দুঃস্বপ্ন

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: শুক্র, ০২/০৭/২০১০ - ১২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্মৃতিরা ঘোরে আশেপাশে অশরীরী হয়ে,
মাথার ভেতরে প্রেতাত্মার দীর্ঘনিঃশ্বাস-
দুঃস্বপ্ন বাস্তব হয়ে গিলে খেতে চায় সরল অস্তিত্ব,
রাতের ঘুম সেও হয়ে যায় দোজখের অগ্নিকুন্ড|
বাস্তব ধুসর হয়ে হারিয়ে যায় চোখের পলকে
ধংসস্তুপে জেগে ওঠা ঘাস ফুলের মতো,
অতীতগুলো রঙিন অনেক,
তাও ঘুন পোকাদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা
কিছু আকড়ে ধরার ব্যার্থ চেষ্টা,
মাটির সোদা গন্ধে হঠাৎ মনে-পড়া তুমি,
বিস্মৃতির অতলে তলিয়ে যেতে যেতে
হঠাৎ লোভী হয়ে উঠি,
আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করে,
মানুষ না স্মৃতির ফসিল হয়ে|


মন্তব্য

পারী এর ছবি

ভালো লেগেছে তবু মন উদাস হয়েছে... খারাপ ও।
"বাস্তব ধুসর হয়ে হারিয়ে যায় চোখের পলকে
ধংসস্তুপে জেগে ওঠা ঘাস ফুলের মতো,
অতীত গুলো রঙ্গিন অনেক"
চারপাশে এতো অনৈতকতা, এতো অসততা এর মাঝে ও খুব ইচ্ছে হয় সৎ ভাবে বাঁচি... স্বপ্ন দেখি...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, স্বপ্নবাজ মানুষেরাই কঙ্কালসার এই প্রাণহীন সমাজটাকে নতুন করে বাচতে শেখাবে তাই আমরাও আপনার মতো স্বপ্ন দেখি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।