তিনি চোখ বড় বড় করে তাকিয়ে বললেন- 'পানি মুসলমানদের শব্দ না? হিন্দুরা জল বলে না?'

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ৪:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা অভিজ্ঞতা শেয়ার করি।

২৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় গেলাম। বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুজ্জামান।

টুকটাক দু'একটা কথার পর তিনি বললেন- হিন্দু ধর্মমতে পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছে বল। আমি বলতে লাগলাম।

এর মধ্যেই তিনি জিজ্ঞাসা করলেন- ব্রহ্মা এ সময় কোথায় থাকতেন?

আমি বললাম- তিনি পানির ওপর অবস্থান করছিলেন...

এইপর্যায়ে তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন- এই যে তুমি পানি বললা- পানি তো মুসলমানদের শব্দ। তোমার তো জল বলা উচিত ছিলো।

আমার জীবনের প্রথম বিসিএস। তখন অলরেডি একটা চাকরি করছি। কাটখোট্টা উত্তর দিবো কিনা ভাবতে ভাবতে বলেই ফেললাম- আপনি কোথায় পেলেন পানি মুসলমানদের শব্দ?

তিনি চোখ বড় বড় করে তাকিয়ে বললেন- পানি মুসলমানদের শব্দ না? হিন্দুরা জল বলে না?

আমি মেজাজ ঠিক রাখতে পারলাম না। বললাম- না। আপনি বোধহয় ভুল জানেন। পানি শব্দটি সংস্কৃত। জল হয় সংস্কৃত, নয় বাংলা। এর মধ্যে হিন্দু-মুসলিমের কিছু নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষ পানি বলে, আমিও তাই পানি বলি। কলকাতা কিংবা ত্রিপুরা থাকলে অন্য সবার মতো আমিও জল বলতাম। আবার দিল্লিতে থাকলে পানি বলতাম। শুধু আমি না, আপনিও বলতেন। এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই।

উত্তর শুনে তিনি স্মার্টলি বললেন- ও, আচ্ছা, আচ্ছা।

এর পরে তিনি আমাকে আর মাত্র দুটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন- রুশোর শিক্ষাদর্শনটা কী? আর রাস্তার ওপরে যে পায়ে হাঁটার ব্রিজ আছে, সেটাকে কী বলা হয়? (সম্ভবত আমাকে সরকারি চাকুরি না খুঁজে বনেবাদাড়ে-প্রকৃতিতে যেতে বললেন অথবা সোজা ওই ওভারব্রিজ পার হয়ে বাসায় চলে যেতে বললেন- উদ্দেশ্য, ওহে, এভাবে জবাব দিয়ে চাকুরি পাওয়া যায় না।)

যাই হোক, বোর্ডের বাদবাকি সদস্যরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন নি। একজন শুধু কাগজপত্র নেড়েচেড়ে দেখছিলেন।

জীবনে এই প্রথম ও শেষবারের মতো বিসিএস পরীক্ষা দিয়েছিলাম।

দুই.

লিখিত পরীক্ষা বেশ ভালো হয়েছিলো। এরকম মৌখিক পরীক্ষার পরও আশা ছিলো টিকে যাবো। সরকারি চাকুরির প্রতি লোভও ছিলো। যে কারণে ঘটনাটি কাউকে জানাই নি। আমি তখন সাপ্তাহিক মৃদুভাষণে চাকরি করতাম। সেখানে নির্বাহী সম্পাদক বিভুরঞ্জন সরকারকে ঘটনাটি বলেছিলাম। তিনি আমার অভিজ্ঞতাটি তাঁর একটি লেখায় ব্যবহার করেছিলেন, আমার অনুরোধে আমার নাম উল্লেখ না করে। পরে অবশ্য পরিচিত অনেককে বলেছি। তবে শেষমেষ সরকারি চাকুরিটা আর হয় নি। অবশ্য এর পর বিসিএস পরীক্ষার জন্য ফরমও কিনি নি।

রাগিব ভাইয়ের এই লেখাটি http://www.sachalayatan.com/ragib/21371 পড়ে পুরনো স্মৃতি মনে পড়লো।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

জাতের নামে বজ্জাতি সব ............

