যাক শাঁখ বেজে যাক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৯/০২/২০১৩ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফাল্গুনের হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিস্রস্ত শাহবাগ প্রজন্ম চত্তর। ভোর হলেই শুরু হবে পিশাচের ঘোষিত সদম্ভ হরতালের সময়। আগের রাতেই নৃশংসভাবে নিহত হয়েছেন ব্লগার রাজিব। ব্যাক্তিগতভাবে না চিনলেও, রাজাকারের ফাঁসির দাবিতে মাঠে নেমেছিলেন বলেই তাকে যেতে হলো অকালে। শুধু হত্যায় থেমে থাকেনি তারা, অনলাইনে এবং কিছু চিহ্নিত সংবাদমাধ্যমে তার নাস্তিক পরিচয়, তার লেখা ব্লগকে (?) আলোচনায় এনে প্রমাণ করার চেষ্টা চালানো হলো এই আন্দোলনকে দ্বিধা বিভক্ত করার যা এখনো চলমান। আমার দেশ সহ জামাতি আর আর পত্রিকা বিশেষ নিবন্ধ ছাপছে সাম্প্রদায়িকতা উসকে দিতে। বেনামে বিশেষত সনাতন ধর্মাবলম্বিদের নাম নিয়ে নানা সাম্প্রদায়িক মন্তব্য ছুঁড়ে দিচ্ছে তারা। অনলাইনে চলছে আরেক যুদ্ধ। ভয় ছিল শীতের বৃষ্টি আর এইসব প্রপাগাণ্ডায় শেষতক কতজন থাকে রাতে। বসার কোনো জায়গা ছিল না। সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অক্লান্ত স্লোগান দিয়েছেন সাধঅরণ জনতা। আর স্লোগান দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন এত সহজ নয় বিভেদ তৈরি করা। এতো অবোধ নয় জনতা। তারা সতর্ক পাহারাদার হয়ে জানে কি করে শেষ শ্বাসটুকু সঞ্চয় করতে হয়। সেই অনিঃশেষ সম্ভাবনাময় জনতার ভীড়ে বিস্রস্ত পদচারনা করতে করতে এলো এ ক’লাইন-

লিরিক ১১

সবুজ প্রান্তরে নেমেছে শকুন
সবুজেই দেখ তবু জ্বলছে আগুন
রাত মিটে যাবে
দারুন বিক্ষোভে
দৃপ্ত সকাল
জেনো ঘুচাবে আকাল
জেনো নেমেছে শকুন
জানাও জ্বলছে আগুন
জেনো আসবেই সকাল

গ্রন্থিতে জমা আছে বিয়োগের বিলাপ
তবু শোনীতেই লেখা দেখো দ্রোহের এ আলাপ
জেনো চুপ নেই আর
ওই শোনো পদভার
লালের উচ্ছাসে
ক্রান্তির বিনাশে
জেনো আসছে সকাল
জেনো কাটবেই আকাল

অথর্ব সংলাপ
আর যা কিছু সন্তাপ
থেমে যাক আজ থেমে যাক
শুধু শাঁখ বেজে যাক
যাক শাঁখ বেজে যাক
দামামা বাজুক সাথে
এই শপথ নেয়া হাতে
গর্জনে গর্জনে
যাক শাঁখ বেজে যাক
শুধু শাঁখ বেজে যাক

জেনো চুপ নেই আর
ওই ঐযে পদভার
এই লালের উচ্ছাসে
ওই ক্রান্তির বিনাশে
ওই দেখছি সকাল
ভেঙে জীর্ণ এ কাল
আজ দামামা বাজাও
সাথে মৃত্যু নাচাও

১৮ ফেব্রুয়ারি ২০১৩
৪ ফাল্গুন ১৪১৯ (রাত ৪:৩০)
শাহবাগ


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট।

অতিথি লেখক এর ছবি

নাম সই করতে ভুলে গেছি। আগের পোস্টের মন্তব্যে মডারেটরদের অনুরোধ করেছিলাম সংযোজনের বিষয়টি দেখতে। যা হোক। বড় সমস্যা না। মন্তব্যের জন্যে মুর্শেদ ভাইকে ধন্যবাদ যদিও মন্তব্যটি ঠিক বুঝিনি।
টেস্ট?!
অর্থ কি?

স্বয়ম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।