জানি না এমন লাগে কেন?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০২/০৫/২০১০ - ১০:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জানি না এমন লাগে কেন?
জাগতিক কোন বর্ণমালায়
এইসব স্বপ্নমাত্রিক অনুভূতির বর্ণনা
নিতান্তই বেমানান
কীভাবে বোঝাবো তোমায়!
মোটেই যাবে না বোঝা
বৃথাই আমার মনোলোকের
সোনার হরিণ খোঁজা।

ভোরের তারার আলো নিয়ে
গুনগুনিয়ে একটি পাখি
ডাকে ডাকে ডাকে--
সেই সুরের টানে মন চলে যায়
কোন অজানার বাঁকে,
যায় না কিছুই বোঝা;
বৃথাই আমার রূপ সাগরে
অরূপ রতন খোঁজা।

পাঁজড় রেলের উপর দিয়ে
গুমগুমিয়ে একটা গাড়ি
চলে চলে চলে--
কী সওদা আনে! কী যে নিয়ে যায়,
কোন কথা যে বলে!
যায় না কিছুই বোঝা;
বৃথাই আমার চিরকালের
পরম পাওয়া খোঁজা।
কথা ও সুর: আরিফ বুলবুল,


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বুলবুল ভাই, সুরও যখন দিয়েছেন তখন একটু কষ্ট করে গানটা রেকর্ড করে আপলোড করুন। সুর ছাড়া গান কবিতার মত করে পড়ে কি আর সম্পূর্ণ মজাটা পাওয়া যায়?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

গানটির লিংক[পরে যুক্ত]

Get this widget | Track details | eSnips Social DNA

http://www.esnips.com/doc/5dd14973-b002-4348-8b42-1b2b666535fb/Janina-Emon-Lage-keno
-----------------------------------------------------------------------------
সুর আর কথা মিলেই তো গান। শুধু কথায় কথার মজা পাওয়া যেতে পারে কিন্তু গানের মজা অবশ্যই পাওয়া যাবে না। তাই তোমার কথা ১০০% খাঁটি। কিন্তু সমস্যা এই যে আমার গলা গান গাওয়ার উপযুক্ত না। আবার হাতের কাছে তেমন কোন গায়কও নেই। তাই অনেকক্ষেত্রে ইচ্ছা থাকা সত্বেও গান আপলোড করতে পারব না। তবে এই গানটার একটা অডিও ছিল। একটা অনুষ্ঠানে ইকবাল সুমন গেয়েছিল। আজ সারাটা বিকেল এবং সন্ধ্যা সেই অডিওটা নিয়ে খাবি খেলাম কিন্তু আপলোড করতে পারলাম না। প্রতিবারই মেসেজ আসে কোটা শেষ হয়ে গেছে। হয়তো টেকনিক্যাল কোন সমস্যা ছিল। তাই অডিও ছাড়াই দিয়েছি।
আমি কিন্তু বুদ্ধি করে অডিওটা তোমার মেলে পাঠিয়ে দিয়েছি। যদিও হলের মধ্যে সাধারণ মানের রেকর্ডিং। তবুও আপলোড করা সম্ভব হলে ভালোই হবে মনে হয়। ভালোবাসা রইলো।
--আরিফ বুলবুল,

অতিথি লেখক এর ছবি

-- আরিফ বুলবুল,

গৌতম এর ছবি

কবিতটি বেশ লাগলো!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

আপনার মন্তব্যে নিজেকে খুব চনমনে লাগছে। কৃতজ্ঞতা জানাই।
--আরিফ বুলবুল,

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল। 'পাঁজড়' হবে 'পাঁজর'।

কৌস্তুভ

অতিথি লেখক এর ছবি

কৌস্তুভ, আপনার প্রতি কৃতজ্ঞ রইলাম। বানান ভুল করার জন্য লজ্জিত। ভবিষ্যতেও ভুল দেখলে ধরিয়ে দেবেন আশা করি।
আরিফ বুলবুল,

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বুলবুল ভাই, আপনার পোস্টে আমি গানটা সরাসরি আপলোড করতে পারবোনা। এরচেয়ে আপনি গানটা ইউটিউব বা এই ধরণের সাইটে আপলোড করে এখানে মন্তব্যতে লিঙ্ক দিতে পারেন।

এই কাজটা পরে সময় পেলে আমি নিজেই করার চেষ্টা করব। তার আগে আপনি যদি করে ফেলেন তাহলে ফাইন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

টেকনিক্যাল কাজে আমি প্রথম শ্রেণীর ভোদাই হওয়া সত্বেও অবশেষে লিংকটা দিতে পারলাম। আমাকে উসকে দেবার জন্যে ষষ্ঠ পান্ডবকে ধন্যবাদ।
http://www.esnips.com/doc/5dd14973-b002-4348-8b42-1b2b666535fb/Janina-Emon-Lage-keno

আরিফ বুলবুল,

অতিথি লেখক এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।