কবে যে এসব ক্ষুদ্রতা থেকে মুক্তি পাবো আমরা । মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

আপনার মতো এই প্রশ্ন আমারও।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নুরুজ্জামান মানিক এর ছবি

বিসিএস না দিয়ে ভালই করেছি তাহলে
তা নাহলে এমন প্রশ্নকর্তার মুখোমুখি হতে হত !

যতদুর মনে পড়ে ড.হাসানুজ্জামান তার ক্লাসের ছাত্র-ছাত্রীদের তার লিখিত ইসলামি বই পড়তে বাধ্য করার জন্য তীব্র প্রতিবাদের মুখে পড়েন এবং পরে চাকুরি হারান ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

গৌতম এর ছবি

বিসিএস না দিয়ে ভালই করেছি তাহলে

না দিলে এই অভিজ্ঞতা কোত্থেকে হতো?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসান মোরশেদ এর ছবি

ইন্টারভিউ বোর্ডে তুমি করে কথা বলে নাকি?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

হ, তিনি আমাকে তুমি করেই বলেছিলেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নিঝুম এর ছবি

এর পরে তিনি আমাকে আর মাত্র দুটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন- রুশোর শিক্ষাদর্শনটা কী? আর রাস্তার ওপরে যে পায়ে হাঁটার ব্রিজ আছে, সেটাকে কী বলা হয়? (সম্ভবত আমাকে সরকারি চাকুরি না খুঁজে বনেবাদাড়ে-প্রকৃতিতে যেতে বললেন অথবা সোজা ওই ওভারব্রিজ পার হয়ে বাসায় চলে যেতে বললেন- উদ্দেশ্য, ওহে, এভাবে জবাব দিয়ে চাকুরি পাওয়া যায় না।)

জটিল লিখসেন ।

আফটপিক, আপনি যেহেতু মৃদুভাষনে কাজ করতেন সেহেতু, আশা করছি আপনি প্রশান্ত ভূষন বড়ুয়াকেও চিন্তেন । তাই না ?
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

হাসান মোরশেদ এর ছবি

প্রশান্ত ভূষন বড়ুয়া- ছাত্রলীগের আইন সম্পাদক ছিলেন তো?
আমি অবশ্য বিতার্কিক হিসেবেই চিনতাম । লীগ আমলে বিটিভিতে বিতর্ক অনুষ্ঠান করতেন ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নিঝুম এর ছবি

এখন তিনি মহান নেতা ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

গৌতম এর ছবি

হ, প্রশান্তদাকে চিনতাম ভালো করেই। তিনি বোধহয় এখন লন্ডনে আছেন। দেখা হয় না অনেকদিন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তানবীরা এর ছবি

গৌতম, আমার ডাক নাম শুনলে প্রথমেই অনেকে বলে, ও তোমার বাপ - মা হিন্দু নাম রাখছে। ছোট বয়সে সে নিয়ে তর্ক করতাম, এখন এতো ক্লান্ত লাগে যে আর উত্তর দেই না। ছাগল গুলা। তবে আজকাল বলি এটা একটা নক্ষত্রের নাম, আমার পরিবার তাই রেখেছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

গৌতম এর ছবি

আপনার ডাক নাম কী আপু? আর ক্লান্ত হলে চলিবে কেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

হুঁমম ! জলবৎ তরলং অর্থ কিন্তু পানির মতো সোজা না ! বহুরূপী।

চেয়ার টেবিল এসব কি খেরেস্তান-নাছারা'দের শব্দ না ? তিনি'দের সমস্যা কেবল হিন্দুয়ানী শব্দে। একইভাবে উনি'দেরও মোছলমানী শব্দে ছুৎমার্গতা যায় নি এখনো। তবে এগুলো মনে হয় অনেক কমে এসেছে এখন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

সেটাই।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

গৌতমের অভিজ্ঞতা শুনেও খারাপ লাগলো। কিন্তু বাস্তবতা এরকমই।
বাংলাদেশ সিভিল সার্ভিসে শেষ কবে হিন্দু ধর্মাবলম্বী কেউ ফরেন সার্ভিস পেয়েছে খতিয়ে দেখলে এটা বুঝা যায়।

