চশমা বিভ্রাট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/০৪/২০১০ - ৫:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

ঘরের ভেতর কুমির দেখে
ছিটকে দাদু মেঝেতে
আনতে তাকে ওখান থেকে
সাহস ক'রে কে যেতে?

পুলিশ ডাকো পুলিশ ডাকো
কেউবা ডাকে সোলজারই
কেউবা আবার ক'রেই বসে
সেই জরুরী রোল জারি!

সবাই ছোটে ত্রস্ত পায়ে
বাঁয়ের জুতো ডান পা'তে
দাদু বুঝি আর বেঁচে নেই
জানতে ভয়ে কান পাতে।

এমন সময় একটি ছেলে
যে নাকি ভয় দ্বন্দ্বহীন
ঢুকেই বলে কুমির কোথায় ?
ঘরটাতো বেশ রন্ধ্রহীন।

সবাই ওঠে চেঁচিয়ে ভীষণ
দেখো মরার শখ কত
একটু পরে বেরোয় ছেলে
সঙ্গে দাদু -অক্ষত!

টিকটিকি আর দাদুর চোখের
পাওয়ারঅলা চশমাটি
ঘটাল এই কান্ডখানি
সাত সকালের রস মাটি!


মন্তব্য

হরফ এর ছবি

বা: হাসি
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে।

সুরঞ্জনা এর ছবি

বেশ ছড়া তো। হাসি
চলুক।
চলুক
..............................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

ধরার মাঝে ছড়িয়ে আছে ছড়া
কেবল তা চাই ধরা!

ধন্যবাদ মন্তব্যের জন্য

স্পার্টাকাস এর ছবি

ভাল হইছে।

--------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

অতিথি লেখক এর ছবি

তাহলে ধন্যবাদ দিয়ে আপনাকে আর খাটো করব না!

মর্ম এর ছবি

দাদুর অমন ফ্যান্টাসি মাখা

চশমাটি মোর চাই,
নাতিরে শুধাই,
"কোন্ দোকানেতে
বল তারে খুঁজে পাই?!"

দিব্যি সুন্দর ছড়া, পড়ে বেশ লাগলো। হাসি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনার মর্মান্তরিক মন্তব্যের জন্য!

যদি পেতাম সেই দোকানের খোঁজ
আপনাকে তার দিতাম তত্ত্ব-তালাশ
জানতে চেয়েছিলাম দাদুর কাছে
বলল দাদু, 'মিছেই আমায় জ্বালাস'!!

নাশতারান এর ছবি

বাহ্‌! খুব সুন্দর!

আচ্ছা, "রোল জারি" বলতে কী বুঝিয়েছেন?

কিছু শব্দের ব্যাপারে কথা ছিলো। সময় পেলে এখানে দেখুন।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।