বৃষ্টি অথবা একাকিত্ব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০৫/২০১১ - ১০:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ সারা শহরে অবিরাম বৃষ্টি
শহুরে ভদ্র বৃষ্টি
চুপচাপ এসে চলে যায়
আমাদের জীবন থাকে বৃষ্টিহীন নিঃসঙ্গতায়...

আমাদের মধ্যবিত্ত প্রেম
কিছু সন্দেহ আর অবিশ্বাস
তবুও আমাদের ছোট সংসার,
বৃষ্টিও আজ কেমন যেন
আমাদের মাঝে হয় একাকার...

বৃষ্টি এবং আমরা মধ্যবিত্ত শহরে
ভীষণ একা আছি।


মন্তব্য

ধৈবত(অতিথি) এর ছবি

কবির নাম কই?

আয়নামতি1 এর ছবি

ছিমছাম সুন্দর কবিতা! কিন্তু কবির নাম তো জানা হলো না চিন্তিত

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বৃষ্টির সাথে শহুরে ছোট্ট সংসারের কি সুন্দর মেলবন্ধন!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাসনীম এর ছবি

দারুণ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শেখ জলিল এর ছবি

ছোট্ট কবিতা কিন্তু মনের ভেতর গেঁথে গেলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আসমা খান, অটোয়া। এর ছবি

খুব সুন্দর একটি কবিতা। খুব ভালো লাগলো। কবিকে ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।