তবে গৌতমের উত্তর দেয়ার ধরনে আমার আপত্তি আছে। মৌখিক পরীক্ষায় বিশেষত: চাকরি দেয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীকে অনেক ভাবে বাজিয়ে দেখা হয়। শুধু প্রশ্নের উত্তর জানাটাই শেষ কথা নয়। বুদ্ধিমত্তা, ধৈর্য এগুলো দেখা হয়। গৌতম এখানে ধৈর্যের পরীক্ষায় নিশ্চিতভাবে খারাপ করেছেন।

ড. হাসানুজ্জামান কি নৃতত্ত্বের? তিনি কি খুব সাম্প্রদায়িক ব্যক্তি?

আমি বিসিএসের ভাইভায় পকেটে টেপ-রেকর্ডার নিয়ে ঢুকেছিলাম। পরে যদি বন্ধুরা বিশ্বাস না করে আমি কী জবাব দিয়েছি। শতকরা ৮০ ভাগ প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই। কিন্তু লিখিত পরীক্ষা যা-তা হওয়া সত্ত্বেও আমি বিসিএসে টিকেছিলাম...মৌখিক পরীক্ষার কারণেই। কোনো এক লেখায় অভিজ্ঞতাটা শেয়ার করবো।
মৌখিক পরীক্ষা আসলে ব্যক্তিত্বের খেলা। অনেকটা টেবিল টেনিসের মত।

তবে এই পোস্টের বিষয় ভিন্ন। জল পানি, গোশত, মাংস ইত্যাকার বিষয় নিয়ে। আমরা যারা পাকিস্তানের সময় পৃথিবীতে ছিলাম না তারা জানি না যে তখন বাংলা ভাষায় হিন্দুয়ানি শব্দ দূর করার, বাংলাকে ইসলামিকরন করার নানা চেষ্টা করা হয়েছিল। জল-পানি, গোশত-মাংস ইত্যাদি শব্দগত বিরোধ তৈরির চেষ্টা তখন করা হয়েছে।
তবে সময়ে এগুলো হারিয়ে গেছে। হাসানুজ্জামানের মত প্রবীণ প্রজন্মের সাথেই কবরে যাবে এসব ফিতনা।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জিজ্ঞাসু এর ছবি

একমত।
কিন্তু বাজিয়ে দেখার অনেক কিছু আছে। গৌতমের ক্ষেত্রে প্রশ্নকর্তা কিন্তু জামাতের ঘোরতর অনুসারী এবং অনেক জামাতির চেয়েও গোঁড়া (অন্তত তার প্রশ্নের প্রেক্ষিতে বলছি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি তার নিজের লেখা ফালতু বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়তে বাধ্য করতেন এবং এর উপর পরীক্ষা নিতেন (পত্রিকান্তরে প্রকাশ)।

তবে চারদলীয় জোট সরকারের সময়ে তার সাথে কপট খাতির রেখে অনেকেই বিসিএসের বৈতরণী পার হয়েছে বলে জানি।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

গৌতম এর ছবি

আপনার শেষ লাইনটির মতো আমিও প্রত্যাশা করি এসব ফিতনা ওদের সাথেই কবরে যাবে।

আপনার বক্তব্য পড়ে পুরো ঘটনাটি নিয়ে আবার চিন্তা করলাম- আসলেই আমার ধৈর্য বা ব্যক্তিত্ব পরীক্ষা করা হয়েছিল কিনা।

ড. হাসানুজ্জামান কীরকম ব্যক্তি ছিলেন তা নুরুজ্জামান মানিক ভাই এবং জিজ্ঞাসু বলে দিয়েছেন। আমিও সেরকমই জানতাম। এখানে ওই মৌখিক পরীক্ষার দিনেরই কয়েকটি ঘটনা উল্লেখ করি।

১.
বোর্ডে প্রথমেই ডাক পড়েছিলো এক আপার (নাম ভুলে গেছি)। তিনি যাওয়ার মোটামুটি দশ মিনিটের মধ্যে কেঁদেকেঁটে বেরিয়ে আসলেন। কারণ কী?- তিনি বোরকা পড়েন নি কেন, সে কারণে তাঁকে প্রচুর (শব্দটি সচেতনভাবে ব্যবহার করা হয়েছে) তিরস্কার করা হয়েছে।

