বিষাদ তুমি

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: রবি, ২৪/০৭/২০১১ - ৬:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিষাদ তুমি মায়ের চোখের অপেক্ষা জল,
তোমার দেয়া শুভ্র রুমাল -
হলদে হওয়া,
বিষাদ তুমি সকাল বিকাল -
শ্রাবণ সাঁঝের ইলশেগুঁড়ির খুব কোলাহল,
বিষাদ তুমি কর্মমুখর আটপৌরে -
দিনের শুরুর - স্মৃতির সকাল,
বিষাদ তুমি - তোমার সাথে মেলায় কেনা হারমোনিকা -
হারমোনিকায় সুরের আকাল।

বিষাদ আমার - তোমায় নিয়ে কাব্য লেখা,
মুঠোফোনের পুরোনো মেসেজ হাতড়ে দেখা।
বিষাদ তুমি খুব নিশ্চুপ পড়ার টেবিল,
ডিকশনারির পাতার চাপে শুষ্ক হওয়া গোলাপ, জবা।
বিষাদ তুমি - আমার হাতে তোমার দেয়া হাতঘড়িটা,
নাকি বিষাদ, তোমার স্মৃতি ভুলাতে পারা মার্গারিটা!
বিষাদ আমার, তোমার দেয়া সবটুকু সুখ,
বিকেল বেলার নরম রোদে ধরতে পারা তোমার চিবুক।

ত্রিমাত্রিক কবি
ই-মেইলঃ


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

ভালৈছে।

PKM এর ছবি

ভাই যতোটুকু লিখছেন ততটুকুই ভাল হইছে। এর চেয়ে কম লিখলে নিজেই বিষাদে পরে জেতাম।

ধন্যবাদ

PKM এর ছবি

ভাই যতোটুকু লিখছেন ততটুকুই ভাল হইছে। এর চেয়ে কম লিখলে নিজেই বিষাদে পরে জেতাম।

ধন্যবাদ

saima এর ছবি

সুন্দর কবিতা, ভাল লাগল।

মৌনকুহর. এর ছবি

চলুক

আশালতা এর ছবি

শুরুটা পড়ে কেমন যেন 'স্বাধীনতা তুমি' কবিতাটার কথা মনে হয়ে যাচ্ছিল, শেষটা সুন্দর লাগলো। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

ত্রিমাত্রিক_কবি এর ছবি

@আশালতাদিঃ হ্যা এখন আমিও একটু মিল পাচ্ছি। মতামতের জন্য অনেক ধন্যবাদ হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।