চটুল শের

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ৩০/০৬/২০১০ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

।। ১।।

ভেবে ভেবে পাই না দিশা
কূল রাখি না শ্যামে,
ভীষণ রকম ফেঁসে গেছি
তোমার প্রেমের জ্যামে।

।।২।।

সংসারটা চুতরা পাতা,
কিংবা কচুর লতি।
বিয়ে করবে সময় হলেই
প্রেমটা যখন বতি।

।।৩।।

হৃদয়টা তো নিলেই না
করলা উল্টা-উল্টি।
ভালবাসা তো দিলেই না
দিলে চোখ পাল্টি।

।।৪।।

এই মন মোর নিলে কেড়ে,
বন্ধু তুমি প্রেত না জ্বীন?
হৃদয়টাকে করলে ধোলাই
তুমি এমনই Washing machine.

অনন্ত আত্মা


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ওয়াহ.. ওয়াহ...
______________________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

'ওয়াহ' টা খারাপ না, 'ওয়াক' না হলেই হয়।
ধন্যবাদ।

অনন্ত আত্মা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তিন নম্বরটা বাদে বাকী গুলো ভালোই হইছে।

অতিথি লেখক এর ছবি

যাক অন্তত ৭৫% ভাল লাগেছে জেনে ভাল লাগছে।
ধন্যবাদ।

অনন্ত আত্মা

বোহেমিয়ান এর ছবি

চলুক

আমিও অণুকাব্য লিখি
আমি অবশ্য ক্ষণকাব্য নাম দিয়েছি ।

করতে পার আমায় বিয়ে
নাম হবে না বদলাতে !
এই দেখ করছি প্রমিজ
হারব আমি ঝগড়াতে!

এখানে দেখতে পারেন!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

আমি আসলে লেখার চেষ্টা করছি মাত্র।
ক্ষণকাব্য নামটা খারাপ না।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

আমিও অনুকাব্য লেখি।তবে এটম পয়েট্রিজ নামে।ভাল হইছে।

অতিথি লেখক এর ছবি

হুম, এটম শুনলেই বোমার কথা মনে পরে। 'বোমা কাব্য' নামটা কেমন?

অনন্ত আত্মা

বাউলিয়ানা এর ছবি

হা হা...মাজারু হৈছে।

আরও চাই হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।