স্বভাব!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০২/০৫/২০১৩ - ১১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার সহ-কামলা নাজির সাহেব। ভালো মানুষ, অফিস ফাঁকি দিয়ে গেটের বাইরে বিড়ি ফুঁকতে যাওয়া ছাড়া তেমন কোন বদভ্যাস নেই (সাথে অবশ্য আমাকেও নিয়ে যায়, বিড়ি ফুঁকি না, চা খাই)।

আমারা একটা কাগজ কলে কামলা দেই। এখানে পুরানো বইপত্র-খবরের কাগজ-ম্যাগাজিন এইসব রিসাইকেল করে নিউজপ্রিন্ট বানানো হয়। এইসব পুরানো বইপত্র থেকে নাজির সাহেব জ্ঞানাহরণ করেন!
নাজির সাহেব কে সেদিন বললাম
-টিভি সাংবাদিকগুলা মানুষ না চামার?
--ক্যান, কি হইছে?
-রানা প্লাজার আটকে পড়া মানুষ কে বাঁচাতে যখন উদ্ধারকারীরা ৫ ইঞ্চি সমান গর্ত করে, তার মধ্যে দিয়ে সাংবাদিকেরা মাছ ধরার ছিপের মত মাইক্রোফোন নামিয়ে দিচ্ছে। আর জিজ্ঞেস করছে, ভেতরে কেমন লাগছে তাদের!
--শোনেন, একটা গল্প বলি।
- পাল্পারের গল্প? *
--হুম।
-ঠিক আছে বলেন।
-- কোলকাতায় এক মহিলা বাড়ি বাড়ি গিয়ে একটা কোম্পানীর কসমেটিকস বিক্রি করে। এক দিন একটা বাড়িতে গিয়েছে, যেখানে বাড়ির বউ গিয়েছে বাপের বাড়ি। সেই বাড়ির মালিক ভূলিয়ে ভালিয়ে ঐ মেয়েকে বাড়ির ভেতর ডেকে এনেছে। এখন যেইনা কুকর্ম করার জন্য মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়েছে, ওমনি মেয়েটা তার ‘অমাইক’** গলায় চিৎকার জুড়ে দিয়েছে। সেই চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এসে দড়জা ভেঙ্গে মেয়েটাকে উদ্ধার উদ্ধার করল। এইবার তারা হাতাগুটিয়ে যখন লম্পট বাড়ির মালিককে শায়েস্তা করতে যাবে, তখন দেখল সেই মেয়েটা তার ব্যাগ থেকে কসমেটিকস বেড় করে ক্যানভাস শুরু করে দিয়েছে। এতগুলো মানুষের জমায়েত দেখে ক্যানভাস করার লোভ সামলাতে পারেনি!
- হা হা হা...
-- তাহলেই বোঝেন, সাংবাদিকদের আর কি দোষ? যার যেইটা স্বভাব! সেটার জন্য কেউ ভাঙ্গা বিল্ডিং-এ ছিপের মত মাইক্রোফোন ফেলে আর কেউ সদ্য খোঁড়া কবরে নেমে বাস্তবধর্মী নিউজ রিপোর্ট করে!


ছবিসূত্র:এখানে
------------------------
পাদটীকা
*পাল্পারের গল্প= পাল্পার হল কাগজ রিসাইকেল করার মেশিন, অনেকটা ব্লেন্ডারের মত, সেখান থেকে টোকানো পুরানো বই/ম্যাগাজিন এর গল্প।
**অমাইক= যে কন্ঠের জন্য মাইক লাগে না।

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

হা হা হা...
হো হো হো

সুবোধ অবোধ

অতিথি লেখক এর ছবি

খাইছে

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom

মন মাঝি এর ছবি

ছবিটা দেখে দারুন মজা পাইলাম! এইটা একটা ১০০% বিশুদ্ধ ও জেনুইন রামছাগল! হো হো হো
আরে ব্যাটা বাস্তবধর্মী রিপোর্টিং করার যদি এতই শখ, তাইলে জুতা পইরা কবরে না নাইমা - যা, কবরে হুইতা নিজের হাতে নিজেই নিজেরে পুরা মাটি চাপা দিয়া কবরের মাটির তলা থিকা রিপোর্টিং কর গিয়া যা। আমাদের জানা কবরের তলায় কেমন লাগে, মুনকির-নাকির আসলে দেখতে ক্যামন (তাদের লাইভ সাক্ষাৎকারও নিস্‌), গোর-আযাবে ক্যামন অনুভূতি হয়, ইত্যাদি! এইটা পারলেই বুঝুম তর কেরামতি। আর না পারলে, গরীবের কবর বইলা জুতা পইরা এর ভিতর নামার অপরাধে লাইভ টিভি ক্যামেরার সামনে ঐ জুতা দিয়া নিজের গালে নিজেই দশটা চড় মার! ব্যাটা বেয়াদব বেল্লিক কোথাকার, গরীবের কবর বলে এটা কী তর মুফ্‌তে ফাত্রামি আর ভাঁড়ামির জায়গা নাকি? রিপোর্টারটার নাম আর এইটা কোন চ্যানেল জানতে মন চায় - বিশেষ আকৃতির লাল মাইক্রোফোন দেখতেসি... চিন্তিত

****************************************

অতিথি লেখক এর ছবি

মুনকার নাকীরের লাইভ সাক্ষাৎকার কল্পনায় আনার চেষ্টা করছি। দেঁতো হাসি

খুব সম্ভবত সময় টিভির রিপোর্ট, মাইক্রোফোনে সেরকমই মনে হচ্ছে।

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom

শিশিরকণা এর ছবি

কবরের মাটির তলা থিকা রিপোর্টিং কর গিয়া যা। আমাদের জানা কবরের তলায় কেমন লাগে, মুনকির-নাকির আসলে দেখতে ক্যামন (তাদের লাইভ সাক্ষাৎকারও নিস্‌), গোর-আযাবে ক্যামন অনুভূতি হয়, ইত্যাদি! এইটা পারলেই বুঝুম তর কেরামতি। চলুক

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অতিথি লেখক এর ছবি

চলুক

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom

পথিক পরাণ এর ছবি

রিপোর্টার সাব তো সময় টিভিরই দেখা যায়!

অতিথি লেখক এর ছবি

শুধু সময় টিভির শুধুমাত্র একজন এমন উজবুক হলে কথা ছিলো না। অধিকাংশ চ্যানেলের সাংবাদিকেরাই এমন ফাজলামী করেছে বিভিন্ন সময়ে।

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom

মরুদ্যান এর ছবি

হো হো হো

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

হাসি

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom

অতিথি লেখক এর ছবি

দুঃখের হাসি হাসলাম । স্যাড বাট ট্রু ফ্যাক্ট

তালেব মাষ্টার

অতিথি লেখক এর ছবি

দুঃখের হাঁসির ইমো দরকার!

-----------------------
সাদাচোখ
sad_1971এটymailডটcom

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।