২.
তৃতীয়জনও ছিলেন আপা। তিনি সাথে সাথে কোত্থেকে যেনো বোরকা ধার করে নিয়ে এলেন। সম্ভবত অন্য কোনো প্রতিযোগীর কাছ থেকে। ইন্টারভিউর পর তার কাছ থেকে জানা গেলো- বোরকা পড়ার কারণে এবং নিয়মতি নামাজ পড়ার কারণে বোর্ডের পরীক্ষকরা তার ওপর খুব খুশি হয়েছেন।

৩.
আমার ঠিক আগেরজনকে কী যেনো সুরা জিজ্ঞেস করা হয়েছিলো। তিনি সেটা বলতে পারেন নি। ফলে তাকে সেখানেই প্রচুর বকাঝকা করা হয়েছিলো।

শুধু তাই নয়, এর আগেপরে ওই বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিলো- তাদের সবাইকেই ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, মুসলিম হলে নামাজ পড়ে কিনা, নারী হলে বোরকা পড়ে না কেন ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিলো।

ফলে আমার ব্যক্তিত্ব বা ধৈর্য পরীক্ষার জন্য যে তিনি এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন নি, সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। তাছাড়া তাঁর কথা বলার ধরন, অ্যাপিয়ারেন্স ইত্যাদি দেখেও বুঝা যায়, প্রশ্নগুলো করা হয়েছিলো আমাকে বিব্রত করার জন্যই।

তবে চাকরি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাজিয়ে দেখার বিষয়টি মাথায় রাখলাম। ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আরণ্যক সৌরভ (রিটায়ার্ড ব্লগার) এর ছবি

হাসানুজ্জামানের মত প্রবীণ প্রজন্মের সাথেই কবরে যাবে এসব ফিতনা।

তাই যেনো হয়। সেই প্রত্যাশাই করি।

গৌতম এর ছবি

রিটায়ার্ড ব্লগার আবার কী, ভাই?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভূঁতের বাচ্চা এর ছবি

বাংলা ভাষা এবং সংস্কৃতির মধ্যে কেউ ধর্ম নিয়ে টানাটানি শুরু করলে আমি খুবই বিরক্ত হই। তবে কাউকে ছেড়ে কথা কইনা। সেদিন একজনের সাথে কিছু নিয়ে কথা বলতে বলতে "বৌভাত" শব্দটা চলে আসে। আমি এটা বলায় আমাকে বলা হল "ওয়ালিমা" বলতে। আমি বললাম এই শব্দ তো কোনও বাঙ্গালি ব্যবহার করেনা আমি বলব ক্যান ? তার যুক্তি হল "বৌভাত" শব্দটা হিন্দুয়ানী তাই ব্যবহার করা যাবেনা। মনে হচ্ছিল কইষা চড় লাগায়া দেই। আমি কঠিক শব্দে বললাম- "বৌভাত" শব্দটা বাংলা শব্দ এর কোনও ধর্ম নাই। সে ভয় পাইয়া চুপ হয়ে গেল।

---------------------------------------

--------------------------------------------------------

অমিত আহমেদ এর ছবি

ওয়ালিমা শব্দটা কয়মাস আগে আমার এক বন্ধুর মুখে প্রথম শুনলাম। আগে কখনো শুনি নাই। এটা কি নতুন ফ্যাশন?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ভূঁতের বাচ্চা এর ছবি

বাংলা ভাষার মুসলমানিত্ব দেবার অপচেষ্টা বলা যেতে পারে !

---------------------------

--------------------------------------------------------

গৌতম এর ছবি

হা হা হা

ঢাকা শহরে এখন প্রচুর 'ওয়ালিমা' চলছে। কোথাও কোনো বৌভাতের খবর নেই। আমি সম্প্রতি যে কয়টি জায়গায় দাওয়াত খেয়েছি, সেখানে 'বৌভাত' খেতে গিয়ে 'ওয়ালিমা' খেয়ে এসেছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পলাশ দত্ত এর ছবি

নরকেও কি জায়গা হবে হাসানুজ্জামানের মতো শুয়োরগুলোর???

