বঙ্গবন্ধুর ভাষণের দুর্লভ ভিডিও ফুটেজ ও অডিও

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৫/০৫/২০১৪ - ২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাহাত্তরে দেশে ফিরে বঙ্গবন্ধু দেয়া ভাষণের অডিও

১০ জানুয়ারি, ১৯৭২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে এসে রেসকোর্স ময়দানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।

একাত্তরে বাঙালির উপর যে ভয়ংকর নির্যাতন হয়েছিল, ভাষণ দেয়ার সময় উনি বারবার সে কথা বলে ফুঁপিয়ে কান্না করছিলেন, কয়েকবার নিজেকে ধরে রাখতে না পেরে শব্দ করে কেঁদে ফেলেছিলেন, তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল।

এই ভাষণে দৃঢ় কন্ঠে বঙ্গবন্ধু বলেন, যুদ্ধপরাধীদের বিচার হবেই।

প্রতীকি ছবি:
১০ জানুয়ারি ১৯৭২, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পর জাতির জনকের সাথে জাতীয় চার নেতা, আনন্দে সবাই অশ্রুসজল।

অডিওটিতে-

শ্লোগানের নেতৃত্ব ছিলেন- তোফায়েল আহমেদ।
সঞ্চালনা করেছেন- তাজউদ্দীন আহমেদ।
ধারা বিবরণীতে ছিলেন- কামাল লোহানী।


[শুনতে না পেলে ক্লিক করুন]

কৃতজ্ঞতা:

ওইদিন (১০ জানুয়ারি, ১৯৭২) একটি চলন্ত মাইক্রোবাসে বসে সেকালের একটি রেডিও-গ্রামোফোন-ক্যাসেট রেকর্ডারে (থ্রি ইন ওয়ান) এই অডিওটি রেকর্ড করেছিলেন সুমন আহমেদ।

একাত্তরের একুশে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ফুটেজ

প্রতীকি ছবি হিসেবে ০৭ মার্চ, ১৯৭১-এ বঙ্গবন্ধুর ভাষণের ছবি ব্যবহার করা হলো।

Speech of BangoBandhu on 21 February, 1971 from on Vimeo.

ভিডিও ফুটেজটির প্রাপ্তির কৃতজ্ঞতা: সুমন মাহমুদ

________________________________________

সাব্বির হোসাইন।
sabbir.egdnc এট gmail.com

পুরাতন লেখাসমূহ:
একাত্তরে বুদ্ধিজীবি হত্যাকান্ড
ফিরে দেখা- বাংলাদেশ (২০০১-২০০৬)- সংখ্যালঘু ও ভিন্নমতালম্বী নির্যাতন
রানা প্লাজা ও কিছু খেদোক্তি


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ব্যাক্তিগত সাইটে লেখাটা পূর্ব-প্রকাশিত।

- সাব্বির হোসাইন -

হাসিব এর ছবি

মূল্যবান ডকুমেন্ট। এটা কোথাও প্রকাশিত হয়েছে?

অতিথি লেখক এর ছবি

এগুলো সুমন মাহমুদ চাচার ব্যাক্তিগত সংগ্রহে ছিল।
এই বছরই উনি প্রথম এগুলো অনলাইনে পাবলিকলি পাবলিশ করেন।
এর আগে এগুলো কোথাও প্রকাশিত হয়নি।

- সাব্বির হোসাইন -

এক লহমা এর ছবি

চলুক
ইতিহাসের এই সব অসামান্য দলিলগুলি, আশা করি যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

সরকারিভাবে যথাযথভাবে সংরক্ষন হচ্ছে না, তবে ব্যাক্তিগত ও বেসরকারি উদ্যোগে অনেকেই করছেন।
আমি নিজেও একটি অনলাইন সংগ্রহশালার কাজ করছি-

http://www.liberationwarbangladesh.org/

- সাব্বির হোসাইন -

নীড় সন্ধানী এর ছবি

কপি করে ব্যক্তিগত সংরক্ষণে রাখলাম। অশেষ ধন্যবাদ শেয়ার করার জন্য। চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ত্রিমাত্রিক কবি এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে সবার সাথে শেয়ার করার জন্য।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।