ভাবনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ৩০/১১/২০০৯ - ১২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঈদের ছুটিটাকে নাতিদীর্ঘ থেকে দীর্ঘ করার জন্য অফিস থেকে ৩ দিন অতিরিক্ত ছুটি নিলাম। ছুটিটা অবশ্য পুরোটাই উদ্দেশ্যহীন তা নয়; আসলে নিজেকে নিজের সময় দেওয়াটা হয়ে উঠছিল না। নিজস্ব অনুভূতির সাথে নাড়াচাড়াহীন হয়ে ছিলাম। অস্বস্তি কাজ করছিল মনের ভিতর।আগে একটা সময় ছিল যখন সময় করে নিজস্ব খেরোখাতায় কলম চালাতাম। মনের খেদ বা আক্ষেপ সবই যেন বের হয়ে আসতো কলমের কালির সাথে সাথে। কাল কালির মাঝে কত রকমের যে লাল-নীল স্বপ্ন যে উঠে আসতো, তা আজো ভেবে অবাক লাগে।
আসলে পিছনের এক একটা সময় যেন এক একটা মায়া, আর ভাবনাগুলো যেন এক একটা শুকিয়ে যাওয়া প্রজাপতি।কত শত গল্পের পিছনের গল্প ভেবে নিতাম মনে মনে, আর তুলে ফেলতাম কাগজে।মনে পড়ে পুরাটা সময় জুরে একধরনের মায়া কাজ করতো, অনেকটা ভাললাগা না লাগার মায়া। এ ছিল এক অদ্ভূত মায়া – সময়ের একাকিত্ব ঘুচাতে এর চেয়ে ভাল আর কিছু ছিল না। সময়টা কেটে যেত অদ্ভূত নিয়মে; সকাল থেকে সন্ধ্যের আলো কমে যাওয়া পর্যন্ত যেন অপেক্ষা করতাম কোন ভাল কিছু অনুভব করার জন্য – কখনো পেতাম কখনো না।

মাঝে মাঝে এখনো বাধো বাধো আলো দেখে ভাল লাগে, হঠাৎ করেই যেন থমকে দাড়াতে ইচ্ছা করে প্রচন্ড ভাললাগা নিয়ে কিন্তু কেন জানি হয়ে উঠে না।

লিখতে লিখতে একটা গান শুনছিঃ http://www.youtube.com/watch?v=HqDy-Hu3Usw&feature=player_embedded

-- শফকত মোর্শেদ


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

এখানে প্রথম লেখা?
সচলায়তনে স্বাগতম। লিখুন আরও।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। সচলে এটাই শুরু, হয়তো একদিন সত্যিই সচল হব। -- শফকত

লুৎফুল আরেফীন এর ছবি

কাল কালির মাঝে কত রকমের যে লাল-নীল স্বপ্ন যে উঠে আসতো
যিনি লিখতে জানেন তার কতই না আনন্দ! এতোটুকুতেও নিজেকে ঠিই মেলে ধরলেন অসাধারণভাবে!!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আরেফীন ভাই -- শফকত

অতিথি লেখক এর ছবি

ধুগোদা,
হাত খুললে লেখবো ক্যামনে ? খাইছে
মজা করলাম ...

লিখুন হাত খুলে। আপনার লেখার ভংগিটা সুন্দর।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল।
নিয়মিত লিখুন।

বুনোহাঁস

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলে স্বাগতম, হাত না খুলে লিখুন... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অনেকের হতে স্বাগত হওয়ায় আনন্দিত, সচলায়তন সচলের আশায় রইলাম, ধন্যবাদ সবাইকে। --- শফকত মোর্শেদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।