মধ্যরাতের আয়নায়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/০৪/২০১০ - ৬:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময়- মধ্যরাত।

একলা আকাশে একলা চাঁদের
মসৃন পথচলা,
দূরের তারার হঠাত্‍ আলো;
জ্বলে জ্বলে নিভে যায়,
ঝরে যায় সহসাই।

নিঝুম আঁধারে
অচেনা আলোর ঝলকানি,
ঘুমঘোর পৃথিবীর
এক বেমানান জানালায়
ফ্লুরোসেন্ট বাতির আনাগোনা।

অগোছালো পড়ার টেবিলে,
মধ্যরাতের আয়নায়;
দিনভর-
ক্লান্ত সময়ের ফাঁকে পাওয়া
টুকরো সুখের ছোঁয়া।

একলা রাতের প্রহর-
চায়ের কাপে মিষ্টি সুবাস,
মৃদু চুমুকে স্বস্তির তৃপ্তি।

সময়ে,
বাতি নিভে যায়।

আঁধারের চাদরে,
নিশ্চুপ জেগে থাকা,
দূরে কোথাও, নিঃশ্বাসে,
বাতাসে বৃষ্টির গন্ধ।

চার দেয়ালের আড়ালে
বদ্ধ জানালা,
পথ ভুলে আসা ঝড়ো হাওয়ায়
কালবোশেখীর নিমন্ত্রন।

ঘুমাচ্ছন্ন দুচোখে,
স্বপ্নমাখা মৃদু হাসি;
অকারণেই,
মন ছুঁয়ে যায়।

[ বিষণ্ণ বাউন্ডুলে ]


মন্তব্য

অবাঞ্ছিত এর ছবি

ভালো লাগলো।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ..প্রথম মন্তব্য বলে কথা.. হাসি

[ বিষণ্ণ বাউন্ডুলে ]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।