কবিতার মুসাবিদা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৫/০৫/২০১০ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

১.
ধরা যাক নাম তার
সমুদ্র নিষাদ।
এক চোখে তার দেখি
আলোকের ঝিকিমিকি
আর চোখে ঝুলে থাকে
গভীর বিষাদ!

২.
সমুদ্র নিষাদের মন ভালো নেই
বিবর্ণ দিনটাতে তাই আলো নেই!

৩.
তুমি কোথায় আর আমি কোথায়?
মাঝখানে তের নদী পড়ে থাকে হায়!

৪.
অর্ধেক পৃথিবী উজিয়ে এসে
মনের বনে দোলা দিয়ে যায় সে!


মন্তব্য

guest writer এর ছবি

valo laglo...chaliye jan

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে। পরিচয়টা জানলে আরো ভাল লাগত।

অতিথি লেখক এর ছবি

তুমি কোথায় আর আমি কোথায়?
মাঝখানে তের নদী পড়ে থাকে হায়!

বাহ!
সাবরিনা সুলতানা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ সাবরিনা আপনাকে।

মূলত পাঠক এর ছবি

তাইলে এইটা জেলে আর জেলে-বৌয়ের গপ্পো?

অতিথি লেখক এর ছবি

সেই রকম ভেবে অবশ্য লিখা হয়নি। তবে এমনটি ভাবলে ক্ষতি কী?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।