অবলা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৮/১১/২০১০ - ৮:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবলা

একটি মেয়ে, ছিন্ন বসন, বস্তিতে তার বাস,
পরের বাড়ী, ঝি-গীরি, চাকরী বার মাস।
ছোট্ট দুটি বোন আর অসুস্থ মা ঘরে
দু’মুঠো ভাত খাবার লাগি নিত্য খেটে মরে।
বছর ঘুরে বছর আসে, আসে না মুখে হাসি,
এমনি করে কিশোরী থেকে হয় সে ষোড়শী।
নদীর জলে আসলে জোয়ার বাধা বড়ই দায়,
যৌবন তার উছলে পড়ে, এত কি ঢাকা যায়?
অঙ্গে তার ভরা যৌবন, সবার নজর কাড়ে,
পাড়ার ছেলে, গৃহকর্তার ক্ষুধিত দৃষ্টি পড়ে।
পদে পদে লোভের ফাঁদ পাতে কত জনে,
চুরি-ফিতা, গয়না-জামা চায় যে দিতে কিনে।
পুরুষ নামের পশুগুলো নজর বিদ্ধ করে,
অবলা নারীর সম্ভ্রম যেন সতত ছিন্ন করে।
মেয়ের মত বোনের মত কেউ না মনে করে,
আড়াল পেলেই প্রস্তাব দেয়, হাতটি টেনে ধরে।
এমনি করে তবুও দিন পার সে করে যায়,
নইলে মায়ের-বোনের বাঁচার কি হবে উপায়?
মুখটি বুজে চুপটি করে যায় সে সহ্য করে,
অত্যাচারের মাত্রা যে তাই দিনকে দিন বাড়ে।
এক দুপুরে মালিক মহা সুযোগ পেয়ে যায়,
এমনি করে অবলা নারী সম্ভ্রম হারায়।
চোখের জলে বুক ভাসে তার, কার কি আসে যায়?
যেদিকে তাকায় হায়েনাগুলো কুঁড়ে কুঁেড় খেতে চায়।


মন্তব্য

বইখাতা এর ছবি

লেখক, নামটা তো দিলেন না। আরো লিখুন।

সুমন চৌধুরী এর ছবি

আপনার পরিচয়টা সাথে দিলে হতো না?



অজ্ঞাতবাস

অতিথি লেখক এর ছবি

সচলের নতুন সদস্য, মো: সহিদুর রহমান সুমন (কীরণ)
পিএস টু ডিজি, বিআরডিবি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলের তুখোড় সব ছড়াকারেরা ডুব মেরেছে... আপনি চালিয়ে যান
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

চড়ুই [অতিথি] এর ছবি

ভালো লেগেছে

অতিথি লেখক এর ছবি

ছড়াটা সত্যিই অসাধারণ লেগেছে। শেষের থেকে তিন নম্বর লাইনটা ছন্দে ও শব্দের ব্যবহারে আরেকটু ভালো হতে পারে।

উন্মাদ কবি

অতিথি লেখক এর ছবি

দারুন হইছে। আরো কবিতা চাই যার ভিতরে আবেগ থাকবে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।