পায়রা নদীর গল্প

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২১/০৬/২০০৮ - ১২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বারবার ফিরে আসি
বারবার ঘুরে চলে যাই
পায়রা নদীর জলে
আষাঢ়ের খরস্রোত দেখে
ফেলে আসা স্মৃতি হাতরাই

ভেসে ভেসে যায় স্রোত
ভাঙনের কান্না চেপে বুকে
বাড়ি-ঘর, সুখ-স্মৃতি
একূল-ওকূল দুই কূল ভেঙে নিয়ে যায়
এ কূল ভাঙে ও কূল গড়ে -
এ নীতি খাটে না পায়রায়

ভাঙনের কান্না চেপে তবু
হয়ে উঠি জীবন প্রত্যাশী
বারবার ঘুরে চলে যাই
বারবার ফিরে আসি।

পরশ পাথর


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগল।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

পড়ার এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

পরশ পাথর

থার্ড আই এর ছবি

পায়রা নদীর কবিতা ভালো লাগলো কারন সম্প্রতি আমার পায়রার সাথে দেখা হয়েছে।
পরশ পাথরে সচল আলোকিত হোক।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

কেমন দেখলেন উন্মাতাল ঘোড়াটাকে? ওকে আমার দেখলেই নেশাগ্রস্ত নেশাগ্রস্ত মনেহয়। আপনি কি মোহনা পর্যন্ত গিয়েছিলেন?

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

পরশ পাথর

রণদীপম বসু এর ছবি

সেই একানব্বুইয়ে পায়রায় ঈষাণের জমা ওঠা মেঘের মজমা দেখেছিলাম, যখন আমতলি দিয়ে খেয়াপার হবো ভাবছিলাম ! আপনি কি সেই পায়রার কথা বলছেন ?
যদি সেটাই হয়, আমার একটা বিভ্রান্তি আছে। নদীটার নাম কেউ বলেন পারা, কেউ পাড়া, কেউ পায়রা, কেউ পায়ড়া। কোনটা ঠিক ?
আমার কোন কোন লেখায় এই পায়রাকে আনতে চেয়েছি। কিন্তু হয়ে ওঠে নি।
ধন্যবাদ, স্মৃতি জাগিয়ে দিলেন বলে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।