রূপসনাতন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ৩০/০৬/২০০৮ - ১২:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

রূপসনাতন

জ্যোত্স্নাজারিত জলে শেষ করে ক্রীড়া
ডানাদোষে উড়ে গেলে পবিত্র পরীরা;
একটি জন্মান্ধ ঢেউ-
সজল সাঁতারে আসে নিভৃত নৌকার কাছে,
ফিসফিস করে বলে-

এই দ্যাখো আমার বুকের বামদিক
ভিজে আছে অপার্থিব রূপের রেণুতে।

-ইনান


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

সুন্দর।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শেখ জলিল এর ছবি

কবিতা পড়ে মনে হলো- অনেকদিন ধরেই লিখেন। বিশেষ করে অক্ষরবৃত্তের মুক্তক ছন্দের স্বচ্ছন্দ ব্যবহার। তাছাড়া শব্দচয়ন, উপমা উৎপ্রেক্ষাও দারুণ।
কবির পুরো নামটা জানতে পারি কি?

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ...
জলিল ভাই, কবির নাম হইল ইনান, সে বিনীতভাবে আপনার পর্যবেক্ষণের মৃদু আপত্তি জানায়.. সে নেহায়েত শিক্ষানবিশ পর্যায়ের লেখক...
শুভেচ্ছা।
-ইনান

রণদীপম বসু এর ছবি

সুন্দর ! শেখ জলিলের সাথে সহমত। দারুণ চিত্রকল্প ব্যবহার করেছেন। ভালো লাগলো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।