গালি দেয়ার জন্য আমি দুখিত। চাইলে আমার মন্তব্য মুছে দিতে পারেন।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

গৌতম এর ছবি

মন্তব্য মুছার কিছু নেই। আপনি আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাত্র। পরীক্ষার পর আমারও একই প্রতিক্রিয়া হয়েছিলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পড়েছি। আমাদের শব্দ ব্যবহার করে ধর্ম যাচাইয়ের ব্যাপারটা দুঃখজনক।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

গৌতম এর ছবি

...আর এ কারণে চাকুরি না হলে সেটা আরও মেজাজ খারাপ করে দেয়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অছ্যুৎ বলাই এর ছবি

চাকুরীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষা মূলত পারসোনালিটি টেস্ট। অ্যাকাডেমিক বা টেকনিক্যাল যোগ্যতা লিখিত পরীক্ষায়ই যাচাই হয়ে যায়। অবশ্য বাংলাদেশে অনেক সময়ই মৌখিক পরীক্ষা মানে দুই নাম্বারীর সুযোগ সৃষ্টি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

গৌতম এর ছবি

এভাবে পার্সোনালিটি টেস্ট করলে তো সমস্যা!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাধু এর ছবি

আল্লহ হাফেজ এবং খোদা হাফেজ একই কারনে সাম্প্রদায়িকতার শিকার, বড়ই দুঃখ জনক ।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আজকাল বেশীর ভাগ মানুষকে প্রচলিত খোদা হাফেজের জায়গায় আল্লাহ হাফেজ বলতে শুনি।
এই নব্য মুসলিমের তরিকা যখন প্রগতিশীলদের ও না বুঝে অনুসরণ করতে দেখি তখন খুব বিরক্তি লাগে।

দিগন্ত এর ছবি

এ দুটোর মধ্যে তফাৎ কোথায়? আল্লাহ মানেই তো খোদা ... কিছু ভুল হচ্ছে কি?


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জিজ্ঞাসু এর ছবি

আল্লাহ মানেই খোদা, কোনও ভুল নেই। যার যেটা ভাল লাগছে বলছে। তবে আল্লাহ শব্দটি আরবি আর খোদা শব্দটি সম্ভবত ফার্সি। বাঙলায় বলতে হয় "ঈশ্বর রক্ষা করুন"। অর্থ করলে কিন্তু কথা একই দাঁড়ায়।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

পথে হারানো মেয়ে এর ছবি

'খোদা' আর 'হাফেজ' দু'টো শব্দই ফারসি এবং 'আল্লাহ' হল আরবি।সাধারণ যুক্তিতে খোদা-হাফেজ বলাই স্বাভাবিক। অধুনা জনপ্রিয় আরবি ট্রেন্ডে চালু হয়েছে আল্লাহ হাফেজ।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

একমত।
ফারসি থেকে আরবীতে বললে বোধ হয় মুসলমানিত্ব পোক্ত হয় । তাই এই নতুন ট্র্যান্ড।

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

হুম। ওটা ওহাবী-সৌদি মৌলবাদের প্রভাব

শংখচীল এর ছবি

"খোদা" শব্দটি ফারসিতে "সার্বজনিন ইশ্বর" বুঝানো হয়। তাই এটি একটি সেকুলার সম্ভাসন হিসাবে ব্যবহার হতো। পাকিস্তানের জেনারেল জিয়াউল হক, "আল্লাহ হাফেজ " এর ব্যপক ব্যবহারের শুরু করে খোদা হাফেজকে ইসলামিকরন করেন। আশির শতকের নব্য মুসলামানি জাতিয়তাবাদী উচছাসের কল্যানে, আমাদের দেশেও এর প্রচলন শুরু হয়।
আমাদের মুসলমানিত্ব নিয়ে হীনমন্যতার জন্যই আমরা ভীষণ সুন্দর, সার্বজনিন একটা সম্ভাসন "খোদা হাফেয" কে "মুসলমানি" করিয়ে "আল্লাহ হাফেয" বানিয়েছি।

