আমাদের যাপিত জীবন.........

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ৪:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের সাদা দেয়াল গুলো এখনো সাদা
সাদা বকের শরীর থেকে যেভাবে নদীর ঘোলা জল ঝরে যায়
ঠিক তেমনি-------
আমাদের সাদা দেয়াল'গুলো থেকে খসে পড়ে
কৃত্রিম রঙিন সত্তাগুলো ,
রঙিন নেশায় বুদ হয়ে থাকা মানুষগুলো
সেই সাদা দেয়ালের মাঝে আটকানো খুপচিটায় আশ্রয় খোঁজে,
পায় বোধহয় ?
নইলে খসে পড়ত কি করে?

আমাদের সাদা দেয়ালের ঠিক মাঝখানটায় ছোট্ট একটি ফুটো,
চার দেয়ালে ঠিক চারটে।
সেই ফুটো গলে অন্য দেয়ালে আঁচড়ে পড়ে লাল, নীল, খয়েরী আলো......
তারা মিশে আবারও দেয়ালগুলোকে সাদায় করে রাখে,

আমাদের যাপিত জীবন সেই দেয়ালে খুঁজে ফিরে স্বপ্নশহর......

অদ্ভুত আঁধার এক


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দেয়াল,দেয়ালের ফুটো,নানা রং,স্বপ্নশহর,যাপিত জীবন-এইসব চিত্রকল্প ভালো লাগলো ।
তবে কবিতায় কার্যকারন ব্যখ্যা কেনো জানি ভাল্লাগেনা আমার । যেমনঃ

ঠিক তেমনি-------

নইলে খসে পড়ত কি করে?

সামান্য পাঠকের এ ব্যক্তিগত মতামত মাত্র । কবি লিখবেন কবিতা তার নিজস্ব গরিমায় হাসি

লিখুন আরো বেশী বেশী ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে হাসান ভাই,
চেষ্টা করব আরও লিখার,
শুভেচ্ছা নিন..........

অদ্ভুদ আঁধার এক

শেখ জলিল এর ছবি

ভাল্লাগছে কবিতা। আরও লিখুন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শাহীন হাসান এর ছবি

যাপিত জীবন
সাদা বকের শরীর ....নদীর ঘোলা জল

ভাল-লাগছে ... ভাল-লাগছে ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতিথি লেখক এর ছবি

ভাল লাগছে। ভাল..............

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।