আমাদের মুল ব্যাটসম্যান, তাকে চাপ মুক্ত রাখি। পাকিস্তানের মহম্মদ ইউসুফ কে তো ওদের বোর্ড অধিনায়ক এর জন্য চিন্তা ও করে না, কারন সে ওদের মুল ব্যাটসম্যান।
মাশরাফি ই হোক আমাদের ক্যাপ্টেন, কারন অধিনায়ক এর ব্যাক্তিত্তো দলে প্রভাব ফেলে, ভারতের ধোনী বা দ আফ্রিকার স্মিথ যেমন। আর আমরা মাশরাফির লড়াকু, হার না মানা মনোভাব টা সবাই ই জানি.........

গৌতম এর ছবি

শুধু আশরাফুল নয়, সবার অবস্থাটাই বোধহয় একইরকম...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জ্বিনের বাদশা এর ছবি

সামর্থ্যের দৌড়টাই বেচারাদের ঐ পর্যন্ত ,,,মাঝেমাঝে অপোনেন্ট গা ছেড়ে দিলে একটু লাফঝাপ দিতে পারে আর কি মন খারাপ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

গৌতম এর ছবি

... তো সেইটা দেখে আমরা আশান্বিত হই কেন? সমস্যা তাহলে আমাদের মধ্যেই...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতন্দ্র প্রহরী এর ছবি

কিছুই বলার নেই। খালি এটুকু বলি, এককালে কোন খেলা দেখা বাদ দিতাম না, এখন রাগে খেলা দেখাই বাদ দিয়েছি! বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কোন আশা আমি দেখি না। মনের কথাগুলোই দারুনভাবে লিখে দিয়েছেন। কুমিরের বাচ্চা দেখানোর মতো বারবার কার্ডিফ-কার্ডিফ শুনলে এখন খুবই বিরক্ত লাগে!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

গৌতম এর ছবি

আপনি একবারে আমার মনের কথাটাই বলেছেন। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।