পাথরের সাথে প্রেম করা (The Ring o' Brodgar )

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৮/০৫/২০১২ - ২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই সাইট টা সমন্ধে বলা হয়েছে যখন একে Orkney এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নমিনেশান দেয়া হয়েছিল

"The Ring of Brodgar is the finest known truly circular late Neolithic or early Bronze Age stone ring and a later expression of the spirit which gave rise to Maeshowe, Stenness and Skara Brae."

অনুবাদঃ বদ্গারের রিং সবথেকে উৎকৃষ্ট মানের সত্যিকার বৃত্তাকার শেষ নব্যপ্রস্তর যুগ অথবা আদি ব্রোঞ্জ যুগের একটি নিদর্শন,যেটা মোশাউ,স্টেনেস এবং স্করাব্রোয়ে এর মত সাইট সমূহের অভিব্যাক্তির উত্তরসুরি।

স্কটল্যান্ড এর অরকনি এর স্টেনেস তে অবস্থিত এই রিং অব ব্রডগার যেন প্রতিনিধিত্ব করছে সেই প্রাচীন ব্রিটেন এর যে সময়ে জুলিয়াস সিজার আসেননি এখানে তার রাজ্য বিস্তার করতে যে সময়ে সেলটিক রা নিজেদের কে নিজেদের মত করে সাজিয়ে তুলতে পেরেছিল এই প্রাচীন রাষ্ট্রে। স্টেনেস এর এক ইস্থমাস বা সংযোগরেখা এর মধ্যে অবস্থিত এই অসাধারণ রক সার্কেল টা।

ব্রডগারের এই রিঙটাকে কখনই প্রকৃত প্রত্নতাত্ত্বিক গবেষণা এর আওতায় আনা হয়নি এজন্য আজও এই রিংটার বয়স আমাদের অজানা।
তবে ধারণা করা হয় যে ২৫০০ থেকে ১০০০ খ্রিষ্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে এই সাইট টা তৈরি করা হয়েছিল। স্টোনহেঞ্জ এর আকার আর তার গঠনশৈলী নিয়ে বহু গবেষণা হলেও এই সাইট টা যেটা মাত্র ২০ মাইল এর মত দূরত্বে অবস্থিত স্টোনহেঞ্জ থেকে তার কথা আমরা আর কয়জনই বা জানি।

এই ব্রডগার এর চক্র এর আশেপাশে একটা ৬০০ খ্রিষ্টাব্দ এর কাছাকাছি ধ্বংস হয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ এরও অস্তিত্ব আছে।
যার সাক্ষ্য দান কারী হচ্ছে এক প্রাচীন মেঠোপথ।

এই ব্রডগারের চক্র প্রায় ১০৪ মিটার চওড়া এবং ব্রিটিশ উপদ্বীপে তৃতীয় বৃহত্তম পাথর এর চক্র, হিসেবে খ্যাত। ধারণা করা হয় এখানে প্রায় ১০০ টার কাছাকাছি স্তম্ভ ছিল কিন্তু বর্তমানে এর সংখ্যা প্রায় ২৭ টা। এই সাইট টা প্রায় ৮৪৩৫ বর্গমিটার বা প্রায় ৯০৭৯০ ফুট এর সমতুল্য জায়গা দখল করে রেখেছে। তবে স্টেনাস এর বাকি যে সমস্ত বিশালাকৃতির স্তম্ভ সমূহ বিদ্যমান সে তুলানায় ব্রডগার চক্র এর পাথর গুলো মাত্র ৭ ফুট বা ২,১ মিটার এরমত উচু।
তবে আকৃতিগত দিক দিয়ে শুধুমাত্র স্টেনটেন ড্র এরপরে আভেবুরি এর বহিঃচক্র সমূহের থেকে ছোট।

স্টেনেস এর প্রস্তর মূর্তি সমূহ আর পাথরের স্তম্ভ এর মত ব্রডগার কেও অনেকে হেঞ্জ বলতে চান। তবে এই নিয়ে প্রত্নতাত্ত্বিক দের মধ্যে বিতর্ক আছে যে সত্যিই ব্রডগার এর রিং এর কে হেঞ্জ বলা যাবে কিনা।
কেননা এর পাথরের ঢাল এর আকৃতি আসল হেঞ্জ এর মত না।

