আমিও মানুষ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/০৮/২০১০ - ৯:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

শারমিন,
তোমার চোখের তিক্ততাগুলো
একবার ভালোবাসায় বদলে দেবে?
আমি আধুনিক কালের এক রোমান্টিক যুবক
তবুও তো ঘর ছেড়েছি,
তবুও তো ঝাঁপ দিয়েছি জীবন যমুনায়।

শারমিন, তোমার চোখের ভাষা বুঝতে
তাজিনডং থেকে বঙ্গোপসাগরের অতলে
লক্ষ-কোটি নির্জনতাকে পাশ কাটিয়ে
খুঁজে গেছি অন্ধকার প্রহরেও;
---খুঁজে পাইনি---

তোমার কপালে ফুঁটে ওঠা
বিরক্তির সুস্পষ্ট ভাঁজগুলো
একবার অদৃশ্য করে তাকাবে?

শারমিন,
প্রখর রৌদ্রে দৃপ্ত স্লোগান শেষে
মিছিলের পাশে বসে সিগারেটের ধোঁয়া
আর ঘাম জবজবে শার্টখানি হাতে নিয়ে
কতবার হারিয়েছি তোমার স্মৃতির ধাঁধাঁয়!

আমি কোমল মনের এক সবুজ তরুণ
তবুও তো পেরিয়েছি পাথর সময়।

একবার তোমার বরফশীতল চাহনিটাকে
কোমল রৌদ্রের উষ্ণতায় পাল্টে দিয়ে দেখ
আমিও মানুষ।

সাঈদ আজিজ(sayedbinaziz@yahoo.com)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খাইছে! এক্কেরে নাম ধইরা কবিতা? হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মানিক চন্দ্র দাস এর ছবি

চলুক সাঈদ। এই কবিতার কথা তামান্না জানে তো??

মাহমূদ হাসান এর ছবি

ভাল লাগল। বেশ ভাল লাগল।

অতিথি লেখক এর ছবি

শারমিন, তোমার চোখের ভাষা বুঝতে
তাজিনডং থেকে বঙ্গোপসাগরের অতলে
লক্ষ-কোটি নির্জনতাকে পাশ কাটিয়ে
খুঁজে গেছি অন্ধকার প্রহরেও;
---খুঁজে পাইনি---

খুজে পাওয়া সম্ভব ও নয়।

শাওন জুবায়ের (shawonjubaer@gmail.com)

অতিথি লেখক এর ছবি

আপনাদের সবাইকে সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

সাঈদ আজিজ?(sayedbinaziz@yahoo.com)

Tapo এর ছবি

Valo laglo.Tobe tor arekta kobitar sathe samanno mil ache mone hochche.

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রোমান হরফে লেখা কমেন্ট সচলায়তনে তো প্রকাশ হয়না। আপনি ফোনেটিক কী-বোর্ডে লিখতে পারেন।

ম্যাজেন্টা-মডু এর ছবি

আপনার সাম্প্রতিক কিছু কবিতা আমরা পেয়েছি। কিন্তু সচলায়তনে প্রথম পাতায় একজন লেখকের একটির বেশী পোস্ট প্রকাশিত হয় না। এব্যাপারে এই পোস্টটি দেখুন http://www.sachalayatan.com/sachalayatan/16572

প্রথম পাতা থেকে এই পোস্টটি সরে গেলে পুনরায় লেখা জমা দিন। আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

sharmin এর ছবি

অসাধারণ কবিতা ভাইয়া

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।