সুমন চৌধুরী এর ছবি
সবজান্তা এর ছবি

আমি নিশ্চিত না।

তবে এক বন্ধুর কাছে ভাসা ভাসা যা শুনেছিলাম, তাতে ইসলাম ধর্ম মতে ঈশ্বর অর্থাৎ আল্লাহ'র যে ক'টি গুনবাচক নাম আছে ( নিরানব্বই বা একশ' সম্ভবত), তাতে বোধহয় খোদা শব্দটার উল্লেখ নেই।

সত্যি মিথ্যা জানি না।


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

আমি নিশ্চিত না।

তবে এক বন্ধুর কাছে ভাসা ভাসা যা শুনেছিলাম, তাতে ইসলাম ধর্ম মতে ঈশ্বর অর্থাৎ আল্লাহ'র যে ক'টি গুনবাচক নাম আছে ( নিরানব্বই বা একশ' সম্ভবত), তাতে বোধহয় খোদা শব্দটার উল্লেখ নেই।

সত্যি মিথ্যা জানি না।


অলমিতি বিস্তারেণ

দিগন্ত এর ছবি

পারসী হলে তাতে উল্লেখ না থাকাই স্বাভাবিক।

ইসলাম ধর্ম মতে ঈশ্বর অর্থাৎ আল্লাহ'র যে ক'টি গুনবাচক নাম আছে

আল্লাহের নামগুলো কি ধর্মমতে অন্তর্ভুক্ত?


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

গৌতম এর ছবি

একমত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অমিত আহমেদ এর ছবি

পড়ে অবাক হলাম।
দুঃখজনক! খুব দুঃখজনক!!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

গৌতম এর ছবি

এই পরীক্ষকের সম্পর্কে জানলে বোধহয় অবাক হতেন না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নদী এর ছবি

বেশ কয়েক বছর আগের কথা। ভারতে বেড়াতে গেছি।
ট্রেনে কলকাতা টু জয়পুর। কত জানা অজানা শহর পার হলাম। হিন্দী তো বলতে পারিনা, কেবল দু একটা অক্ষর পড়তে পারি। একটা বিষয় খেয়াল করলাম, প্রতিটা স্টেশনেই অনেক লোক নামছে "পানি" নেবার জন্য। লক্ষ্য করলাম সব জায়গাতেই, পশ্চিম বাংলার বাইরে, প্রতিটা স্টেশনেই টেপের পাশে হিন্দীতে লেখা "পীনে কা পানি"।

মনে মনে হাসলাম। "জল" বললে হিন্দুয়ানী হয়, তাহলে পানি বললে কি হয়? ভাষায় কিছু শাব্দের শাব্দিক আভিজাত্য থাকতে পারে, কিন্তু তার মধ্যে আবার ধর্ম!

ব্রিটিশরা "ডিভাইড এন্ড রুল" দিয়ে ২০০ বছর কাটিয়েছে। সেই "রুল" আর নাই কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা "ডিভিশনটা" ধরে রেখেছি!

নদী

গৌতম এর ছবি

সেই "রুল" আর নাই কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা "ডিভিশনটা" ধরে রেখেছি!

একমত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

আপনার লেখা পড়ে বেভকো বাসে দেখা একটা লেখনি(সিটের পেছনে থাকা আজাইরা লেখা)....oh shit man বাংলায়...ওহে হাগা মানব.... (আপনাকে নয়..প্রশ্নকর্তাকে..)

(জয়িতা)

গৌতম এর ছবি

হা হা হা...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

titas এর ছবি

লেখক বলেছেন: আমার এই লেখাটা অনেক দিন আগের। আপনি পড়েছেন দেখে ভাল লাগলো।
আমিও ২৪ তমতেই ভাইভা দিয়েছিলাম। পড়েছিলাম মোজাম্মেল হক নামের একজনের বোর্ডে। সেই সময় পিএসসিতে ২জন কুখ্যাত মানুষ নামের অমানুষ ছিলেন। তাদের একজন আপনার ব্যাখ্যা করা জন, আরেকজন এই মোজাম্মেল হক।

এইসব পাপীরা কোনদিনও মানুষ হয় না।

ধন্যবাদ মন্তব্যের জনে।

http://www.somewhereinblog.net/blog/titas112blog/29162523#c8127232

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।