যেকোন পর্যটক এর পক্ষে এটা বোঝা খুবই সহজ যে কেন এই সাইট টাকে বেছে নেয়া হয়েছিল নেস ও ব্রডগার বা ব্রডগার এর লেক এর ধারের স্থান টিকে ,এই ধার্মিক মনুমেন্ট টা তৈরি করার জন্য
সোজা উত্তর হচ্ছে এই যে এখানকার চারপাশ ঘিরে রাখা পার্বত্য অঞ্চল এই স্থপনা এর জন্য যেন ছাঁচের কাজ করেছিল বহুদিন পূর্বের সেই ২৫০০ খ্রিস্টপূর্বের সময়কালে
তবে যে লেক টা বর্তমানে এই জায়গার শোভা নষ্ট করেছে সেটা মূলত তৈরি হয়েছিল ১৫০০ খ্রিস্টপূর্বের দিকে। এই ব্রডগারের রিং আসলে বিশাল আকৃতির এক স্থাপনা এর একটা ক্ষুদ্র অংশ মাত্র এই রিঙটা উত্তর পসচিম এর the Ring o' Bookan আর পূর্বের Comet Stone এর মাঝখানের শুধুমাত্র একটা যোগসূত্র হিসেবে ক্রিয়া করেছে

প্রথম দিকের বর্ণনা

প্রথম দিকে এই ব্রডগার চক্র নিয়ে প্রথম লেখেন একজন ব্রিটিশ পাদ্রী জো বেন যদিওবা তার পরিচয় ঠিকমত পাওয়া যায়নি তবুও এটাই ধারণা করা হয় যে তিনি ১৫২৯ সালের দিকে অরকাত এর কাছে বসবাস করতেন

এই প্রসঙ্গে তার কথা ছিল
"[In Stenness] beside the lake are stones high and broad, in height equal to a spear, and in an equal circle of half a mile.

১৭৯২ সনে একটা ঘটনা থেকে ১৮ টা পাথর সমন্ধে প্রথম জানা যায় আটটি ভূপাতিত অংশ এর সাথে সাথে

১৮১৫ সনে ১৬ টা পাথরের কথা উল্লেখ করা হয়েছিল অর্থাৎ আরও দুটো পড়ে গিয়েছিল

১৮৫৪ সনে শুধুমাত্র ১৩ টা পূর্ণ আরও ১০ টা পতিত আর সর্বপরি আরও ১৩ টা প্রস্তরখণ্ডের ধ্বংসাবশেষ এর কথা লিপিবদ্ধ করা হয় সায়েন্টিফিক জার্নাল সমুহে
কিন্তু ১৯০৬ সন থেকে এই সাইট টিকে সংরক্ষণ এর কাজ শুরু হয় এবং ২৭ টা পাথর লে তাদের নিজের জায়গায় আনা হয়। যা আজও দাঁড়িয়ে আছে


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবির লিংকটা দিবেন প্লিজ?

imran hasan এর ছবি

আচ্ছা অবশ্যই দেব আপনাদেরকে ছবির লিংক। ধন্যবাদ পড়ার জন্য দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

বর্ণনা আরেকটু বেশী হল বেশ জমত। ১ম ছবিটি দেখতে পাচ্ছি না ! চলুক

শারেক শহিদ এর ছবি

এটা মনে হচ্ছে সচল এর কোনো টেকনিক্যাল সমস্যা, ছবি দেখা না যাওয়া ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অথবা লেখকের ছবি জুড়তে ভুলে যাওয়া।

সাফি এর ছবি

লেখাটা একটু ছাড়া ছাড়া লেগেছে।

imran hasan এর ছবি

রাত তিনটার সময়ে ঢুলু ঢুলু চোখে লেখা রে ভাই এই জন্যই এমন লাগতে পারে শ্রদ্ধা তয় এরপরে এটার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করব দেঁতো হাসি

বুনোফুল এর ছবি

বেশ ভালো লাগলো

imran hasan এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাসান এর ছবি

একটা জায়্গায় এক্ টু খটকা লাগল , ওরকনি থেকে stonehenge মাত্র ২০ মাইল বলা হয়েচে, কিন্তু আমার ধারনা এই দুরত্ত প্রায় ৭০০ মাইল ।

অনুবাদ বেশি সাবলিল লাগে নি ।
অনেক ধন্নবাদ ।

অতিথি লেখক এর ছবি

এটা একেক জায়গায় একেক রকম বলা হয়েছে। তবে ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। তয় আমি অনুবাদক হিসেবে আজকে ভালো কাজ দেখাতে পারিনি মনে হচ্ছে মন খারাপ :( তবে শেষের কমেন্টের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সন্দেশ এর ছবি

আপনার প্রথম ছবিটি প্রদর্শিত না হওয়ায় লিংকটি সরিয়ে দেয়া হলো। অনুগ্রহ করে প্রথম পাতায় প্রদর্শিত ছবি সঠিক ভাবে প্রকাশিত না হলে আমাদের জানাবেন।

imran hasan এর ছবি

আচ্ছা ঠিক আছে তাই করাহবে এরপর থেকে হাসি

প্রদীপ্তময় সাহা এর ছবি

নতুন তথ্য জানলাম।
ভালই লাগল।

তবে আমারও ঐ একই মত, একটু বেশি বর্ণনা থাকলে ভাল হত।
চালিয়ে যান।

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

চমৎকার পোস্ট!

________
বুনোফুল

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।