মরিয়মের সন্তানের পিতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৮/০৫/২০০৯ - ৮:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্যাচপ্যাচে অন্ধগলি
অন্ধগলি বললেও ভুল হয়-
কেমন গুমট গন্ধ চারিদিকে
সিগারেটের ফিল্টার, পলিথিন ব্যাগ
ছেঁড়া কাগজ, কনডমের ছেঁড়া প্যাকেট ছড়ানো-ছিটানো
মাঝে মাঝে খিস্তি-খেউড় ভেসে আসছে কানে
দু' একটা অস্রাব গালিতে ঈশ্বর বেচারার কান লাল হয়ে যাচ্ছে
কিন্তু কি আর করা- তাকে চলতেই হবে
সামনে যে যিশুর মাতা
মরিয়ম, মা মেরী।
মনে হয় না এবার ঈশ্বর সফল হবেন
মরিয়মও নিঃস্তেজ
সে বুঝতে পারছে বড় কঠিন তার নতুন জগত
বড় শক্ত তার নতুন প্রভু
মরিয়ম এখন শক্ত হাতের মুঠোয়-
পৌরুষহীন ঈশ্বর অসহায় চোখে তাকিয়ে থাকে শুধু
মরিয়মের সন্তানের পিতা হতে চায় পশু।

-নব রুদ্র


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

বর্ননাটুকু ধরতে পারলাম, কবিতাটুকু নয় ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নব রুদ্র [অতিথি] এর ছবি

মোরশেদ ভাই, কবিতাটি বুঝতে না পারার ব্যর্থতা আপনার নয়, তা কবিতাটির ব্যর্থতা, কবির ব্যর্থতা। আপনি যে বুঝতে চেষ্টা করেছেন সেটা কবির জন্য অনেক কিছু। আপনাকে অনেক ধন্যবাদ।

--নব রুদ্র

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা কোন ইশ্বর? এত দূর্বল কেন? পশুটার কোন পরিচয় এলোনা তো।

অতিথি লেখক এর ছবি

প্রকৃতি প্রেমিক ভাই, এ পশুরা চিরচেনা, তাদের দুই পা, দুই চোখ,'''''''''''এরা আমাদের মতই কেউ, হয়ত আমি কিম্বআ আমরা। এখানে শুধু অবস্থাচিত্র বর্ণনা করা হয়েছে, যেখানে ভুক্তভোগীরা বড়ই অসহায়। আপনার মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।

-- নব রুদ্র

নব রুদ্র [অতিথি] এর ছবি

কবিতাটি প্রকাশের জন্য সচলায়্তনের সবাইকে ধন্যবাদ। সেই সাথে কষ্ট করে কবিতাটি পড়ার জন্য পাঠ্কদের অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ করে হাসান মোরশেদ এবং প্রকৃতি প্রেমিকের মন্তব্য প্রানবন্ত একটা পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছি। এজন্য আপনাদের দু'জন কে অনেক ধন্যবাদ।

---নব রুদ্র

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।