আহ্বান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৫/১২/২০০৯ - ১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্ষরণের স্রোতে জোয়ারের চাপ,
উন্মুক্ত রাক্ষস দাঁতে শান দেয়,
মুখে উন্মত্ত হায়নার হাসি।

সারা বন জুড়ে ঢিঁঢিঁ-
রাক্ষস তার থোরাই পরোয়া করে!

নিঝুম অরণ্যে আজ পিশাচেরা ঘুরে বেড়ায়-
ছোবল ছোবলে শুষে নেয়
সবুজের তিব্রতা।

রাক্ষসেরা ভাগ পায়; ভোগ পায়-
তাদের উল্লাস ধ্বনি ছুটে যায় দূর থেকে দূরে...

বাঘের গর্জন চাপা পড়ে যায়
বারবার
পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে- যেন পেছনেই ফিরে আসে।

এসো... একসাথে বুক চিতিয়ে দাঁড়াই,
আরো একবার বাঘ হই-
স্বমস্বরে করি গর্জন গুড়িয়ে দেই পাথুরে দেয়াল,
একসাথে থাবা তুলি,
রাক্ষসের দুঃসহ দুঃস্বপ্নের বাস্তবায়নে...

۩۩۩۩۩۩۩۩۩۩۩ মনজুর এলাহী ۩۩۩۩۩۩۩۩۩۩۩


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।