ঢাকা সিনঢ্রোম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২২/১০/২০১০ - ২:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝেই এমন হয়। মোহাম্মদ শাহ্
আলমের মাথার মধ্যে অদ্ভূতুড়ে সব
ঘোর তৈরি হয়। সে তখন আর কাকড়াইল
মোড়
কি মধ্যবাড্ডা আলাদা করতে পারে না।
সমস্ত শহর যেন বোমা বিষ্ফোরনের
পর তালগোল পাকানো বডি। মালিবাগ
মোড় গিয়া হাজির হইল ধরেন
চিটাগাং রোড , আর চিটাগাং রোড তহন
শাহাবাগের লগে সাপের লাহান
জড়াজড়ি খায়। কোনটা দেশ
কোনটা বিদেশ কিছুই আর তহন ইয়াদ
থাকে না। রিকসা চালাইয়া আর জুইত
লাগে না। আফিমের নেশাটাই তহন
ভরসা। অথবা গাঞ্জার কল্কিতে দুই
টান দিলে সব কিছু ঠিক। টেরেইনের
শিকলের মত একখান শিকল আছে। জুতসই
একখান টান দিতে পারলে সব থির।
চাইলে টাইমরে উল্টাদিকে ঘুরাইয়াও
দিতে পারবেন। চাইলেই ফিরা যাওন
যায় বউয়ের লগে শেষ চুমাচুমির
মূহুর্তে। বলে সে দাতঁ
কেলিয়ে হাসে। আর
আমি তাকিয়ে দেখি তখনো তার চোখ বেশ
দিপ্তীমান শেষ সংগমের তৃপ্তিতে ,
ফুটফুটে কিশোরী বউয়ের নিস্পাপ
মুখে আর অনাগত ভবিষ্যতের
অনিশ্চয়তায়। তখনো তার
চোখে লুকোচুরি খেলে অপসৃয়মান ঢাকার
স্বপ্নের শেষ রেশটুকু।

সমুদ্র সন্তান


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

ভায়া, সিনঢ্রোম কি? আপনে কি syndrome বুঝাইতেছেন, অল্প শিক্ষিত মানুষ আমি, তাই বুঝায় না দিলে বুঝি না। নাকি এইটা নতুন শব্দ? মন খারাপ

ক্যাটেগরিতে দেখলাম গল্প, পইড়া মনে হইল কপিতা, কেমনে কি? (নাকি কী হইবো?)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

ঠিকই ধরছেন syndrome! ref. paris syndrome।

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

কবিতা আমার প্রধান পাঠ্য। তাই হয়তো কিছুটা কবিতাগন্ধী তবে মূলত গল্প।

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

না। তা হবে কেন?

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

লাইনব্রেকটা ইচ্ছাকৃত নয়। টেকনিকাল। এটা আমার ফেসবুকে নোট হিসেবে পাবলিসড ছিলো। ঔ খানে জাস্টিফাইড ই আছে। কিন্তু ঐ খান থেকে কপি করে সচলায়তনে পেস্ট করার পর এমন এবড়ো থেবড়ো হয়ে গেছে। কারনটা ঠিক আমার বোধগম্য নয়। আমার আবার ই-জ্ঞান চরম অল্প।

ধুসর গোধূলি এর ছবি

এটাই ধারণা করছিলাম। আপনার উত্তরের জন্য চলুক

সাথে ছোট্ট দুইটা কথা।
১. সামনের লেখাগুলো যখন দিবেন প্রিভিউ করে নিয়েন। টাইলে অনভিপ্রেত ভুলগুলো ঠিক করা যায়।
২. তারপরেও যদি মেজর কোনো ভুলচুক থেকে যায় (যেমন এই লেখার লাইনব্রেক এর মতো) মডুদেরকে মেইল করে জানালে হয়তো তাঁরা ঠিক করে দিবেন।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

অতিথি লেখক এর ছবি

ok.

অতিথি লেখক এর ছবি

বক্তব্য আমার কাছে অস্পষ্ট। গল্পকে ছোট ছোট লাইনে না ভাংলেই মনে হয় ভালো হতো। মোহাম্মদ শাহ আলম আপনাকে বললেন, আপনি শুনলেন। কিন্তু কনক্লুশান কি?

রাতঃস্মরণীয়

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

যে জীবন আমরা যাপন করি তাতে কনক্লোশন থাকলে তো ভালই হইত। শাহ্ আলম বলে আমি শুনি মূল বক্তব্য উদ্ধারের কাজ গভরমেন্টের উদ্ধারকারী টিমের কাছেই না হয় থাক

অতিথি লেখক এর ছবি

সত্যি বলেছেন, আমাদের দৈনন্দিন জীবনে কোনওকিছুরই কনক্লুশান টানা বড়ই দূরুহ। তবে মনে হয়েছে কনক্লুশান না থাকলে একটা লেখা কেমন যেনো অপূর্ণই থেকে যায়। লেখক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেও একটা ইতি পানতে পারেন।

মূল বক্তব্য উদ্ধারের কাজ গভরমেন্টের উদ্ধারকারী টিমের কাছেই না হয় থাক

এই অংশটুকু আপনার লেখার বা আমার মন্তব্যের স্পিরিটে গেলো না।

রাতঃস্মরণীয়

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

যে অপূর্নতা জীবনের তা গল্পে থাকলে মন্দ কি? কিছু একটা লেখার পরে তার তাত্‍পর্য উদ্ধার করতে বলা হলে বড় হাসফাস লাগে। অতশত চিন্তা করে তো লেখা হয় না। তাই গভরমেন্টের কাঁধে দায়িত্ব চাপিয়ে হাপঁ ছাড়ার অপচেষ্টা আরকি। আপনার মন্তব্যের জন্য অফেনসিভ হলে নিতান্তই অনিচ্ছাকৃত।

ফারাবী [অতিথি] এর ছবি

গল্পের কোন বৈশিষ্ট্যই ত পেলাম না ভাই, কবিতা ক্যাটাগরিতে দিলেই ভাল ছিল এটা। আর প্রথম দিকটাকে পরের কথ্যভঙ্গির সাথে মেলাতে পারিনি। ওইটাও একই রকম 'র' হলে ঠিক লাগত বোধয়।

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

গল্পের বৈশিষ্ট না থাকলে কবিতা হয়ে যাবে কেন? অনুগল্প বলতে পারেন বা নেহায়েত একটা লেখা না গল্প না কবিতা। দুইজন মানুষের কালচারের ডিফরেন্স দুইজনকে দুইভাষায় কথা বলতে বাধ্য করে।

অতিথি লেখক এর ছবি

আপনার "শুধুই একটা লেখা" বেশ ভালো লেগেছে।
আসলেই এটাকে কোন ক্যাটাগরিতে না ফেলাই ভালো।

পাগল মন

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

ধন্যবাদ

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।