ড্রপলেট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৪/০৬/২০১৩ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি জানো, তোমার নাম একটা হঠাৎ উচু জায়গা?
সা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মনে পড়লেই অপ্রস্তুত, হোচট্ খেতে হয়

তোমার নামটা - শহর, বাড়ি, জন্জালের মধ্যে
আচমকা গাঢ় সবুজ!
থমকে যেতে হয়

তোমার নাম যেন এক মধ্যরাতের পুলিশ
পাশ কাটিয়ে যেতে যেতে আড়চোখে তাকাতেই
হুইসেল বাজিয়ে থামিয়ে দিয়ে চেকিং
দাঁড়া!

চুপচাপ নিঃশর্ত স্যারেন্ডার
কিছু নাই স্যার!
বাম পাশে ধুকপুকে
নষ্ট মাল টা ছাড়া

আর..

(সবুজ ফোঁটাটা তোমার নামের পাশে
জোনাকি পোকার আলো
জ্বলে জ্বলে থাকে, চোখে চোখে রাখি
চোখের জলেই
টুপ করে নিভে গেলো!)

- অপ্রকৃতিস্থ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সবুজ ফোঁটাটা তোমার নামের পাশে
জোনাকি পোকার আলো
জ্বলে জ্বলে থাকে, চোখে চোখে রাখি
চোখের জলেই
টুপ করে নিভে গেলো!

চলুক

--------------------
সুবোধ অবোধ
---------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

একলহমা এর ছবি

বা: ঝকঝকে আর ঠান্ডা-ঠান্ডা হাসি

ঘুমকুমার এর ছবি

ভাল লাগলো। লেখা -গুড়- হয়েছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিতার শিরোনাম ও ভেতরে ইংরেজি শব্দের ব্যবহার অদরকারী মনে হলো। কবিতায় ব্রাকেটের ব্যবহারও বেশ চোখে লাগলো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাসুম এর ছবি

সুন্দর কবিতা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মাসুম!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।