শিরোনাম:: 'দহনাহ্বান'
মনন:: স্মৃতিচর।
কালো পিচের প্রশস্ত পথ
ছড়ায় বিষণ্নতা শতাব্দীকাল;
হলুদ দুপুর গড়িয়ে গোধুলিবেলা,
হেঁটে চলেছি পদছাপ ফেলে রেখে পিছনে,
কোনো আড়ষ্টতা ছোঁয়নি আমায়;
আকাশে সফেন মেঘ জমেছে,
নীল বেদনায় ভারী এপাশ ওপাশ,
তবু হেঁটে চলেছি অদেখা দিগন্তে,
ছুঁয়ে দিতে বছরের শেষ অস্তাচল!
হাতে ছোঁয়া রক্তিম রঙ ছড়ায় কোমল অনুরাগ;
পৃথিবীকে দেবার কী থাকে আর-
ভিতরের চাপা ভস্মীভূত আগুন ছাড়া!
তবু কিছু নতুন লাল ঘাস
জন্ম নেয় ভিতরের অনুর্বর ভূমিতে,
সেই লাল আলোয় স্ফীত বুকে
নতুন সুর্যকে উষ্ণতা দেই;
আর উষ্ণ পৃথিবী দাঁড়িয়ে থাকে
তোমাদের বরণের আহ্বানে।।
কবি মৃত্যুময়,
মন্তব্য
যদিও কবিতা শব্দোত্তর আরো কিছু, তবু কবির প্রচেষ্টা থাকে কবিতায় সুন্দরতম শব্দাবলির সুন্দরতম বিন্যাস ঘটানোর। এই কবিতার শব্দচয়নে সে প্রয়াস প্রাণান্ত হতে দেখি।
পহেলা বৈশাখের দিনে এই ভেবে মনে ব্যথা পাই যে বাংলা কবিতায় বোধকরি বৈশাখ সবচেয়ে উপেক্ষিত ঋতু। এই যেমন 'দহনাহ্বানের' শিরোনাম ধারণ করেও এই কবিতার প্রথম নয়টি চরণেও কিন্তু চৈত্রসংক্রান্তির বেদনাবহ যেমন স্বতস্ফুর্ততায় ফুটে উঠেছে বোশেখের রূপটি কিন্তু তেমন করে খুঁজে পাইনা।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কবিতাটি লেখার সময় একটি দৃষ্টিকোন-অনুভূতি কাজ করেছে 'পুরাতন হাহাকারকে শক্তিতে রূপান্তরিত করা'। যদিও বৈশাখের তপ্ততা-বৈচিত্র্য আমাকেও আকর্ষণ করে, কোন একদিন তাকে নিয়ে ঠিকই লিখে ফেলব। বাংলা তার প্রতিটি ঋতুতেই স্বতন্ত্র-রূপসী-আকর্ষণীয়।
শুভ কামনা রইল।
কবি মৃত্যুময়,
খুবই ভালো লাগলো । শব্দচয়ন অসাধারণ । কবিকে ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য ।
অসংখ্য ধন্যবাদ অনুপম কষ্টকরে এখানে মন্তব্য করার জন্য।
আরো চাই!
দোস্ত আমার লেখা ইরেগুলার্লি চলবে, কিন্তু প্রকাশনা অব্যাহত থাকবে কি না, বলা মুশকিল!!!! সাপোর্ট দেওয়ার জন্য কৃতজ্ঞতা (অবশ্য তোরাইতো দিবি, ভালো হোক না হোক )!!!!
কবি মৃত্যুময়,
শব্দবিন্যাস ও চিত্রকল্পে কবির প্রতিভার পরিচয় পেলাম। এই সুন্দর শব্দগুচ্ছ আর চিত্রকল্পকে মাত্রা-অন্ত্যমিলের পাখায় ভর করালে হয়তো আরো ভালো লাগতো।
অসংখ্য ধন্যবাদ সুমনদা, কষ্ট করে পড়েছেন, এত সুন্দর মন্তব্য করেছেন। মাত্রা আর অন্ত্যমিল রেখেও সামনে পদ্য লেখার চেষ্টা করবো। তবে এই কাজটি আপনি খুব ভালো পারেন।
পদ্য নয়, কবিতা। তোমার মতো প্রতিভাধর পদ্যকার হবে কেনো!
জ্বি ভাইয়া কবিতা। আর এই কাজটি আপনি অসাধারণ ভালো পারেন। পদ্য নয়, কবিতার মত, কিন্তু মাত্রা-অন্ত্যমিলের সে কী যূথবন্ধন, আহা!!!! আপনার লেখনী অনন্য!!!!
নতুন মন্তব্য করুন