বহু আগেই চলে যেতাম

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ০৯/০৫/২০০৮ - ১০:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বহু আগেই ট্রেনের মতো চলে যেতাম দক্ষিণে
অপেক্ষার দ্বীপ জ্বালিয়ে রাখতাম না কখোনোই
হুইসেল না বাজিয়ে কেটে পড়তাম
কোনো শব্দ শুনতে না

শতাব্দীর মতো দীর্ঘ সূতোয় বেঁধে
তুমিও ফেলেছিলে নোঙর হৃদয়-নদে
হায় উদাস পায়রা পাখি আকাশের
পাখা ঝাপটে হারিয়ে গেলে মেঘের দেশে
আর মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে আমি শীষ বাজাচ্ছি ন’শ বছর।

ঠিকানা খুঁজে পেলে পাখিও থাকেনা বাউল ...

ইচ্ছেগুলো চোখের কোণে জমাট বাঁধে
হলুদ পাতা ধূসর হয়ে পড়ছে ঝরে
বুকের নদী শুকিয়ে হলো পাথুরে খাদ
আর কতোটা দিন পেরোলে ফিরবে পাখি!

তবুও আশা বসত গড়ে স্বপ্ন-সুখে
খুঁজতে থাকি হারিয়ে ফেলা সময়গুলো
নতুবা বহু আগেই চলে যেতাম দক্ষিণে।

সৈয়দ আখতারুজ্জামান


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দক্ষিণে কেনো?
পশ্চিমে কেন নয়?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমার বাড়ি দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে। সেখান থেকে এসেছে। তবে কবিতায় 'নির্দিষ্ট গন্তব্য' বোঝাতে চেয়েছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।