ঢাকা শহর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

ঢাকা শহর কেমন শহর?
রয় না ঢাকা এমন শহর।

বীরের শহর ভীড়ের শহর
ভক্ত এবং পীরের শহর।

পেপসি কোকা-কোলার শহর
বাসে বাদুড় ঝোলার শহর।

ভীষণ ট্রাফিক জ্যামের শহর
ইয়েস স্যার ও ম্যামের শহর।

ভলভো এবং টাটার শহর
রাদু-এপেক্স-বাটার শহর।

প্রদশর্নী, ছবির শহর
কাক এবং কবির শহর।

ঝগড়া এবং মিলের শহর
বৃষ্টি হলে বিলের শহর।

হরতালে ভাঙচুরের শহর
রামদা এবং ক্ষুরের শহর।

আমার শহর তোমার শহর
জনসভায় বোমার শহর।

ঢাকা শহর কেমন শহর?
যেমনটি চান তেমন শহর!


মন্তব্য

মানিক চন্দ্র দাস এর ছবি

হাততালি হাততালি

অতিথি লেখক এর ছবি

বীরের শহর ভীড়ের শহর
ভক্ত এবং পীরের শহর।
চ্রম সত্যি কথা। চলুক

কুটুমবাড়ি

একজন [অতিথি] এর ছবি

চমৎকার লিখছেন ভাই। তবে ছড়াটা আগে কই জানি পড়েছি … ও হ্যা মনে পড়ল ছড়াকার লুৎফর রহমান রিটন ও আপনার মতো ঢাকা শহর নিয়ে 'ঢাকা আমার ঢাকা' নামে প্রায় একই রকম ছড়া লিখেছিলেন ২৬/২৭ বছর আগে। আপনি দেখি তাঁরই মতো গুনী মানুষ। এমন ছন্দ মিলাতে জানা সাংঘাতিক ব্যাপার। ব্রাভো ভাইজান…ভালোইতো এতো লম্বা একটা ছড়ার এক এক প্যারা থেকে দুই লাইন এদিক সেদিক করে ১৬ লাইনের একটা ছড়া বানায়ে ফেললেন…
আপনার পরের ছড়ার অপেক্ষায় থাকলাম।

অজানা কোন লেখকের লেখা চুরি করে ছাপালে নাহয় মানা যেতো কিন্তু সচলায়তনের মতো জায়গায় লুৎফর রহমান রিটনের মতো ছড়াকারের ছড়া নিজের নামে পোস্ট করে বাহবা কুড়ানো যায়। দারুন…

ঢাকা শহর কেমন শহর?
রয় না ঢাকা এমন শহর।
বীরের শহর ভীড়ের শহর
ভক্ত এবং পীরের শহর।
ঢাকার শহর বীরের শহর
ম্যানপাওয়ারে ভীরের শহর
ভন্ড মুরিদ পীরের শহর
সাইদীর তসরীফের শহর ঢাকা

পেপসি কোকা-কোলার শহর
বাসে বাদুড় ঝোলার শহর।
ভীষণ ট্রাফিক জ্যামের শহর
ইয়েস স্যার ও ম্যামের শহর।
ঢাকার শহর মামার শহর
লেডিস সিটের জামার শহর
ট্র্যাফিক জ্যামে থামার শহর
তপ্ত রোদে ঘামার শহর ঢাকা

ভলভো এবং টাটার শহর
রাদু-এপেক্স-বাটার শহর।
ঢাকার শহর আটার শহর
মাসকো এবং বাটার শহর
বিআরটিসি টাটার শহর
ওভারব্রীজে হাটার শহর ঢাকা

প্রদশর্নী, ছবির শহর
কাক এবং কবির শহর।
ঢাকার শহর হবির শহর
ভিসিআর আর ছবির শহর
শুক্র শনি রবির শহর
কাকের মতোন কবির শহর ঢাকা

ঝগড়া এবং মিলের শহর
বৃষ্টি হলে বিলের শহর।
হরতালে ভাঙচুরের শহর
রামদা এবং ক্ষুরের শহর।
আমার শহর তোমার শহর
জনসভায় বোমার শহর।
ঢাকার শহর ছোটার শহর
চিকনা এবং মোটার শহর
ককটেইল বোম ফোটার শহর
মিছিলে ট্রাক উঠার শহর ঢাকা

ঢাকা শহর কেমন শহর?
যেমনটি চান তেমন শহর!

অতিথি লেখক এর ছবি

দু:খিত আপনি বুঝতে ভুল করেছেন। রিটন ভাইয়ের একটি ছড়ার বই ঢাকা আমার ঢাকার কথা আমি শুনেছি আগেই। তবে সেটাকে অবলম্বন করেই এ ছড়া লেখা হয়নি। এই ছড়াটা প্রথম লিখেছিলাম সম্ভবত ১৯৮৫ সালে। সেটার পান্ডুলিপি হারিয়ে ফেলি ছাপা হবার আগেই। এতদিন পর তার কটি লাইন মাথায় খুবই ঘুরছিল। গত পরশু তা নতুন করে লিখে ফেললাম। তবে একই শব্দের অনুপ্রাস দিয়ে একই রকম ছড়া বা কবিতা লেখার চল আগে থেকেই ছিল। আশির দশকের শুরুতে আমরা সব ছড়াকাররা একসময় একেকটি বিষয় নিয়ে লিখতাম। যেমন ঢাকা নিয়ে, মশা নিয়ে, বর্ষা নিয়ে। তখন রিটন ভাইদের সাথে এক সাথেই লিখতাম। তাঁর বিশাল প্রভাব পরবর্তী প্রজন্মের ছড়াকারদের ওপর পড়তে বাধ্য। আমার সম্পাদিত অনুরাগ ছড়াপত্রের জন্য রিটন ভাইয়ের বাসা থেকে একাধিক ছড়া এনেছি। তিনি আমার নিকট প্রতিবেশী ছিলেন এবং আমরা সতীর্থ। তবে এখন দুই ছড়ার মিল দেখে অবাক লাগছে। আগে পড়া থাকলে এরকম ছড়া অবশ্যই লিখতাম না বা প্রকাশ করতাম না।

অতিথি লেখক [অতিথি] এর ছবি

"আমরা সব ছড়াকাররা..." হো হো হো

"তিনি আমার নিকট প্রতিবেশী ছিলেন এবং আমরা সতীর্থ..."

কেন জানি মজা লাগলো হাসি

প্রতিবেশী এবং সতীর্থের লেখা পড়েননি! ছড়াকারদের দায়িত্ব শুধু ছড়া লেখা? ছড়া পড়া নয়?

ইশতিয়াক এর ছবি

কবিতা দুটোর এত মিল !!!!!

রিটন ভাই এর মন্তব্যের অপেক্ষায় রইলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।